আহমেদাবাদ দ্রুতগামী বাস পরিবহন ব্যবস্থা
আহমেদাবাদ দ্রুতগামী বাস পরিবহন ব্যবস্থা বা জনমার্গ হল গুজরাতের আহমেদাবাদ মহানগরির দ্রুত বাস পরিবহন ব্যবস্থা। এই ব্যবস্থায় ১৫০ টি বাস স্টপ ও ৮৯ কিমি নির্বাচিত পথ রয়েছে ।জনমার্গ বা আহমেদাবাদ বিআরটিএস প্রতিদিন ১৩০০০০ জন যাত্রি পরিবহন করে।এই পরিষেবা আহমেদাবাদ ও বৃহত্তর আহমেদাবাদ শহরে প্রাপ্ত।
জনমার্গ | |
---|---|
| |
সংক্ষিপ্ত বিবরণ | |
মালিকানায় | আহমেদাবাদ পৌরসংস্থা, আহমেদাবাদ নগর উন্নয়ন পর্ষদ, গুজরাত সরকার |
অবস্থান | আহমেদাবাদ, গুজরাত, ভারত |
পরিবহনের ধরন | বাস দ্রুতগামী গণপরিবহন |
লাইনের (চক্রপথের) সংখ্যা | ১৩ টি[১] (২০১৫) |
দৈনিক যাত্রীসংখ্যা | ১,৩২,০০০ (ডিসেম্বর২০১৫) |
প্রধান কার্যালয় | ডঃ রমনভাই পাটেল ভবন, পশ্চিমাঞ্চল দপ্তর, আহমেদাবাদ পৌর সংস্থা, উসমানপুরা, আহমেদাবাদ |
ওয়েবসাইট | আহমেদাবাদ বিটিআরএস |
চলাচল | |
চালুর তারিখ | ১৪ অক্টোবর ২০০৯ |
পরিচালক সংস্থা | আহমেদাবাদ জনমার্গ লিমিটেড |
একক গাড়ির সংখ্যা | ২২০ টি[২] (ডিজেল বাস) |
কারিগরি তথ্য | |
মোট রেলপথের দৈর্ঘ্য | ৮৯ কিলোমিটার (৫৫ মা) (December 2015) |
ইতিহাস
সম্পাদনাআহমেদাবাদ শহরের জনসংখ্য বর্তমানে ৬৩ লক্ষ থেকে ৭২ লক্ষ (২০১৪) হয়েছে। আহমেদাবাদ ভারত এর ষষ্ঠ বৃহত্তম শহর ও সপ্তম বৃহত্তম নগর অঞ্চল বা মহানগরি । ফলে এই বৃহত্তর জনসংখ্যরাকে সুষ্ঠ পরিবহন পরেষেবা প্রদানের লক্ষে ২০০৫ সালে এই প্রকল্প হাতে নেয়া হয় ২০০৬ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৪অক্টবর ২০০৯ সালে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এই জনমার্গ তথা আমেদাবাদ বি.আর.টি.এস পরিষেবার উদ্ভদন করেন।
পথ
সম্পাদনাআমেদাবাদ বি.আর.টি.এস ৮৯ কিমি দীর্ঘ।এই ব্যবস্থায়ষ১৫০ টি স্টেশন রয়েছে।
এই ব্যবস্থার রুট গুলি হল -
- ১.আর.টি.ও থেকে মনিনগর
- ২.সাইন্স সিটির কাছ থেকে ওধভ রিং রোড
- ৩.মনিনগর থেকে ঘুমা গাম
- ৪. জনডাল চক্র থেকে কমার্স ৬ সড়ক
- ৫.ভাসনা থেকে নারোড
- ৬.নারোল থেকে নারোড
- ৭.ইস্কন থেকে নারোড
- ৮.আ.টি.ও চক্র
- ৯.আর.টি.ও বিপরীত চক্র
- ১০.টাউনহল থেকে ওধাভ রিং রোড
- ১১.আর.টি.ও থেকে হাটকেশর
- ১২.শোলাভাগবত থেকে মনিনগর
- ১৩.বিশ্বকর্মা কলেজ থেকে নারোল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Janmarg Routes"। CEPT। Janmarg Ltd.-AMC। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 03 March 2016। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Bus services opting for diesel over cleaner CNG"। The Times of India। 21 December 2015। সংগ্রহের তারিখ 03 March 2016। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)