আবশ্যকীয় নিবন্ধ
প্রথম স্তর     দ্বিতীয় স্তর     তৃতীয় স্তর     চতুর্থ স্তর     পঞ্চম স্তর

এইগুলো হল দশটা প্রথম স্তর অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিবন্ধ; এগুলোর সূত্র ধরেই পরবর্তী গুরুত্বপূর্ণ নিবন্ধগুলোয় যাওয়া যায়।

এটি কিছু মৌলিক বিষয়ের তালিকা, যেগুলো ওপর উইকিপিডিয়াতে উচ্চ মানের নিবন্ধ থাকা উচিত, সবচেয়ে ভালো হয় নির্বাচিত নিবন্ধ হলে। এটি উইকিপিডিয়ার আবশ্যকীয় নিবন্ধের তালিকা এবং এ থেকে আবশ্যকীয় এ নিবন্ধগুলোতে সংশ্লিষ্ট উইকিপিডিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হয়। তৃতীয় স্তরে এখানে অতি গুরুত্বপূর্ণ প্রায় ১০০০ ভুক্তি একটি তালিকা তৈরী করা হয়েছে। চতুর্থ স্তরে ১০,০০০ ভুক্তির একটি বর্ধিত তালিকা তৈরী করা হচ্ছে।

নিবন্ধগুলোতে মানদন্ড অনুযায়ী বিশেষ তারকা চিহ্ন ব্যবহার করা হয়েছে:

দশটি নিবন্ধের তালিকা

সম্পাদনা