দারনাগুল (বাকু মেট্রো)
বাকু মেট্রো স্টেশন
দারনাগুল বাকু মেট্রোর একটি স্টেশন। এটি ২৯ জুন ২০১১ সালে চালু করা হয়।[১] স্টেশনটি ৭ম-৮ম মাইক্রোডিস্ট্রিক্ট অঞ্চলে অবস্থিত। এখান থেকে সুলেমান সানি আখুন্দোভ সরণিতে যাওয়া যায়। স্টেশনটি স্তম্ভবিহীন। এটি বাকু মেট্রোর তেইশতম স্টেশন।
বাকু মেট্রো স্টেশন | |||||||||||
অবস্থান | বাকু, আজারবাইজান | ||||||||||
স্থানাঙ্ক | ৪০°২৫′০২″ উত্তর ৪৯°৫১′০১″ পূর্ব / ৪০.৪১৭২২° উত্তর ৪৯.৮৫০২৮° পূর্ব | ||||||||||
মালিকানাধীন | বাকু মেট্রো | ||||||||||
রেলপথ | ১ | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ২৯ জুন ২০১১ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
ইতিহাস
সম্পাদনাস্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৯ সালে এবং ২৯ জুন, ২০১১ সালে নির্মাণ সম্পন্ন হলে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ এটির উদ্বোধন করেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Baku Metro"। UrbanRail।