আ আব লট চলে
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার চলচ্চিত্র
আ আব লট চালে হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি প্রণয়ধর্মী-নাট্য এবং সঙ্গীতধর্মী হিন্দি চলচ্চিত্র; চলচ্চিত্রটির পরিচালক ছিলেন ঋষি কাপুর। এটি ছিলো ঋষি কাপুর পরিচালিত প্রথম এবং একমাত্র চলচ্চিত্র। চলচ্চিত্রটির স্ক্রিপ্ট শচীন ভৌমিক এবং রুমি জাফরি লিখেছিলেন। ১৯৯৯ সালের ২২শে জানুয়ারী চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় রাজেশ খান্না, অক্ষয় খান্না এবং ঐশ্বর্যা রায় অভিনয় করেছিলেন। এটি ছিলো আর. কে. ফিল্মসের সর্বশেষ প্রযোজনা।
আ আব লট চলে | |
---|---|
পরিচালক | ঋষি কাপুর |
প্রযোজক | রাজিব কাপুর রণধীর কাপুর ঋষি কাপুর |
রচয়িতা | শচীন ভৌমিক (চিত্রনাট্য) রুমি জাফরি (গল্প এবং সংলাপ) রাজু সায়গাল (দৃশ্য) |
শ্রেষ্ঠাংশে | রাজেশ খান্না অক্ষয় খান্না ঐশ্বর্যা রায় |
সুরকার | নাদিম-শ্রাবণ |
চিত্রগ্রাহক | সমীর আর্য |
সম্পাদক | রাজিব কাপুর |
প্রযোজনা কোম্পানি | আর. কে. ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹9 crore[১] |
আয় | ₹16.3 crore[২] |
অভিনয়ে
সম্পাদনা- রাজেশ খান্না - বলরাজ খান্না, রোহনের বাবা
- অক্ষয় খান্না - রোহন বলরাজ খান্না
- মৌসুমি চট্টোপাধ্যায় - রমা খান্না, রোহনের মা
- ঐশ্বর্যা রায় - পূজা ওয়ালিয়া, রোহনের পছন্দের নারী
- কাদের খান - সর্দার খান
- পরেশ রাওয়াল - পণ্ডিত জয়কিষণ প্যাটেল/পিসি জ্যাক প্যাটেল
- অলোক নাথ - রোহনের দাদা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aa Ab Laut Chalen"। boxofficeindia। BOI। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭।
Budget:9,00,00,000
- ↑ "Aa Ab Laut Chalen"। boxofficeindia। BOI। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭।
Worldwide Gross: 20,49,00,000
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আ আব লট চলে (ইংরেজি)