আলাপ:শিরোনামহীন

সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ৫ মাস আগে "প্রধান পাতার সূচনাংশ" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ শিরোনামহীন সঙ্গীতবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
আগস্ট ১, ২০২৪ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত
উইকিপ্রকল্প সঙ্গীত (মূল্যায়ন - মান ভাল, গুরুত্ব কম)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সঙ্গীতের অংশ, যা উইকিপিডিয়ায় সঙ্গীত সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ভালো  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ভাল-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 কম  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী কম-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

তথ্যসূত্র

সম্পাদনা

তথ্যসূত্র-এই ব্যাপারে কিছু বিস্তারিত বলা ভালো কারণ আমাদের নীতিমালার পাতা গুলি এখোনো অনুবাদ হয়নি। তাই আপনাকে ইংরেজি উইকিপিডিরার ব্যন্ডের উল্লেখযোগ্যতার পাতাটা একটু পড়ে নিতে হবে। বাংলা উইকিপিডিয়ায় এই নিবন্ধটির স্থান পাবে কি পাবে না তা সেখানে উল্লেখিত ১২টি পয়েন্টের মধ্যে একোনো একটি মিলে গেলে হবে।আর একটা কথা ইংরেজি উইকিতে কোনো নিবন্ধ আছে মানেই তা নিশ্চিত উল্লেখযোগ্য তা নয়।

  • শিরোনামহীনের ওয়েবসাইট
    • শিরোনামহীনের ওয়েবসাইট তথ্যসুত্র হিসাবে কিছু তথ্য দেওয়া যায় যখন নিবন্ধটির উল্লেখযোগ্য প্রমানিত হয়। জেনে রাখা ভালো বাংলা উইকিপিডিয়ায় বিশ্বকোষিয় অন্তর্ভুক্ত করা যাবে যদি বিষয়টি একাধিক প্রকাশিত মুদ্রণ/প্রকাশনায় (published works) নির্ভরযোগ্য উৎসতে (Reliable Sources) গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রচার (significant coverage) করা হয়েছে যার বিষয়বস্তুর স্বাধীনতা আছে (independent of the subject), তবে বিষয়টি একক নিবন্ধের জন্য মানদন্ড সন্তুষ্ঠ করে ও অন্তর্ভুক্তি করা যাবে বলে ধরে নেওয়া হয়।

তাই আপাতত নিবন্ধে উপরের ট্যাগটি রাখতেই হচ্ছে। এটা বদনাম করার জন্য নয়। বরঞ্চ নির্ভরযোগ্য তথ্যসূত্র পাঠক লেখক সম্পাদকের কাছ থেকে চাওয়া হচ্ছে।আশা করি ভুল বুঝবেন না।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৯:২৩, ১২ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা
এই পর্যালোচনাটি আলাপ:শিরোনামহীন/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: RockyMasum (আলাপ · অবদান) ১২:১৭, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হালনাগাদ ও তথ্যসূত্র সংশোধন প্রয়োজন

সম্পাদনা

@Moheen: নিবন্ধটি পর্যালোচনা জমা দেয়ায় এবং সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার জন্য আপনাকে অভিনন্দন। তবে কিছু সংশোধন প্রয়োজন। সম্প্রতি এই ব্যান্ডের কিছু একক গান প্রকাশ পেয়েছে, সেগুলো সন্নিবেশ করা প্রয়োজন এবং পরবর্তী পরিবেশনার শেষের লাইন হালনাগাদ করা প্রয়োজন। এছাড়া কিছু তথ্যসূত্রের শিরোনাম ইংরেজিতে থেকে গিয়েছে, সেগুলো অনুবাদ করা প্রয়োজন।--মাসুম-আল-হাসান (আলাপ) ১২:১৭, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@RockyMasum:   করা হয়েছে। আরও কোনো হালনাগাদ/সংশোধন প্রয়োজন হলে জানাবেন। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ১৭:৩১, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার সূচনাংশ

সম্পাদনা

শিরোনামহীন ১৯৯৬ সালে গঠিত ঢাকা ভিত্তিক বাংলা রক ব্যান্ড। ১৯৯০-এর দশকের শেষের দিকে ঢাকার আন্ডারগ্রাউন্ড সঙ্গীত থেকে উঠে এসে প্রোগ্রেসিভ রক, সাইকেডেলিক রক এবং লোক ধাঁচের সঙ্গীতের জন্য তারা খ্যাতি অর্জন করে। গানের দর্শন, সুর এবং জনবহুল সরাসরি পরিবেশনার জন্য দলটি বাংলা প্রোগ্রেসিভ রক ধারার শীর্ষস্থানীয় ব্যান্ডগুলির একটি হয়ে ওঠে। শিরোনামহীন ১৯৯৬ সালে স্থাপত্য প্রকৌশল শিক্ষার্থী জিয়াউর রহমান জিয়া (বেস), জুয়েল (গিটার) ও বুলবুল হাসান (কণ্ঠ)- এই তিনজন তরুণের সমন্বয়ে গঠিত হয়। ২০০২ সালে চতুর্থ সদস্য হিসেবে কণ্ঠশিল্পী তানজির তুহিন দলে যোগ দেন। জিয়া, ব্যান্ডের প্রাথমিক গীতিকার এবং ধারণাগত নেতা হয়ে ওঠে এবং ২০০৪ সালে তাদের প্রথম অ্যালবাম জাহাজী প্রকাশ করে। পরবর্তীতে তারা সমালোচনাপূর্ণ এবং বাণিজ্যিকভাবে সফল অ্যালবাম ইচ্ছে ঘুড়ি (২০০৬), বন্ধ জানালা (২০০৯), রবীন্দ্রনাথ (২০১০) এবং শিরোনামহীন (২০১৩) প্রকাশ করে। তাদের "হাসিমুখ" (২০০৪) গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও তাদের জনপ্রিয় গানের মধ্যে "পাখি" ২০০৬ সালে সেরা গান বিভাগে সিটিসেল-চ্যানেল আই মিউজিক পুরস্কার লাভ করে। ব্যান্ডটি এছাড়াও দুটি চলচ্চিত্রের স্কোর পরিচালনা করেছে। ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্বের কারণে ২০১৭ সালে তুহিন শিরোনামহীন ত্যাগ করেন। পরবর্তীতে নতুন ভোকাল হিসেবে শেখ ইশতিয়াক ব্যান্ডে যোগ দেন। এরপর ব্যান্ডটি ২০২২ সালে অনলাইন প্লাটফর্মে তাদের ষষ্ঠ অ্যালবাম পারফিউম মুক্তি দেয়। একই বছর ব্যান্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দা অনলি হেডলাইনার নামে একটি লাইভ অ্যালবাম প্রকাশ করে। (বাকি অংশ পড়ুন...)


উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৯৬ প্রধান পাতায় দেয়ার জন্য উপরের অংশটুকু তৈরি করা হয়েছে। ~মহীন (আলাপ) ০৫:৫৫, ২৭ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"শিরোনামহীন" পাতায় ফেরত যান।