আলাপ:তালেবান

সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ২ বছর পূর্বে "তালেবান জঙ্গি নাকি জঙ্গি নয়?" অনুচ্ছেদে

আগস্ট ২০০৯

সম্পাদনা

নিবন্ধে এ মুহূর্তে প্রচুর বানান ভুল ও বিদেশী শব্দের বাংলা প্রতিবর্ণীকরণে ভুল আছে। এগুলি ঠিক করতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ১০:১৫, ২৮ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আমি একটু একটু করে বানান আর ভাষা সংশোধনের চেষ্টা করছি। নিবন্ধটি বেশ বড়ো। সময় লাগবে। প্রতিবর্ণীকরণের বিষয়ে আপনার সাহায্য পেলে উপকৃত হব। --অর্ণব দত্ত ১১:১২, ২৮ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

এই অনুবাদ মেশিন অনুবাদ নয় । আমি এই নিবন্ধ এর ইংরেজি উইকিপিডিয়া সংস্করণ থেকে আনুবাদ করেছিলাম এবং তারপর এখানে আপলোড করেছিলাম । কিন্তু এর প্রাথমিক আয়তন কমিয়ে আনা হয়েছে কোন কারণে। এর অন্তর্গত বানান বহুবার পরিশোধন করা হয়েছে এখানে আপলোডের পূর্বে । আমি এটা করে থাকি বাংলা ভাষার প্রসারের জন্য । যারা যারা এই নিবন্ধ পড়ছেন বা অনুমোদন করছেন তাদের সহযোগিতা একান্ত কাম্য এই কাজে এগোনোর জন্য এবং বাংলায় আরো উইকি নিবন্ধ অনুবাদ ও প্রকাশ করার জন্য । — Anulekha (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এটা গুগলের যান্ত্রিক ও ভাড়াটে অনুবাদের একটা উদাহরণ। এই ভুক্তিটা থেকে অনুলেখার যোগ করা অংশ দূর করার প্রস্তাব রাখছি। কারণ বহু দিন হয়ে গেলেও তিনি বা গুগলের ভাড়া করা অনুবাদকারীরা কেউ আর এইদিকে আদৌ হাত দেননি। --রাগিব (আলাপ | অবদান) ০৭:১০, ২৪ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ওয়েবসাইট

সম্পাদনা

@RiazACU: তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৬:৪৮, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: ইংরেজি উইকিপিডিয়ায় দেখলাম না। তাই মুছে দিয়েছি। — রিয়াজ (আলাপ) ০৬:৫২, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU: ইংরেজি ভার্সনটা দিতে পারেন।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৬:৫৪, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni:   করেছিরিয়াজ (আলাপ) ০৬:৫৭, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
website আছে তো। 103.91.232.18 (আলাপ) ০৭:৫৯, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম

সম্পাদনা

Riaz ইংরেজি Taliban এর বাংলাকরণ সরকারি ওয়েবসাইটসহ সকল পত্রিকা "তালেবান" করেছে। আমাদেরও উচিত একে তালেবান রাখা।—RuHan [ Talk ] ০৮:১৬, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Ruhan: হ্যাঁ করা যায়। এবিষয়ে @আফতাবুজ্জামান, MdsShakil, Yahya, এবং Owais Al Qarni: আপনাদের মতামত জানাতে পারেন। — রিয়াজ (আলাপ) ০৯:২২, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
এই নিবন্ধের সকল (যতগুলো আমি পড়তে পেরেছি) সাইটলিংকে তালিবান ব্যবহার করা হয়েছে। ভারতীয় পত্রিকা আনন্দবাজার, এবিপি আনন্দ তালিবান শব্দ ব্যবহার করেছে। পক্ষান্তরে বিবিসি বাংলা ও বাংলাদেশ থেকে প্রকাশিত প্রায় সব সংবাদপত্রে তালেবান ব্যবহার করা হয়েছে। এখানে মূল পশতু শব্দ طالبان এর উচ্চারণ তালিবান বলা হয়েছে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৯:৫৬, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
মূলত বাংলাদেশী সংবাদমাধ্যমগুলোতেই তালেবান শব্দের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। — রিয়াজ (আলাপ) ১০:০৬, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, তালেবান করা যায়। আনন্দবাজার যেটা দেয়, আমাদের দিতে হবে তার ঠিক উল্টোটা। কারণ এই পত্রিকার অধিকাংশ বানান নিজেরাই তৈরি করে। –ধর্মমন্ত্রী (আলাপ) ১২:৩৯, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি মনে করি পশতু ভাষায় যে উচ্চারণ সেটা ব্যবহার করা উচিৎ। – Muhammad Wahid ➡ Talk ১৩:২৮, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে। বাংলায় তালিবান থেকে তালেবান বানানটি অধিক প্রচলিত বা ব্যবহৃত হতে দেখা যায়/যাচ্ছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৭, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উপ-শিরোনাম

সম্পাদনা

শিরোনামের পর এটা কিভাবে এলো?

"u will soon be killed brutelly. the same way how u treat women" মিনহাজ উদ্দিন   ১০:৪৩, ২১ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Md Minhaz Uddin Majumder ঠিক করা হয়েছে। উইকিউপাত্তে ধ্বংসপ্রবণতা হয়েছিল —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৭, ২১ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তালেবান জঙ্গি নাকি জঙ্গি নয়?

সম্পাদনা

তালেবান নিবন্ধে বেশ কিছু অংশ ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করেছিলাম। অনুবাদ ইংরেজি নিবন্ধের সঙ্গে তথ্যসূত্রসহ একই রেখেছি। এর পরে এক সময় দেখি ইংরেজি নিবন্ধের militant শব্দের বাংলা অনুবাদ জঙ্গি শব্দটি সরিয়ে দেওয়া হয়। তার পরে নিবন্ধের নিন্দিত কর্মকাণ্ড অনুচ্ছেদ সরিয়ে দেওয়া হয়। পরে প্রশাসক নিন্দিত কর্মকাণ্ড অনুচ্ছেদ ফিরিয়ে আনেন। আমি militant শব্দের বাংলা অনুবাদ জঙ্গি শব্দটি জুক্ত করি। এর পর আবার জঙ্গি শব্দটি সরিয়ে দেওয়া হয়। জঙ্গি শব্দ অপসারণের সর্বশেষ যুক্তি হল - এখন একটা দেশের ক্ষমতাসীন কর্তৃপক্ষ। উইকিপিডিয়া ইচ্ছামতো কোনও দেশের শাসকগোষ্ঠীকে এমন ট্যাগ দিতে পারে না। ...... ইংরেজি নিবন্ধে militant শব্দটি রয়েছে, ফলে বাংলায় জঙ্গি শব্দটি ব্যবহার করা যাবে কিনা সে বিষয়ে অভিজ্ঞদের মতামত চাইছি। শব্দের অপসারণ আর যুক্ত করণের প্রতিযোগিতাতে থাকতে চাই না। --খাঁ শুভেন্দু (আলাপ) ১৯:৩৫, ২৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@খাঁ শুভেন্দু: নির্ভরযোগ্য তথ্যসূত্রে উল্লেখ থাকলে অবশ্যই ব্যবহার করা যাবে এবং অবশ্যই ব্যবহার করা উচিত। মেহেদী আবেদীন ২০:৪৪, ২৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"তালেবান" পাতায় ফেরত যান।