আহমেদলি (বাকু মেট্রো)
আহমেদলি (Əhmədli) একটি বাকু মেট্রোর একটি স্টেশন। এটি ২৮ এপ্রিল ১৯৮৯ সালে উদ্বোধন করা হয়েছিল।[১]
বাকু মেট্রো স্টেশন | |||||||||||||||
অবস্থান | বাকু, আজারবাইজান | ||||||||||||||
স্থানাঙ্ক | ৪০°১৩′৪৮″ উত্তর ৪৯°৩৪′১৭″ পূর্ব / ৪০.২৩° উত্তর ৪৯.৫৭১৫° পূর্ব | ||||||||||||||
মালিকানাধীন | বাকু মেট্রো | ||||||||||||||
রেলপথ | ২ | ||||||||||||||
ইতিহাস | |||||||||||||||
চালু | ২৮ এপ্রিল ১৯৮৯ | ||||||||||||||
পরিষেবা | |||||||||||||||
| |||||||||||||||
অবস্থান | |||||||||||||||
ইতিহাস
সম্পাদনা"বাকু সোভিয়েত-আহমাদলি" হলো সোভিয়েত শাসনামলে চালু হওয়া লাল লাইনের শেষ স্টেশন।
গঠন
সম্পাদনাস্টেশনের স্থাপত্য সরল বৈশিষ্ট্য সম্পন্ন। কিন্তু এই সরলতার মধ্যে স্টেশনটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রয়েছে। বর্গাকার কলামগুলি সাদা মার্বেল এবং বাদামী গ্রানাইটের সংমিশ্রণে আচ্ছাদিত। যেন মসজিদের মিনারগুলো তার ছাদের ভার কেড়ে নিয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Baku Metro"। UrbanRail।