আলাপ:দেলাওয়ার হোসাইন সাঈদী

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ মাস আগে "সম্পাদনার অনুরোধ, ৪ সেপ্টেম্বর ২০২৪" অনুচ্ছেদে

গ্রেফতার

সম্পাদনা

দেলোয়ার হোসেন সাঈদীর গ্রেফতার হওয়া, কোন অভিযোগে গ্রেফতার হওয়া, সাথে কারা কারা গ্রেফতার হলেন -এই বিষয়গুলো পত্রিকার খবর হিসেবে ঠিক আছে। কিন্তু জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিষয়গুলো বিশ্বকোষীয় নয় বলে আমার মত।মঈনুল ইসলাম (আলাপ) ০২:৪৮, ৯ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

জানিনা এই প্রোপ্রাইলটি কে আপডেট করছেন.. তবে এখানে যা দেখলাম তাতে মনে হলে তাকে ব্যক্তিগত ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার জীবনী লিখা হয়েছে। তাই অনুরোধ সত্য তথ্য না জেনে এভাবে না লিখা ভালো..

স্বনামধন্য আলেম?

সম্পাদনা

দেলোয়ার হোসেন সাঈদী ওরফে স্বনামধন্য দেইল্যা রাজাকারকে কোন হিসেবে স্বনাম ধন্য মুফাসসির-এ কুরআন বলা যায়? এর আগেও একবার ঠিক করেছিলাম। কিন্তু মডারেটর উইকি তানভীর সেটি মুছে দিয়েছেন। মোছার আগে কি আলোচনা করা যেত না? তার বাবা কোন আমলে স্বনামধন্য আলেম ছিল সেটিরও তথ্যসূত্র দাবি করলাম। ধন্যবাদ। -- উইকি_আবির, ১১ সেপ্টেম্বর, ২০১২

আসলে এখানে একটু ভুলবোঝাবুঝি হয়েছে। আপনি উইকিপিডিয়ার একটি তথ্যের জন্য সূত্র দাবি করতে পারেন, কিন্তু তথ্যটি যদি সম্ভাব্য ক্ষতিকারক না হয় তবে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে পারেন না। তাই আপনি যদি কোনো তথ্যের সূত্র দাবি করেন তবে তার পাশে {{cn}} ট্যাগ লাগাতে পারেন। এছাড়াও চাইলে আপনি সঠিক সূত্র প্রদর্শনপূর্বক তথ্যটি মুছেও ফেলতে পারেন। কোনো ব্যক্তিগত কারণে আমি আপনার তথ্য সম্পাদনাটি বাতিল করিনি। ভুল বোঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরও যে-কোনো প্রশ্নে স্বাগতম। — তানভিরআলাপ০৬:১৭, ১১ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
তথ্যসূত্র ছাড়া তথ্য পরিবর্তন করাটাও সঠিক নয়। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৭:৫৬, ১১ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের শিরোনাম স্থানান্তর প্রসঙ্গে

সম্পাদনা

প্রিয়, @NahidSultan:, নিবন্ধের শিরোনাম কি দেলাওয়ার হবে নাকি দেলোয়ার? ইংরেজি উইকিপিডিয়াতে দেখলাম Delwar লিখা আছে। এছাড়াও গুগলে সার্চ করলেও দেলোয়ার হোসাইন সাঈদী বানানটিই বেশি দেখাচ্ছে। তাই স্থানান্তরের জন্য বিবেচনা করা যাবে কিনা??? ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৩:১৬, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

তার নামের বানানই এটি এবং নামটি প্রচলিতও। সুতরাং পরিবর্তন অপ্রয়োজনীয়। দেখুন এখানে~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: হ্যাঁ ওখানে কিন্তু দেলাওয়ার লেখা হয়েছে, তবে সেই সাথে আল্লামা না লিখে লিস্টটাতে ওনার নামের পাশে আলামা লেখা হয়েছে। তাহলে কি বানান? আশা করি ইতিবাচকভাবে নিবেন। — রিয়াজ (আলাপ) ১৩:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সপ্তম সংসদের তালিকাতেও দেখুন ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৪:০১, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২০ মার্চ ২০২২

সম্পাদনা

ছবি যোগ করতে চাই ছামিউন জামান ছামি (আলাপ) ১০:৫৯, ২০ মার্চ ২০২২ (ইউটিসি) ছামিউত্তর দিন

@ছামিউন জামান ছামি: সুধী, জীবিত ব্যক্তির ক্ষেত্রে কপিরাইটমুক্ত ছবি পাওয়া গেলে নিবন্ধে যোগ করতে পারবেন। তবে ইন্টারনেট থেকে প্রাপ্ত কপিরাইটযুক্ত চিত্র যোগ করা যাবে না। আপনার নিজের তোলা ছবি থাকলে সেক্ষেত্রে যোগ করতে পারবেন। রিয়াজ (আলাপ) ১২:২০, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১৪ আগস্ট ২০২৩

সম্পাদনা

উল্লেখিত নিবন্ধে কিছু তথ্য ভুলভাবে তুলে ধরা হয়েছে, সেগুলো সঠিক তথ্য দ্বারা সম্পাদনা করার প্রয়োজন। Mamun sarker BD (আলাপ) ১০:২১, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Mamun sarker BD কোন কোন তথ্য ভুল আছে? অনুগ্রহ নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখপূর্বক সুনির্দিষ্টভাবে ভুল চিহ্নিত করে বার্তা দিন। Yahya (আলাপ) ১০:৪৫, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধঃ মৃত্যুর স্থান যোগ করে দিন, ১৪ আগস্ট ২০২৩

সম্পাদনা

মৃত্যুর স্থান হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় Ami.tawhidul1870 (আলাপ) ১৬:১৪, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২১, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সনামধন্য আলেম

সম্পাদনা

আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি একজন সমামধন্য আলেমে দ্বীন Kabnkg (আলাপ) ০৪:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৪ সেপ্টেম্বর ২০২৪

সম্পাদনা

দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব কোন রাজাকার নয়। তাই এটি সংশোধন করুন। 103.115.243.39 (আলাপ) ১৩:১০, ৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়নি। তথ্যটি তথ্যসূত্র দ্বারা সমর্থিত। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"দেলাওয়ার হোসাইন সাঈদী" পাতায় ফেরত যান।