আবুল আব্বাস আহমাদ ইবনে জাফর (আরবি: أبو العباس أحمد بن جعفر; আনু. ৮৪২ – ১৪ অক্টোবর ৮৯২), যিনি তার রাজকীয় নাম আল মুতামিদ (المعتمد al-Muʿtamid) বেশি পরিচিত, ছিলেন ১৫তম আব্বাসীয় খলিফা। তিনি ৮৭০ থেকে ৮৯২ সাল পর্যন্ত খলিফার পদে আসীন ছিলেন। আল মুতাওয়াক্কিলের বেঁচে থাকা সন্তানদের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। ২৩ বছর যাবত খলিফার দায়িত্ব পালন করলেও তার শাসন আনুষ্ঠানিক ছিল।

আল মুতামিদ
Al-Mu'tamid
المعتمد
আব্বাসীয় খিলাফতের ১৫শ খলিফা
রাজত্ব৮৭০-৮৯২
পূর্বসূরিআল মুহতাদি
উত্তরসূরিআল মুতাদিদ
জন্ম৮৪৪
মৃত্যু১৫ অক্টোবর ৮৯২
রাজবংশআব্বাসীয়
পিতাআল মুতাওয়াক্কিল
ধর্মইসলাম
আল মুতামিদের শাসনামলের দিনার।

আল-মুতামিদ ছিলেন খলিফা আল-মুতাওয়াক্কিলের (শাসনকাল ৮৪৭-৮৬১) পুত্র এবং ফিতিয়ান নামে একজন কুফান দাসী মেয়ে।[] তার পুরো নাম ছিল আহমাদ ইবনে আবু জাফর এবং সন্তানের নামের থেকে আবুল আব্বাস এবং তার মায়ের কাছ থেকে ইবনে ফিতয়ান নামেও পরিচিত ছিলেন।[] তুর্কি সেনাপতি বায়াকবাক ও ইয়ারজুখ কর্তৃক আল-মুহতাদি ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক বাহিনী তাকে তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করে এবং ১৬ বা ১৯ জুন ৮৭০ সালে রাজকীয় নাম আল-মু'আলাহ দিয়ে খলিফা ঘোষণা করে। ২১ জুন আল-মুহতাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Kennedy 1993, পৃ. 765।
  2. Waines 1992, পৃ. 68 (note 244), 115।
  3. Waines 1992, পৃ. 93–99, 115।
আল-মুতামিদ
জন্ম: 844 মৃত্যু: 892
সুন্নি ইসলাম পদবীসমূহ
পূর্বসূরী
Al-Muhtadi
Caliph of the Abbasid Caliphate
16/19 June 870 — 14 October 892
উত্তরসূরী
Al-Mu'tadid
আল-মুতামিদ
জন্ম: ৮৪৪ মৃত্যু: ৮৯২
সুন্নি ইসলাম পদবীসমূহ
পূর্বসূরী
আল মুহতাদি
ইসলামের খলিফা
৮৭০–৮৯২
উত্তরসূরী
আল মুতাদিদ