সূরা ফুরকান

কুরআন শরীফের ২৫তম সূরা
(আল ফুরকান থেকে পুনর্নির্দেশিত)

আল ফুরকান (আরবি: سورة الفرقان; নির্দিষ্ট নির্ণায়ক, সত্য মিথ্যার মাপকাঠি)[] মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ২৫ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরার আয়াত সংখ্যা ৭৭টি এবং রুকু সংখ্যা ৬ টি ।

আল ফুরকান
الفرقان
শ্রেণীমাক্কী
নামের অর্থনির্দিষ্ট নির্ণায়ক, সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী
পরিসংখ্যান
সূরার ক্রম২৫
আয়াতের সংখ্যা৭৭
← পূর্ববর্তী সূরাসূরা নূর
পরবর্তী সূরা →সূরা শুআরা
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ

নামকরণ

সম্পাদনা

প্রথম আয়াত (আরবী) থেকে সূরার নাম গৃহীত হয়েছে। কুরআনের অধিকাংশ সূরার মতো এ নামটিও বিষয়বস্তু ভিত্তিক শিরোনাম নয় বরং আলামত হিসেবে সন্নিবেশিত হয়েছে।

বিষয়বস্তু

সম্পাদনা
  1. রাসুল(স) এর উপস্থাপনকৃত আদর্শে কাফির বা সত্য প্রত্যাখ্যানকারীদের সন্দেহ ও তার জবাব।
  2. সত্য দ্বীনের তথা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যানের পরিনতি।
  3. ঈমানদারদের নৈতিক বৈশিষ্ট্য ও কাফিরদের চরিত্র ইত্যাদি সম্পর্কে বর্ননা ।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা