আলাপ:পৃথিবী

সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ১ বছর পূর্বে "প্রধান পাতার সূচনাংশ" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ পৃথিবী ভূগোল এবং স্থানবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
মে ১০, ২০২০ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

দৃষ্টি আকর্ষণ

সম্পাদনা

এই নিবন্ধে প্রচুর, প্রচুর উদ্ধৃতি ত্রুটি রয়েছে। এজন্য ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধ খুলে সেগুলো ঠিক করতে হবে। আমার ইন্টারনেট কানেকশন এতো বড় পাতায় কাজ করতে সহায়ক নয়। আপনাদের কারো সদয় দৃষ্টি কামনা করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:২৮, ২৩ মার্চ ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি উইকি থেকে অনুবাদ কার্যক্রম

সম্পাদনা
পরিচ্ছেদ স্বেচ্ছাসেবী অনুবাদকারী সমাপ্ত হয়েছে?
1)নাম ও ব্যুৎপত্তি দরকার নেই প্রযোজ্য নয়
2)পৃথিবীর কালানুক্রমিক ইতিহাস Zaheen সমাপ্ত
2.1)উৎপত্তি সমাপ্ত
2.2)ভূতাত্ত্বিক ইতিহাস Wakim সমাপ্ত
2.3)জীবনের আবির্ভাব ও বিবর্তন Wakim সমাপ্ত
2.4)পৃথিবীর ভবিষ্যৎ Wakim সমাপ্ত
3)গঠন সমাপ্ত
3.1)আকৃতি সমাপ্ত
3.2)রাসায়নিক গঠন সমাপ্ত
3.3)অভ্যন্তরীণ কাঠামো সমাপ্ত
3.4)বাহ্যিক গঠন সমাপ্ত
3.5)তাপ সমাপ্ত
3.6)ভূত্বকীয় পাতসমূহ সমাপ্ত
3.7)ভূপৃষ্ঠ সমাপ্ত
3.8)জলমণ্ডল সমাপ্ত
3.9)বায়ুমণ্ডল সমাপ্ত
৩.৯.১)আবহাওয়া এবং জলবায়ু সমাপ্ত
৩.৯.২)উচ্চতর বায়ুমণ্ডল সমাপ্ত
3.10)চৌম্বকীয় ক্ষেত্র সমাপ্ত
৩.১০.১)চৌম্বকমণ্ডল সমাপ্ত
4)বার্ষিক ও আহ্নিক গতি সমাপ্ত
4.1)আহ্নিক গতি সমাপ্ত
4.2)বার্ষিক গতি সমাপ্ত
4.3)কক্ষের নতি এবং ঋতু পরিবর্তন সমাপ্ত
5)বাসযোগ্যতা Ashiq Shawon সমাপ্ত
5.1)জীবমণ্ডল Ashiq Shawon সমাপ্ত
5.2)প্রাকৃতিক সম্পদ এবং ভূমি ব্যবহার Ashiq Shawon সমাপ্ত
5.3)প্রাকৃতিক এবং পরিবেশগত সমস্যা Ashiq Shawon সমাপ্ত
6)মানবীয় ভূগোল সমাপ্ত
7)চাঁদ Ashiq Shawon সমাপ্ত
8)গ্রহাণু এবং কৃত্রিম উপগ্রহ Ashiq Shawon সমাপ্ত
9)সাংস্কৃতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সমাপ্ত
(সংশোধিত)


@NahidSultan, Jayantanth, Wakim32, Kayser Ahmad, Tanweer Morshed, এবং Ferdous: উপরের অনুবাদ প্রকল্পে অংশ নিন। যে পরিচ্ছেদটি / উপ-পরিচ্ছেদটি অনুবাদ করতে চান, তার পাশে আপনার নাম লিখে দিন এবং পারলে আগামীকালকের মধ্যে শেষ করুন।--অর্ণব (আলাপ | অবদান) ১৭:০৯, ২৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ করার সময় সব তথ্যই অনুবাদ করুন। পরবর্তীতে সম্পাদনা, এদিক-ওদিক সরানো হতে পারে। সেটা পরবর্তী ধাপে হবে। আপাতত শুধু অনুবাদ করতে হবে। অর্ণব (আলাপ | অবদান) ১৭:১১, ২৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গ: সমাপ্তি

সম্পাদনা

পৃথিবী নিবন্ধটির অনুবাদের সমাপ্তি ঘোষণা করছি। নিবন্ধটির অনুবাদের পর্যালোচনা ও মূল্যায়ন, সর্বোপরি সম্পূর্ণ নিবন্ধটি মূল্যায়ন করে প্রায় এক যুগ আগে শুরু হওয়া অসমাপ্ত নিবন্ধটির আপাত সমাপ্তি টানার জন্য উইকিপিডিয়ার প্রশাসকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোচ্চ চেষ্টা করেছি সম্পূর্ণ ভাবার্থক অনুবাদ না করে অনুবাদে প্রাঞ্জলতা রক্ষা করার। যদি অনুবাদে ত্রুটি থেকে থাকে তাহলে তা ক্ষমাশীল দৃষ্টিতে পরিবর্তন করার জন্য অনুরোধ করছি।

নিনাদ (আলাপ) ০৯:৫২, ৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিরীক্ষা

সম্পাদনা

আবশ্যকীয় নিবন্ধ হিসেবে পৃথিবী নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ হয়েছে। ইংরেজি থেকে সম্পূর্ণ অনুবাদ করার ফলে এতে কিছু কপি এডিটিং ও প্রুফ রিডিংয়ের প্রয়োজন। নিবন্ধটি ভালো নিবন্ধ পর্যায়ে নিতে নিবন্ধটি নিরীক্ষার জন্য নিরীক্ষক ও প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ পর্যায়ে নিতে এর লাল লিংকগুলো নীল করতে হবে। এতে সকলের অংশগ্রহণ প্রয়োজন।-- ওয়াকিম (আলাপ) ২০:০১, ২ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অ-সা-ধা-র-ণ কাজ! অত্যন্ত প্রশংসনীয় কাজ। সবাইকে অভিনন্দন। আমি সাধ্যমত চেষ্টা করব নিরীক্ষা করতে। অর্ণব (আলাপ | অবদান) ০৯:১৮, ২৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা
এই পর্যালোচনাটি আলাপ:পৃথিবী/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Wiki Ruhan (আলাপ · অবদান) ০৪:০০, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পরিবর্তন-সংশোধনের পরামর্শ

সম্পাদনা

নিবন্ধের গঠনশৈলী অত্যন্ত চমৎকার। কিছু পরিবর্তন আনলে ভাল হত-

  • অপ্রয়োজনীয় লাল সংযোগগুলো দূর করা উচিত।
  • কিছু বানান ও বিরামচিহ্ন ত্রুটি দূর করেছি। আরও ভুল কিছু থাকলে সমাধান করে ফেলা।
  • বর্তমান সময়ের সবচেয়ে বেশি তাপ উৎপন্নকারী আইসোটোপ সমূহ তালিকার হেডিংগুলো বাংলায় রূপান্তর করা।
  • কিছু ইংরেজি শব্দ রয়েছে যেগুলো নাম বিশেষ্যকে নির্দেশ করে সেগুলো ইটালিক করাই উচিত।
  • তথ্যসূত্রের একটি উদ্ধৃতি ত্রুটি রয়েছে। সেগুলো দূর করা।

— Wiki Ruhan (আলাপ) ০৪:৫৯, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@WAKIM:, আপনার প্রস্তাবিত পৃথিবী নিবন্ধটি পর্যালোচনা করা হয়েছে। উক্ত সমস্যাগুলো দূর করলে ভাল নিবন্ধ পর্যালোচনা করতে সুবিধা হবে। — Wiki Ruhan (আলাপ) ০৫:০৩, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Wiki Ruhan: নিবন্ধটির পর্যালোচনা শুরু করার জন্য ধন্যবাদ। নিবন্ধটিতে উল্লেখিত লাল লিংকগুলো কোনটাই অপ্রয়োজনীয় নয়। তাছাড়া নিবন্ধটির আলাপ পাতা খেয়াল করলে দেখবেন নিবন্ধটি অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে সমগ্র অংশই অনুবাদ ও লাল লিংকগুলো তৈরির আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কোন সম্পাদকই আগ্রহ দেখাননি। যাই হোক, বাকি ত্রুটিগুলো কয়েক দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি। আর লাল লিংকগুলো আপাতত থাকুক, সেগুলো ধীরে ধীরে তৈরি শুরু করব।--ওয়াকিম (আলাপ) ০৮:৪৯, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অগ্রগতি

সম্পাদনা

প্রিয় WAKIM, Wiki Ruhan
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১১:১৮, ৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার ফলাফল

সম্পাদনা
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):   খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):   খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):   গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):   খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ):  খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  

— Wiki Ruhan (আলাপ) ০৭:৫০, ১০ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী কীভাবে যোগ করবো?

সম্পাদনা

থিয়া নামে নিবন্ধ খুলতে চাইছি। এখন নিবন্ধের নাম কি: "থিয়া (গ্রহ)" এভাবে লিখবো নাকি শুধু "থিয়া" লিখে আলাদা বিষয়শ্রেণী যোগ করার কোন উপায় আছে? মঈনুল হাসান (আলাপ) ১৪:২৮, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার সূচনাংশ

সম্পাদনা

পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম। ৪৫৪ কোটি বছর আগে পৃথিবী গঠিত হয়েছিল। এক বিলিয়ন বছরের মধ্যেই পৃথিবীর বুকে প্রাণের আবির্ভাব ঘটে। পৃথিবীর জীবমণ্ডল এই গ্রহের বায়ুমণ্ডল ও অন্যান্য অজৈবিক অবস্থাগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর ফলে একদিকে যেমন বায়ুজীবী জীবজগতের বংশবৃদ্ধি ঘটেছে, অন্যদিকে তেমনি ওজন স্তর গঠিত হয়েছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একযোগে এই ওজন স্তরই ক্ষতিকর সৌর বিকিরণের গতিরোধ করে গ্রহের বুকে প্রাণের বিকাশ ঘটার পথ প্রশস্ত করে দিয়েছে। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ও এর ভূতাত্ত্বিক ইতিহাস ও কক্ষপথ এই যুগে প্রাণের অস্তিত্ব রক্ষায় সহায়ক হয়েছে। মনে করা হচ্ছে, আরও ৫০ কোটি বছর পৃথিবী প্রাণধারণের সহায়ক অবস্থায় থাকবে। মহাবিশ্বের অন্যান্য বস্তুর সঙ্গে পৃথিবীর সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে সূর্য ও চাঁদের সঙ্গে এই গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। বর্তমানে পৃথিবী নিজ কক্ষপথে মোটামুটি ৩৬৫.২৬ সৌর দিনে বা এক নক্ষত্র বর্ষে সূর্যকে প্রদক্ষিণ করে। (বাকি অংশ পড়ুন...) ~মহীন (আলাপ) ২০:০১, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"পৃথিবী" পাতায় ফেরত যান।