আশ্বিন

বাংলা সনের ষষ্ঠ এবং শকাব্দ ও হিন্দু পঞ্জিকার সপ্তম মাস
(আশ্বিন মাস থেকে পুনর্নির্দেশিত)

আশ্বিন বাংলা সনের ষষ্ঠ মাস এবং হিন্দু পঞ্জিকা ও ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের সপ্তম মাস। শরতের সমাপ্তি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য কন্যা তারামণ্ডলে প্রবেশ করলে এই মাসের আগমন ঘটে। বাংলাদেশের সর্বশেষ সংশোধিত পঞ্জিকা অনুসারে, আশ্বিন এখন ৩০ দিনের পরিবর্তে ৩১ দিন নিয়ে গঠিত। এই সংশোধনটি ১৬ অক্টোবর ২০১৯ থেকে কার্যকর হয়৷

আশ্বিন
দুর্গাপূজা এই মাসের অন্যতম সনাতন ধর্মীয় উৎসব
স্থানীয় নাম
বর্ষপঞ্জি
মাসের ক্রম
  • ৬ (বাংলা বর্ষপঞ্জি)
  • ৭ (হিন্দু বর্ষপঞ্জি)
দিনের সংখ্যা
  • ৩১ (বাংলাদেশ)
  • ৩০/৩১ (ভারত)
ঋতুশরৎ
গ্রেগরীয় সমতুল্যসেপ্টেম্বর-অক্টোবর
গুরুত্বপূর্ণ দিবস
← ভাদ্র (হিন্দু)
ভাদ্র (বাংলা)
কার্তিক (হিন্দু)
কার্তিক (বাংলা) →

নামের উৎস

সম্পাদনা

নামটি এসেছে অশ্বিনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

আশ্বিন মাসে কয়েকটি ধর্মীয় উৎসব পালিত হয়ে থাকে।[] সেগুলো হল -

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Henderson, Helene. (Ed.) (2005) Holidays, festivals, and celebrations of the world dictionary Third edition. Electronic edition. Detroit: Omnigraphics, p. xxix. আইএসবিএন ০-৭৮০৮-০৯৮২-৩

বহিঃসংযোগ

সম্পাদনা