রাজীব কাপুর

ভারতীয় অভিনেতা
(রাজিব কাপুর থেকে পুনর্নির্দেশিত)

রাজীব কাপুর (২৫ আগস্ট ১৯৬২ - ৯ ফেব্রুয়ারি ২০২১)[] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং কাপুর পরিবারের সদস্য ।[]

রাজিব কাপুর
Kapoor at Bonny Duggal Bash
জন্ম (1962-08-25) ২৫ আগস্ট ১৯৬২ (বয়স ৬২)
শিক্ষাOur Lady of Perpetual Succour School, Chembur, Mumbai 71.
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৮৫–
পিতা-মাতারাজ কাপুর
Krishna Kapoor
আত্মীয়কাপুর পরিবার

প্রাথমিক জীবন

সম্পাদনা

কাপুর অভিনেতা/পরিচালক রাজ কাপুর এবং কৃষ্ণ রাজ কাপুরের ছোট ছেলে । তার বড় ভাই রণধীর কাপুর এবং ঋষি কাপুর রয়েছে বলিউড অভিনেতা। শাম্মি কাপুর এবং শশী কাপুর তাঁর মামা-মামানী। পৃথ্বীরাজ কাপুর তার পিতামহ এবং ত্রিলোক কাপুর তাঁর পিতামহ।[]

পেশাগত জীবন

সম্পাদনা

রাজীব ১৯৮৩ সালে এক জান হৈ হামে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি ১৯৮৫ সালে তার বাবার শেষ পরিচালনায় রাম তেরি গঙ্গা মাইলির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি অন্যান্য বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন আসমান (১৯৮৪), লাভার বয় (১৯৮৫), জবারডাস্ট (১৯৮৫) এবং হাম টু চালে পারদেস (১৯৮৮)। ১৯৯০ সালে জিম্মাদারে তিনি তার শেষ চলচ্চিত্রের উপস্থিতি তৈরি করেন যার পর তিনি প্রযোজনা ও পরিচালনার দিকে মনোনিবেশ করেন।

তার প্রযোজিত হেনা ১৯৯১ সালে তার ভাই রণধীর পরিচালিত এবং ১৯৯৬ সালে তিনি বাণিজ্যিকভাবে অসফল মাধ্যমে তার পরিচালক আত্মপ্রকাশ প্রেম ঘণ্টা, যেটাকে তাঁর ভাই অভিনয় করেন ঋষি এবং মাধুরী দীক্ষিত[] ১৯৯৯ সালে তিনি আ আব লাউট চলেন প্রযোজনা করেছিলেন যা তাঁর ভাই ishষি পরিচালিত হয়েছিল। তার পর থেকে তিনি চলচ্চিত্র নির্মাণ বা পরিচালনায় সক্রিয় ছিলেন না। ২০০১ সালে তিনি স্থপতি আরতি শেব্রাওয়ালকে বিয়ে করেন। তিনি একটি আইন দৃঢ় এ প্যারালিগাল হিসেবে ভন এ কাজ করেন । [তথ্যসূত্র প্রয়োজন]   

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

প্রযোজক

সম্পাদনা

সম্পাদক

সম্পাদনা

সহকারী পরিচালক:

সম্পাদনা

পরিচালক

সম্পাদনা

স্বয়ং

সম্পাদনা

রাজ কাপুর (১৯৮৭)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. চলে গেলেন বলিউডের রাজীব কাপুর, প্রথম আলো, ৯ ফেব্রুয়ারি ২০২১
  2. Mahanagar24x7 (২০১৮-১১-০১)। "ফের বড়পর্দায় ফিরতে চলেছেন রাজ কাপুরের কনিষ্ঠ পুত্র রাজীব কাপুর! | Mahanagar24x7" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-৩০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "বলিউডে কাপুর পরিবারের চার প্রজন্ম | দেশ রূপান্তর"Desh Rupantor। ২০১৯-০৩-১০। সংগ্রহের তারিখ ২০২০-০৪-৩০ 
  4. "BoxOffice India.com"। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০