আলাপ:নর্ডরাইন-ভেস্টফালেন

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ মাস আগে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে

নিবন্ধের নাম

সম্পাদনা

@ImamAnik: আপনি নর্ডরাইন-ভেস্টফালেন-কে নর্টরাইন-ভেস্টফালেন শিরোনামে স্থানান্তর করেছিলেন। পরে আমি এটিকে পূর্বের নামে ফেরত আনি ও সম্পাদনা সারাংশে উল্লেখ করেছিলাম "পূর্বের নামে ফেরত। "নর্ট" কীভাবে আসে জানি না। স্থানান্তরের পূর্বে আলোচনা প্রয়োজন।" কিন্তু আপনি আবারো আলোচনা না করেই নর্টরাইন-ভেস্টফালেন শিরোনামে স্থানান্তর করলেন। আপনাকে অনুগ্রহপূর্বক আলোচনা ছাড়া ঐক্যমত্য ছাড়া পুনরায় স্থানান্তর না করতে অনুরোধ করা হচ্ছে।

এই পাতাটির প্রথম নাম ছিল নর্থ রিনে-ভেস্টফালিয়া, পরে জাহিন ভাই এটিকে নর্ডরাইন-ভেস্টফালেন নামে স্থানান্তর করেন। জাহিন ভাই নিশ্চয়ই না জেনে স্থানান্তর করেন নি। জাহিন ভাইয়ের ভুল হতে পারে না তা বলছি না, আবার আপনারটি ভুল তাও বলছি না।

দয়া করে বলুন যে নর্ডরাইন-ভেস্টফালেন-কে কেন নর্টরাইন-ভেস্টফালেন শিরোনামে স্থানান্তর করা উচিত? তারপর ঐক্যমত্য আসলে নিশ্চয়ই স্থানান্তর করা হবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আফতাবুজ্জামান, অসুবিধা সৃষ্টির জন্য দুঃখিত। আসলে আমার কারণ সুস্পষ্ট ও বিষয়টি অনুল্লেখ্য হওয়ায় আমি আলোচনার প্রয়োজন দেখিনি।
জার্মান ভাষায় অক্ষরের শেষে D থাকলে সেটার উচ্চারণ এর মতো হয়। এটা আমার কথা না, আমি এখানে পেয়েছি।
জাহিন ভাই ওই সাহায্য পাতার উন্নতিতে নিয়মিত কাজ করেছেন। স্থানান্তরের সময় একটি বর্ণ তার নজরে না আসতেই পারে।
আমি সারাংশে উল্লেখ করেছিলাম আধ্বব অনুসারে। আমি আশা করেছিলাম যে, আপনি অন্তত পাতায় দেওয়া উচ্চারণটি পড়ে দেখবেন ও সাহায্য পাতার সাথে মিলিয়ে দেখবেন। আপনাকে সম্ভবত আমি কদিন আগেই আরেকটি উচ্চারণ বুঝিয়ে দিয়েছিলাম। —  ইমামঅনিক (আলাপ) ১৯:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি এই পাতা আর স্থানান্তর করবো না। আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন। ধন্যবাদ। ইমামঅনিক (আলাপ) ১৯:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি জাহিন ভাইকে জিজ্ঞাসা করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"নর্ডরাইন-ভেস্টফালেন" পাতায় ফেরত যান।