ইচ্ছে ঘুড়ি

বাংলা প্রোগ্রেসিভ রক ব্যান্ড শিরোনামহীনের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম

ইচ্ছে ঘুড়ি বাংলা প্রোগ্রেসিভ রক ব্যান্ড শিরোনামহীনের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম। এটি ১ মে ২০০৬ সালে জি-সিরিজের ব্যানারে বাংলাদেশে প্রকাশিত হয়।

ইচ্ছে ঘুড়ি
ইচ্ছে ঘুড়ি অ্যালবামের প্রচ্ছদ
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ১ মে ২০০৬ (2006-05-01)
শব্দধারণের সময়২০০৫-২০০৬
স্টুডিওজি-সিরিজ
ঘরানা
দৈর্ঘ্য৫০:৩৮
সঙ্গীত প্রকাশনীজি-সিরিজ
শিরোনামহীন কালক্রম
জাহাজী
(২০০৪)
ইচ্ছে ঘুড়ি
(২০০৬)
বন্ধ জানালা
(২০০৯)

প্রকাশের পরে, ইচ্ছে ঘুড়ি জনপ্রিয়তা লাভ করে। জিয়াউর রহমান জিয়া রচিত ও সুরারোপিত এবং তানজির তুহিনের গাওয়া অ্যালবাম থেকে "পাখি" গানটি ২০০৬ সালে সিটিসেল-চ্যানেল আই মিউজিক পুরস্কার অনুষ্ঠানে সেরা গান বিভাগে পুরস্কার লাভ করে।[] ২০১৯ সালে গানটির একটি আনুষ্ঠানিক মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে, যেটি পরিচালনা করেছেন রোমো খান।[] অন্যদিনে স্বতন্ত্র কোণ থেকে বিচার করার গল্প মূলত এটি নস্টালজিক গান "ক্যাফেটেরিয়া"। যেটি এমন এক মুহুর্তের উপর ভিত্তি করে তৈরি যে কেউ তার ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় প্রবেশ করে এবং ক্যাফেতে আড্ডায় চারপাশে এত শব্দ এবং ধোঁয়ার মধ্যে দুটি নীরব চোখ অনুভব করে। ২০২০ সালে "ক্যাফেটেরিয়া পেরিয়ে" শিরোনামে গানটির একটি সিক্যুয়েল প্রকাশিত হয়।[] এছাড়াও অ্যালবামের জনপ্রিয় গানের মধ্যে "পাখি" ২০০৬ সালে সেরা গান বিভাগে সিটিসেল-চ্যানেল আই মিউজিক পুরস্কার লাভ করে।[]

গানের তালিকা

সম্পাদনা

অ্যালবামের এগারোটি গানের মধ্যে একভাবে জিয়াউর রহমান জিয়া পাঁচটি, ফারহান করিম দুইটি এবং ইয়াসির তুষার একটি গান লিখেছেন। জিয়া ও ফাহানের সাথে যৌথভাবে তানজির তুহিন দুইটি গান লিখেছেন। অন্যদিকে তুষার, ফারহান এবং জিয়া যৌথভাবে একটি গান লিখেছেন।

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."ইচ্ছে ঘুড়ি"জিয়াউর রহমান জিয়াজিয়াতানজির তুহিন৪:৪৭
২."বরষা"ফারহান করিম, তুহিনইয়াসির তুষারতুহিন৫:০১
৩."পাখি"জিয়াজিয়াতুহিন৪:১৫
৪."ক্যাফেটেরিয়া"জিয়াতুষার, জিয়াতুহিন৪:১৯
৫."স্বদেশ"ফারহানফারহান, তুষারতুহিন৪:০২
৬."ভবঘুরে ঝড়"জিয়াজিয়াতুহিন৪:১০
৭."রূপসী নগর"জিয়া, তুহিনতুষারতুহিন৩:২১
৮."নিঃসঙ্গ"তুষারতুষারতুহিন৩:২৩
৯."অন্যকেউ"ফারহানফারহানতুহিন৫:১০
১০."অনেক আশা নিয়ে"জিয়াজিয়াতুহিন৫:০৮
১১."দ্বিতীয় জীবন"তুষার, ফারহান, জিয়াতুষারতুহিন৬:৫৬
মোট দৈর্ঘ্য:৫০:৩৮

ব্যান্ডের সদস্যবৃন্দ

সম্পাদনা

পুরস্কার

সম্পাদনা
পুরস্কার
সংগঠন অনুষ্ঠানের তারিখ বিভাগ গান ফলাফল তথ্যসূত্র
সিটিসেল-চ্যানেল আই মিউজিক পুরস্কার ২০০৬ সেরা গান "পাখি" বিজয়ী []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দুই দশকের শিরোনামহীন"কালের কণ্ঠ। ২৬ মে ২০১৬। ১৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০ 
  2. ইউটিউবে শিরোনামহীন - পাখি [অফিসিয়াল মিউজিক ভিডিও]
  3. "১৪ বছর পর শিরোনামহীনের 'ক্যাফেটেরিয়া'র সিক্যুয়েল"দৈনিক প্রথম আলো। ১৫ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা