সূরা বুরুজ
কুরআন শরীফের ৮৫তম সূরা
(আল-বুরুজ থেকে পুনর্নির্দেশিত)
সূরা আল-বুরুজ (আরবি ভাষায়: البروج) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৮৫ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২২, সূরা আল-বুরুজ মক্কায় অবতীর্ণ হয়েছে।
শ্রেণী | মাক্কী সূরা |
---|---|
নামের অর্থ | নক্ষত্রপুঞ্জ |
পরিসংখ্যান | |
সূরার ক্রম | ৮৫ |
আয়াতের সংখ্যা | ২২ |
পারার ক্রম | ৩০ |
রুকুর সংখ্যা | ১ |
সিজদাহ্র সংখ্যা | নেই |
← পূর্ববর্তী সূরা | সূরা ইনশিকাক |
পরবর্তী সূরা → | সূরা তারিক্ব |
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ |
নামকরণ
সম্পাদনাএই সূরাটির প্রথম আয়াতের اَلْبُرُوْجَ বাক্যাংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরাটিতে البروج (‘বুরুজ’) শব্দটি রয়েছে এটি সেই সূরা।