আলী ইবনে আবদুল্লাহ ইবনে আল-আব্বাস
আলী ইবনে আবদুল্লাহ ইবনে আল-আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (আরবি: علي بن عبد الله بن العباس بن عبد المطلب; ৬৬১ – ৭৩৬) আব্বাসীয়দের পূর্বপুরুষ ছিলেন। তিনি আল-আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের নাতি এবং প্রথম দুই আব্বাসীয় খলিফা আল সাফাহ এবং আল-মনসুরের দাদা ছিলেন।
জীবন
সম্পাদনাআলি ছিলেন ইসলামী নবী মুহাম্মাদের চাচাত ভাই আবদুল্লাহ ইবনে আল-আব্বাসের কনিষ্ঠ পুত্র এবং তাঁর মা ছিলেন কিন্দাহ গোত্রের "চার রাজার" একজনের মেয়ে জুরা’হ বিনতে মিশ্রাহ।[১] ঐতিহ্য মতে তিনি আলী ইবনে আবি তালিবের (মৃত্যু: ৬৬১ খ্রিষ্টাব্দ) হত্যাকাণ্ডের ঠিক রাতে জন্মগ্রহণ করেছিলেন, তবে তাঁর জন্মের বছর নিয়ে বিতর্কিত বিকল্প উৎসও রয়েছে।[২]
পরিণত বয়সে আলী আল-ওয়ালিদ ইবনে আবদুল মালিকের (রাজত্বকাল: ৭০৫–৭১৫) রাজত্বকালে উমাইয়া সরকার থেকে অনেকটা পালিয়ে ছিলেন, আল-ওয়ালিদ তাকে রাজধানী থেকে পিটিয়ে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি ফিলিস্তিন ও আরব সীমান্তের মধ্যবর্তী আল-শরত প্রদেশে চলে যান এবং হুমায়মা গ্রামে বসবাস করেন এবং এই এলাকাটিকে আব্বাসীয় পরিবারের নতুন সদর দফতর হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি হুমায়মায় ৭৩৫-৭৩৬ অথবা তার পরের বছর মারা যান, ইতোমধ্যে তাঁর পুত্র মুহাম্মাদ পরিবারের নেতৃত্ব এবং আব্বাসীয়দের প্রচারণার দায়িত্ব গ্রহণ করেছিলেন।[৩]
চরিত্র এবং বংশধরগণ
সম্পাদনাআলী উচ্চ মর্যাদা সম্পন্ন লম্বা এবং ফর্সা গাত্র বর্ণের সুদর্শন মানুষ ছিলেন। তার চুল কালো বর্ণের, লম্বা দাড়ি ছিল এবং মাথায় টাক ছিল, যা টুপির আড়ালে থাকতো। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং নিয়মিত প্রার্থনা করতেন এবং ধর্মপ্রাণ মুসলিমদের কাছে তিনি "আল-সাজজিদ" (যার অর্থ: যিনি অভ্যাসগত ভাবেই সেজদা করেন) নামে পরিচিতি লাভ করেছিলেন।[৪]
হুমায়মাতে থাকাকালীন আলী বিশ জনেরও বেশি ছেলে সন্তানের পিতা হন বলে জানা যায়।[৫] তাঁর সন্তানদের মধ্যে সর্বাধিক বিখ্যাত ছিলেন মুহাম্মাদ, তিনি আব্বাসীয় শাসনের ভিত্তি স্থাপনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং ভবিষ্যত খলিফা আল-সাফাহ এবং আল-মনসুরের পিতা ছিলেন। ঈসা,[৬] দাউদ,[৭] সুলায়মান, আবদুল সামাদ, সালিহ,[৬] ইসমাইল এবং আবদুল্লাহ সহ তাঁর অন্যান্য সন্তানগণ আব্বাসীয় বিপ্লবে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন এবং তাদের বেশিরভাগ আব্বাসীয় খিলাফতের প্রথম দশকে একটি বিশিষ্ট ভূমিকা পালন করেছেন।
টীকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- Elad, Amikam (২০০৫)। "Mawali in the composition of al-Ma'mun's army: a non-Arab takeover?"। Patronate and Patronage in Early and Classical Islam। Brill। পৃষ্ঠা 278–325। আইএসবিএন 978-90-04-14480-4। Elad, Amikam (২০০৫)। "Mawali in the composition of al-Ma'mun's army: a non-Arab takeover?"। Patronate and Patronage in Early and Classical Islam। Brill। পৃষ্ঠা 278–325। আইএসবিএন 978-90-04-14480-4। Elad, Amikam (২০০৫)। "Mawali in the composition of al-Ma'mun's army: a non-Arab takeover?"। Patronate and Patronage in Early and Classical Islam। Brill। পৃষ্ঠা 278–325। আইএসবিএন 978-90-04-14480-4।
- Ibn Khallikan, Shams al-Din Abu al-'Abbas Ahmad ibn Muhammad (১৮৪৩)। Ibn Khallikan's Biographical Dictionary, Vol. II। Trans. Baron Mac Guckin de Slane। Oriental Translation Fund of Great Britain and Ireland।
- Kennedy, Hugh (১৯৬০–২০০৫)। "Muhammad b. 'Ali b. 'Abd Allah"। The Encyclopaedia of Islam, New Edition। Leiden: E. J. Brill। পৃষ্ঠা 396। Kennedy, Hugh (১৯৬০–২০০৫)। "Muhammad b. 'Ali b. 'Abd Allah"। The Encyclopaedia of Islam, New Edition। Leiden: E. J. Brill। পৃষ্ঠা 396। Kennedy, Hugh (১৯৬০–২০০৫)। "Muhammad b. 'Ali b. 'Abd Allah"। The Encyclopaedia of Islam, New Edition। Leiden: E. J. Brill। পৃষ্ঠা 396।
- Yarshater, Ehsan, এড। (1985-2007)। আল-আবারা এর ইতিহাস (৪০ খণ্ড) । ইস্টার্ন স্টাডিজের সান্য সিরিজ। আলবানি, নিউ ইয়র্ক: স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক প্রেস। আইএসবিএন Yarshater, Ehsan Yarshater, Ehsan
- Zetterstéen, K.V. (১৯৬০–২০০৫)। "'Ali b. 'Abd Allah b. al-'Abbas"। The Encyclopaedia of Islam, New Edition। Leiden: E. J. Brill। পৃষ্ঠা 381।