সূরা সিজদাহ
কুরআন শরীফের ৩২তম সূরা
(আস সেজদাহ্ থেকে পুনর্নির্দেশিত)
আস সেজদাহ্ , (আরবি: سورة السجدة, (সিজদা) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৩২ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩০ টি।
শ্রেণী | মাক্কী |
---|---|
নামের অর্থ | (সিজদা) |
পরিসংখ্যান | |
সূরার ক্রম | ৩২ |
আয়াতের সংখ্যা | ৩০ |
← পূর্ববর্তী সূরা | সূরা লোকমান |
পরবর্তী সূরা → | সূরা আহযাব |
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ |
নামকরণ
সম্পাদনা১৫ আয়াতের সাজদাহর যে বিষয়বস্তু এসেছে তাকেই এ সূরার শিরোনাম হিসেবে গ্রহণ করা হয়েছে।[১]
সারাংশ
সম্পাদনাসূরার প্রথমার্ধে ওহী, সৃষ্টিকর্তা, মানবজাতির সৃষ্টি, পুনরুত্থান এবং বিচারের দিন সহ ইসলামের কিছু ধর্মতাত্ত্বিক ধারণা রয়েছে। দ্বিতীয়ার্ধে যারা আল্লাহর সামনে "সেজদা করে" এবং যারা আল্লাহর চিহ্ন থেকে "মুখ ফিরিয়ে নেয়" তাদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর অধ্যায়ে বনী ইসরাঈলকে এমন লোকদের উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছে যারা মূসার মাধ্যমে ঈশ্বরের নির্দেশনা অনুসরণ করে।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নামকরণ"। www.banglatafheem.com। ১৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৫।
- ↑ The Study Quran, পৃ. 1009।