আলাপ:পশ্চিমভাগ তাম্রশাসন

সাম্প্রতিক মন্তব্য: Wiki Ruhan কর্তৃক ৪ বছর পূর্বে "ফলাফল" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ পশ্চিমভাগ তাম্রশাসন ইতিহাসবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
সেপ্টেম্বর ২১, ২০২০ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

আন্তঃউইকি সংযোগ দিন

সম্পাদনা
@Meghmollar2017: জনাব, আন্তঃউইকি সংযোগ দিন। এই নিবন্ধের নিবন্ধের নাম পাচ্ছি না। পেলে দিয়ে দিতাম। — কুউ পুলক ০৯:২৯, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক: ভাই এটি মৌলিক নিবন্ধ। আফতাব ভাই উইকিডাটার সাথে যুক্ত করে দিয়েছেন। -- আদিভাই (আলাপ) ০৯:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: তাহলে ঠিক আছে। — কুউ পুলক ০৯:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


এই পর্যালোচনাটি আলাপ:পশ্চিমভাগ তাম্রশাসন/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: —Wiki RuHan [ Talk ] ১৭:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সংশোধন প্রয়োজন

সম্পাদনা
  1. রচনাশৈলী:
    1. “তাঁর” কে “তার” এ রূপান্তর
    2. "_" কে “_” এ রূপান্তর
    3. 'সাল' এর চেয়ে খ্রিষ্টাব্দ বেশি আনুষ্ঠানিক (ফর্মাল)। তাই খ্রিষ্টাব্দ ব্যবহার করলে ভালো হয়।
    4. বানান পুনঃযাচাই করুন (দু-একটিতে সমস্যা প্রতিয়মান)
  2. তথ্য:
    1. আরও তথ্য যোগ করলে ভালো হতো (কারণ প্রশ্ন থেকে যায় এই তথ্যগুলো কি বিষয়বস্তুকে সম্পূর্ণরূপে ধারণ করে?)
    2. ভূমিকাংশ সম্প্রসারণ করে লেখা উচিত (এই ধরুন, মোবাইলের অর্ধ স্ক্রিন)
  3. ছবি:
    1. ছবিগুলোর সংযোগে “|থাম্ব| 220 px” যোগ করে দিন।

—Wiki RuHan [ Talk ] ১৭:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Wiki Ruhan: পর্যালোচনা শুরু করার জন্য ধন্যবাদ। রচনাশৈলীর ১, ২ ও ৩ নম্বর সংশোধিত হয়েছে। বানানের জন্য নিবন্ধটি পুনরায় পড়েছি, কিন্তু তেমন কিছু চোখে পড়েনি। (বানানের সমস্যাগুলো উল্লেখ করে দিলে ভালো হয়।) ছবিগুলোতেও থাম্বনেইল অপশন যুক্ত করা হয়েছে। তথ্যের ব্যাপারে, অনলাইনে লভ্য প্রায় সমস্ত উৎস থেকেই প্রাসঙ্গিক তথ্য সন্নিবেশনের চেষ্টা করেছি। নিবন্ধে উল্লিখিত সবগুলো বই আমার সংগ্রহে নেই, সেগুলোতে নতুন তথ্য থাকতে পারে। তবে বড় ধরনের তথ্য মিস করে যাওয়ার সম্ভাবনা কম। ভূমিকাংশ এখন মোটামুটি মোবাইলের অর্ধেক স্ক্রিন পর্যন্তই আছে। যদি প্রয়োজন মনে হয়, আরও সম্প্রসারিত করা যাবে। — আদিভাইআলাপ০৪:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সংশোধন-২

ধন্যবাদ আদিব। তবে আরও বাকি যে টুকটাক সংশোধন প্রয়োজন তা উল্লেখ করছি-

  1. ভূমিকাংশ নিবন্ধের শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সারমর্ম ধারণ করে। আমার বিবেচনায় এখনকার ভূমিকাংশ তা করছে না।
  2. তথ্যছকের চিত্রটির আকার ৩০০-৩৫০ পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ করে দিন।
  3. নিবন্ধে বেশি কিছু দ্বিসংযোগ আছে। অর্থ্যাৎ এক অন্তঃলিংক একাধিকবার করা হয়েছে। এটি দূর করতে হবে।

—Wiki RuHan [ Talk ] ০৪:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Wiki Ruhan: তথ্যছকের চিত্রের আকার ও একাধিক সংযোগ সংশোধন এবং ভূমিকাংশ সম্প্রসারণ করা হয়েছে। :) — আদিভাইআলাপ০৮:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ফলাফল

সম্পাদনা
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):   খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):   খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):   গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):   খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ):  খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  

—Wiki RuHan [ Talk ] ১৩:৫১, ২১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য নিবন্ধ সারাংশ

সম্পাদনা

পশ্চিমভাগ তাম্রশাসন বা চন্দ্রপুর তাম্রশাসন মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিমভাগ গ্রামে প্রাপ্ত একটি তাম্রশাসন। এটি দক্ষিণ-পূর্ব বাংলার চন্দ্রবংশীয় রাজাদের প্রণীত ও এখন পর্যন্ত আবিষ্কৃত বারোটি তাম্রশাসনের অন্যতম। চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্র রাজত্বের পঞ্চম বর্ষে, আনুমানিক ৯৩৫ খ্রিষ্টাব্দে, ব্রাহ্মণদের ভূমিদানের দলিলস্বরূপ শাসনটি জারি করেন। ১৯৬০ এর দশকে আবিষ্কারের পর কমলাকান্ত গুপ্ত উত্তরবঙ্গীয় নাগরী লিপিতে সংস্কৃত ভাষায় লেখা শাসনটির পাঠোদ্ধার করেন। তাম্রশাসনে বৌদ্ধধর্মীয় রাজা শ্রীচন্দ্র ছয় হাজার ব্রাহ্মণকে জমি অনুদান দেন, যা ইতিহাসবিদদের মতে অনন্য। শাসনে শ্রীহট্ট অঞ্চলের নয়টি মঠে ভূমি অনুদানের মাধ্যমে শ্রীচন্দ্র নিজ নামে অধুনালুপ্ত চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়। পশ্চিমভাগ শাসনের মাধ্যমেই চন্দ্র রাজবংশ সম্পর্কে বিস্তারিত জানা যায়। এছাড়া শাসনটি সমকালীন পাল সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থা, বিশেষ করে সাম্রাজ্যে কম্বোজ রাজবংশের উত্থানের ধারণাকে সুপ্রতিষ্ঠিত করে। সিলেট বা তৎকালীন শ্রীহট্ট পুণ্ড্রবর্ধনে অন্তর্ভুক্তির পাশাপাশি পশ্চিমভাগ তাম্রশাসন থেকে মধ্যযুগীয় বাংলার সমাজব্যবস্থা সম্পর্কেও ব্যাপক ধারণা পাওয়া যায়। (বাকি অংশ পড়ুন...)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"পশ্চিমভাগ তাম্রশাসন" পাতায় ফেরত যান।