আলাপ:বিধানচন্দ্র রায়
এই পাতাটি বিধানচন্দ্র রায় নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
Doctor's day in India is 1st July. Probably every country have their own doctors day.. for Example in the US it is 30th March: http://www.holidayinsights.com/moreholidays/March/doctorsday.htm
--সপ্তর্ষি(আলাপ | অবদান) ২২:৫৬, ১ জুলাই ২০০৬ (ইউটিসি)
So, please clarify it there, and also on জুলাই ১। Thanks. --রাগিব (আলাপ | অবদান) ২৩:০৩, ১ জুলাই ২০০৬ (ইউটিসি)
তথ্যসূত্র
সম্পাদনাএই পাতার কোন তথ্যসূত্র লিংক গুলো আর সচল নেই । হাল নাগাদ প্রয়োজন Hatorininja (আলাপ) ১৫:০৩, ২০ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
শিরোনাম
সম্পাদনা@Sumasa: দাদা, ডা. নামের অংশ নয়। সাধারণত উইকিতে নিবন্ধের শিরোনামে পদবি লাগানো হয় না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৫, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
ডা. নামের অংশ নয়তো কী?
সম্পাদনা@আফতাবুজ্জামান: ভাই, উইকিনমস্কার, ডা. কিংবা ড. হল নামের আগে ব্যক্তিবিশেষের অর্জিত উপাধি। আপনি বলছেন 'সাধারণত উইকির নিবন্ধের শিরোনামে পদবি লাগানো হয়না'; প্রথমত, এই বিষয়টা আমার কাছে অজানা ছিল যে, উইকিতে সম্পূর্ণ নাম লেখা হয়না! দ্বিতীয়ত, এবিষয়ে আমার দুটো প্রশ্ন আছে - (ক) আপনি কী বলতে পারেন উইকিপিডিয়া ছাড়া আর কোন্ কোন্ সরকারি নথি কিংবা পত্রপত্রিকা এবং বইতে 'ডা. বিধানচন্দ্র রায়' এই পুরো নাম ছাড়া 'ডা.' বাদ দিয়ে শুধু 'বিধনচন্দ্র রায়' লেখা হয়েছিল অথবা এখনো হচ্ছে? (খ) সম্মাননীয় ব্যক্তি সম্পর্কিত উইকি নিবন্ধে তাঁর অর্জিত উপাধি/পদবিযুক্ত সম্পূর্ণ নাম বাদ দিয়ে অসম্পূর্ণ নাম লেখাতে পাঠকের কাছে অকারণ ধন্দ তৈরির সুযোগ থেকে যায় না কী? এছাড়া, 'ডা.' নামের অংশ নয় বলছেন, তাহলে এটা কী? সমাজে একই নাম অনেকের থাকতে পারে, তাই নামের আগে ডা. লিখলে সম্পূর্ণতা বজায় থাকে এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি সম্পূর্ণ হয় বলে আমার ধারণা। আপনি অনুগ্রহ করে ব্যাপরটা নিয়ে উইকি পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন আশা রাখি।
ধন্যবাদসহ,
sukan (আলাপ) ১৪:০৮, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)