আলাপ:দেব (অভিনেতা)
সাম্প্রতিক মন্তব্য: BadhonCR কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে
এই পাতাটি দেব (অভিনেতা) নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
উইকিপ্রকল্প চলচ্চিত্র/অভিনয়শিল্পী | (মূল্যায়ন - গুরুত্ব উচ্চ) | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
দেবের বিতর্কিত রাজনৈতিক মন্তব্য
সম্পাদনাদেব নির্বাচন প্রচারণা চলাকালীন সময়ে বিতর্কিত বক্তব্য দেন এবং সেটা নিয়ে কলকাতায় মহিলারা প্রতিবাদ করেন পরে তিনি ক্ষমা চান। এটা তো বহুল আলোচিত সংবাদ ছিলো সেই সময়ে। এটাকে কেন ভূল খবর হিসেবে মুছে দেয়া হলো? এফ রহমান বাংলাদেশী (আলাপ) ১৭:৪২, ৩ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- ঠিক করা হয়েছে --অংকন (আলাপ) ০৬:৪২, ৪ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- ধন্যবাদ প্রিয় অংকন এফ রহমান (আলাপ) ১২:১৩, ৪ আগস্ট ২০১৪ (ইউটিসি)
টীকা
সম্পাদনা- অভিনীত চলচ্চিত্রের তালিকা এখানে না রেখে ভিন্ন পেজে রাখা উচিত। দুটো জিনিসই একই। তবে এখন না সরালেও তালিকা দীর্ঘ হলে ভবিষ্যতে অবশ্যই এখান থেকে তালিকা বাদ দিয়ে শুধু লিঙ্ক রেখে দিতে হবে (লিঙ্ক অলরেডি দেয়া আছে)।
- অতিথি চরিত্র অংশে বিস্তারিত লেখা এবং টেবিল দুটোকে মার্জ করে যে কোন একটিকে রাখতে হবে।
ধন্যবাদ।
Ujjawalউজ্জ্বল
১৭:৫৫, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Usarker: তালিকা বাদ দেওয়া হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৯, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
শিরোনাম
সম্পাদনাআমরা দেব (অভিনেতা) নাম এর পরিবর্তে দেব অধিকারী নাম ব্যবহার করতে পারি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সকল সিনেমায় তিনি এই নামেই ব্যবহার করছেন।(এখানে পোস্টারে লক্ষ্যনীয়) এছাড়া একটি সম্পূর্ণ নাম থাকার পরেও ব্রাকেটে অভিনেতা লেখা কেমন জানি বেমানান দেখায়। @আফতাবুজ্জামান। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১২:৪০, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)