আলাপ:বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৪ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম

সম্পাদনা

আটকে পড়া পাকিস্তানি নিবন্ধটি আটকে পড়া পাকিস্তানি শিরোনামে স্থানান্তর করার প্রস্তাব করছি। অতৎসম শব্দের ক্ষেত্রে "ঈ-কার " ব্যবহার করা যায় না। আলবি রেজা (আলাপ) ১৬:৫৬, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আলবি রেজা: করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:০০, ২৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

POV

সম্পাদনা

নিবন্ধটিতে বেশ কয়েক জায়গায় POV রয়ে গেছে। নিবন্ধের শেষে কিছু তথ্যসূত্র দেওয়া আছে, কিন্তু তালিকাটি দেখে বোঝার উপায় নেই যে কোন তথ্যটি কোন তথ্যসূত্র থেকে নেওয়া হয়েছে। জয়ন্ত নাথ ১২:৫৩, ২২ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

Mmnabi05 নামের ব্যবহারকারী এটি লিখেছেন। উনাকে অনুরোধ করছি আলাপ পাতায় নির্দিষ্ট করে বলে দিতে কোন তথ্যটি কোন সূত্র থেকে নেয়া। আমি মূল নিবন্ধে তা যোগ করে দিতে পারবো। আর POV গুলো নির্দিষ্ট করে বললে ভাল হয়। তাহলে ঐ লাইনগুলো অন্যভাবে লেখা যাবে। -- মুহাম্মদ ১৩:১৯, ২২ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
মুহাম্মদ ইংরেজী উইকিপিডিয়ার নিবন্ধটি আপনাকে সাহায্য করতে পারে। Mmnabi05 ব্যবহারকারী উইকিপিডিয়ায় নতুন। তাকে এভাবে অনুরোধ করলে তা হয়তো তার নজর এড়িয়ে যাবে, তাই অনুরোধ করবো তথ্যসূত্রের ব্যপারটি তাকে ব্যক্তিগত ভাবে তার পাতায় বা অন্য কোন ভাবে সম্ভব হলে করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৩, ২২ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
"বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি" পাতায় ফেরত যান।