আ জা ম তকীয়ুল্লাহ

একুশে পদক প্রাপ্ত ব্যক্তি

আ জা ম তকীয়ুল্লাহ (মৃত্যু: ১৬ নভেম্বর ২০১৭) বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন পুরাতন ও অভিজ্ঞ কর্মী ছিলেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ভাষা আন্দোলনে তার অবদানের স্বীকৃতি স্বরুপ একুশে পদকে ভুষিত হন।[] তিনি এ পুরস্কার মরণোত্তর পান।[] তিনি বাংলাদেশের ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহর চতুর্থ ছেলে।

আ জা ম তকীয়ুল্লাহ
মৃত্যু১৬ নভেম্বর ২০১৭(২০১৭-১১-১৬) (aged 91)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পিতা-মাতা
আত্মীয়মুর্তজা বশীর (ভাই)

কর্মজীবন

সম্পাদনা

তকিউল্লাহ প্রমিত বাংলা বর্ষপঞ্জি নামে বাংলা বর্ষপঞ্জি সংস্কার করেন। ১৯৪০ এর দশকে তিনি সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৫১ সালে কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

২০১৭ সালের ১৬ নভেম্বর তকীয়ুল্লাহ ঢাকায় মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'একুশে পদক' ২০১৮ প্রদান"সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "একুশে পদক পাচ্ছেন একুশ গুণী"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Language Movement veteran, leftist Muhammad Takiullah passes way at 91"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৯