আলী আনোয়ার
আলী আনোয়ার (৩ মার্চ ১৯৩৬ - ৩ মার্চ ২০১৪) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক ও অনুবাদক। ২০০৬ সালে প্রবন্ধে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।[১][২]
আলী আনোয়ার | |
---|---|
জন্ম | গোপালগঞ্জ, মাদারীপুর | ৩ মার্চ ১৯৩৬
মৃত্যু | ৩ মার্চ ২০১৪ নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৮)
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | গবেষক, অধ্যাপক, প্রাবন্ধিক |
দাম্পত্য সঙ্গী | বেগম হোসনে আরা |
পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার (২০০৬) |
জন্ম ও শৈশব
সম্পাদনাঅবিভক্ত ভারতের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের কর্মকর্তা মহব্বত আলী এবং তাঁর সহধর্মিণী বিলকিস আরার জ্যেষ্ঠ পুত্র আলী আনোয়ারের জন্ম মাতুলালয় মাদারীপুরে ১৯৩৬ সালের ৩রা মার্চ। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় বাবার কর্মস্থল শিলংএ, শিলং মিশন স্কুলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-এর সময় বাবা দেরাদুনে বদলি হলে হাতিবারকালা অ্যাংলো-ভার্নাকুলার স্কুলে লেখাপড়া করেন। দু'বছর পরে আবার কলকাতার মডার্ন স্কুলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করেন। কলকাতায় দাঙ্গা শুরু হলে তাঁর পরিবার পূর্ব-বাংলায় চলে আসে এবং ১৯৪৭ সালের আগস্ট মাসে তিনি কুমিল্লা জিলা স্কুলে ভর্তি হন। ১৯৫১ সালে কুমিল্লা জিলা স্কুল হতে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আই এ পাস করেন।
শিক্ষা ও কর্মজীবন
সম্পাদনাঢাকা বিশ্ববিদ্য্যলয় থেকে স্নাতক (১৯৫৭) ও স্নাতকোত্তর (১৯৫৮) শেষে তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জনের পর ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০১ সালে অবসর গ্রহণ করেন।
প্রকাশিত বই এর তালিকা
সম্পাদনাধর্মনিরপেক্ষতা (১৯৭৩, সম্পাদক), অনিকেত বেদনা (১৯৭৮, অনুবাদ), আধুনিক ইউরোপীয় নাটক (১৯৮৫), সারকোফেগাস (১৯৮৭, অনুবাদ), ইবসেন (২০০১), পাবলো নেরুদা:প্রেমে ও সংগ্রামে (২০০৭), সাহিত্য-সংস্কৃতি নানা ভাবনা (২০১৩), সাহিত্যের বিরল আঙিনায় (২০১৭)
মৃত্যু
সম্পাদনাআলী আনোয়ার ৩ মার্চ, ২০১৪ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। বাংলা একাডেমি। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৭।
- ↑ ক খ প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয় (৪ মার্চ ২০১৪)। "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আলী আনোয়ার মারা গেছেন"। দৈনিক প্রথম আলো। ঢাকা: মতিউর রহমান। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৬।