আলাপ:মিজানুর রহমান আজহারী
এই পাতাটি মিজানুর রহমান আজহারী নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি ২৮ মার্চ ২০২১ তারিখে অপসারণের জন্য মনোনীত হয়েছিল। আলোচনার ফলাফল হিসাবে এটি রেখে দেয়া হল সিদ্ধান্ত হয়েছিল। |
এই নিবন্ধটি ২৭ ডিসেম্বর ২০১৯ তারিখে অপসারণের জন্য মনোনীত হয়েছিল। আলোচনার ফলাফল হিসাবে এটি দ্রুত অপসারণ করা হল, (তথ্যসূত্রহীন বিজ্ঞাপনী নিবন্ধ) সিদ্ধান্ত হয়েছিল। |
উইকিপিডিয়ার বিষয়বস্তু মূল্যায়ন নীতিমালা অনুসারে, এই নিবন্ধটি এখনো মূল্যায়ন করা হয়নি। এটি নিম্নোক্ত উইকিপ্রকল্পের অংশ: | |||||||||||||||||||||||||||||||||||||||||||
|
অপসারণের আপত্তি
সম্পাদনাএই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ এখানে নির্ভরযোগ্য তথ্যসূত্র দেওয়া হয়েছে। তাছাড়া তার চেয়ে কম জনপ্রিয় ব্যক্তি যেমন মামুনুল হক, জুনাইদ বাবুনগরী, আল্লামা শফিদের নিবন্ধ আছে উইকিপিডিয়ায়। মিজানুর রহমান এর ক্ষেত্রে সমস্যা কোথায়? (নাজিম) --নাজিম খান (আলাপ) ০৮:১৫, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Muhammadulla: পূর্বে পাতাটি অপসারণের কারণ হিসাবে ছিল তথ্যসূত্রহীন বিজ্ঞাপনী নিবন্ধ দেখুন উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মিজানুর রহমান আজহারী, পূর্বে অপসারণের কারণ দেখিয়ে এখন দ্রুত অপসারণ প্রস্তাবনা দেওয়াটা ঠিক হয়েছে কি? নিবন্ধ পূর্বের মতো করে ত তৈরি করা হয়নি এখন তথ্যসূত্রও আছে। তাছাড়া নিবন্ধটি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) মানদন্ড উত্তীর্ণ করেছে এতে আমার কোন সন্দেহ নেই। -শাকিল হোসেন আলাপ ০৯:১৩, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- আরেকটি বিষয়; যদিও অন্যান উইকিপিডিয়ার সাথে বাংলা উইকির সম্পর্ক নেই শুধু তথ্য প্রদানের স্বার্থে একই নিবন্ধ আরো ৭ টি উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতার মানদন্ড পূরণ করে টিকে আছে https://m.wikidata.org/wiki/Q84597994 -শাকিল হোসেন আলাপ ০৯:৩০, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ, শাকিল ভাই। বাংলা উইকিপিডিয়াতে আসলে দ্বিমুখী আচরণ করা হয়। যেমনটা একাদশ জাতীর নির্বাচন হয়েছিল রাতের প্রকাশ্য চুরিতে। আর উইকিপিডিয়ায় বলে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। এর দ্বারা কি বুঝায় না উইকিপিডিয়ার বাংলা প্রশাসকরা আওয়ামীপন্থী ও পক্ষপাতদুষ্ট। নাজিম খান (আলাপ) ০৯:৪৪, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @নাজিম খান: কাওকে রাজনৈতিক ট্যাগ দেওয়া উচিৎ নয়,(আলোচনায় রাজনীতি আনাও ঠিক না) তাছাড়া সবার চিন্তা ধারা একরকম হবে এমনটা ভাবাও ঠিক না। আশা করি বক্তব্যের শেষের অংশটুকু প্রত্যাহার করবেন। -শাকিল হোসেন আলাপ ০৯:৪৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @MdsShakil:এই মন্তব্যগুলোর উত্তর দেওয়ার দরকার আছে বলে মনে করি না। এতটুকু বলতে চাই, উল্লেখযোগ্য না হওয়ায় অসংখ্যবার এটি অপসারণ করা হয়েছে এবং মূল নামে অবরোধ করা হয়েছে। অপসারণ লগ দেখুন। Muhammadulla (আলাপ) ১৩:১৮, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @নাজিম খান: কাওকে রাজনৈতিক ট্যাগ দেওয়া উচিৎ নয়,(আলোচনায় রাজনীতি আনাও ঠিক না) তাছাড়া সবার চিন্তা ধারা একরকম হবে এমনটা ভাবাও ঠিক না। আশা করি বক্তব্যের শেষের অংশটুকু প্রত্যাহার করবেন। -শাকিল হোসেন আলাপ ০৯:৪৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- কিছু বলার নেই। ~ খান সাহেব নাজিম খান (আলাপ) ১৭:১২, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- খুশি হলাম। ~ খান সাহেব আলাপ নাজিম খান (আলাপ) ১৭:১৫, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Muhammadulla: নিবন্ধের ব্যক্তি বাংলা উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা পূরণ করেনি, বিষয়টা হাস্যকর মনে হচ্ছে, যেখানে বাংলাদেশের একজন বাংলাভাষী লোকের নিবন্ধ ভিন্ন ভাষার উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতার মানদন্ড পূরণ করে টিকে আছে। -শাকিল হোসেন আলাপ ১৮:০০, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
আফতাব ভাই ইতিমধ্যে সমাধান দিয়ে দিয়েছেন; এই আলোচনা এখানেই সমাপ্ত করাটা ঠিক হবে। -শাকিল হোসেন আলাপ ১৮:০৩, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @নাজিম খান, সুধী কারো প্রতি অভিযোগ আনার আগে জেনে বুঝে করুন। না জেনে, হুট করে সিদ্ধান্তে উপনীত হবেন না। ক হয়েছে, অতএব খ অমুকপন্থী এই জাতীয় মন্তব্য করা থেকে বিতর থাকুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৩, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ সৃষ্টিকরণ/মিজানুর রহমান আজহারী 116.58.201.25 (আলাপ) ১৮:৩৭, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
উপরের ‘বাংলাদেশে তরুনণদের’ এর মধ্যে কেউ ‘তরুনণদের' শব্দটি সঠিক করে দিন। নাজিম খান (আলাপ) ০৪:০০, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
ইউকিপিডিয়ায় আজহারীর সাহেবের ছবি দেওয়া হক কুমিল্লা (আলাপ) ১১:৩৮, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে পপুলার, এবং জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী, তার চেয়ে কম জনপ্রিয় বক্তাদের ইউকিপিডিয়া আছে, English Wikipedia আজহারী সাহেব কে চাই কুমিল্লা (আলাপ) ১১:৪৩, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
সমালোচনা
সম্পাদনানিবন্ধটির বর্তমান সংস্করণ GNG তে উত্তীর্ণ হয় বলে মনে হচ্ছে। তাই কিছুটা পরিষ্করণ প্রয়োজন আছে। সমালোচনা অনুচ্ছেদের শেষের অংশে যে তথ্যসূত্র দেয়া হয়েছে তার সাথে নিবন্ধের তথ্যের কোনো মিল নেই। তথ্যের সমর্থনে কিছু উপযুক্ত তথ্যসূত্র প্রয়োজন।—ইয়াহিয়া (আলাপ • অবদান) ০৫:৪৩, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- নিবন্ধটি নিরপেক্ষ নয় ,নতুন সম্পাদনায় বারবার পূবাস্থায় ফেরত নেওয়া হচ্ছে , নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত কেন না ,এটি সম্পূর্ণ ব্যাক্তির নির্দশে লেখা --''মন্ত্রী '' (আলাপ) ০৬:১৫, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
মিজানুর রহমান আজহারীর ইউকিপিডিয়ায় ছবি নেই কেন
সম্পাদনাআমি চাই আজহারী সাহেবের ছবি দেওয়া হক, কুমিল্লা (আলাপ) ১১:৩৬, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
সেটাই তো!??? SachinKapurD (আলাপ) ০৯:২৮, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)
- উইকিপিডিয়া কপিরাইট নীতিমালা মেনে চলে। যার কারণে ইন্টারনেট থেকে নিয়ে তার ছবি আপলোড করা যাবে না, অন্য কারো তোলা আলোকচিত্র তার অনুমতি ছাড়া আপলোড করা যাবে না। করলে তা কপিরাইট লঙ্ঘন হবে। আপনার কাছে যদি আপনার নিজ হাতে তোলা মিজানুর রহমান আজহারীর ছবি থাকে, তবে তা আপলোড করতে এখানে যান। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১২, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)
বোধগম্য
সম্পাদনাআপনারা কিভাবে বুঝলেন যে এই ছবিটি স্ক্রিনশট? Md. Rayan Alam Rifat (আলাপ) ১০:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)