আলাপ:তারা মন্দির, তারাপীঠ

সাম্প্রতিক মন্তব্য: শক্তিশেল কর্তৃক ৫ বছর পূর্বে "বাংলায় তথ্যসূত্র" অনুচ্ছেদে

একই

সম্পাদনা
আমি নিবন্ধ একত্র করার প্রস্তাব করিনি। নিচে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তাও জানতে চাইনি কেননা তা আমি আলোচনার আগেই বুঝেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৮, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
  • তারাপীঠ বলতে একটি স্থানকে বোঝায়। তারাপীঠ বলে যে উকিপিডিয়াটি রয়েছে সেটি উক্ত স্থানের বিষয়ে রচিত। কিন্তু, আমি যেটি রচনা করছি সেটা ওই স্থানে অবস্থিত তারা মায়ের মন্দির সম্পর্কে। সুতরাং, দুটো পৃথক পাতা। পশ্চিমবাংলা ১০:৪৫, ১৮ জানুয়ারি, (ইউটিসি)
  • @আফতাবুজ্জামান: জগন্নাথ_মন্দির_পুরী এবং পুরী নামে দুটি পৃথক পাতা বাংলা এবং ইংরেজি উকিপিডিয়াতে রয়েছে, প্রথমটি পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে এবং দ্বিতীয়টি পুরী নামক স্থান সম্পর্কে। কাজেই তারা মন্দির, তারাপীঠ এবং তারাপীঠ দুটি পাতাই থাকতে পারে। একত্রিত করার কোনো মানে হয় না। পশ্চিমবাংলা , ১১:০৭, ১৮ জানুয়ারি (ইউটিসি)
  • নিবন্ধটি সংরক্ষণের প্রসঙ্গে আমি একটা উল্লেখ করতে চাই, পুরী জগন্নাথ মন্দির এবং পুরী অঞ্চল যেমন আলাদা তেমনি তারাপীঠ ও তারাপীঠের তারা মন্দির দুটিও আলাদা নিবন্ধ হতে পারে৷ সেক্ষেত্রে আমার মত মন্দির সম্পর্কিত নিবন্ধে তারাপীঠ, তারা মন্দির করা হোক আবার স্থান সম্পর্কিত নিবন্ধে তারাপীঠ, তারাপুর করা হোক৷ নতুবা উভয়ই গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়৷ তারাপীঠ(স্থান)-এর ক্ষেত্রে তবে মন্দির, মন্দির স্থাপনের ইতিহাস ও পুজাপদ্ধতির ওপর জোর না দিয়ে প্রশাসন, যোগাযোগ, জনসংখ্যা, পর্যটনের ওপর জোর দেওয়া হোক৷ আর তারাপীঠ(মন্দির)-এর ক্ষেত্রে মন্দির তৈরী ইতিহাস, বিবরণ, পুজাপদ্ধতি ইত্যাদির ওপর জোর দেওয়া হোক৷ আশা করি তাতে যারা দেখবেন তাদেরও সুবিধা হবে৷ Saradindu Bhattacharyya sb (আলাপ) ১১:০৬, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
  • @আফতাবুজ্জামান: কেউ পুরী ঘুরতে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে পূজা দিয়ে ফিরে এসে যখন কাউকে প্রসাদ বিতরণ করে তখন বলে পুরীর প্রসাদ.. ঠিক তেমনই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরকে দক্ষিণেশ্বরের মন্দির, বা কালীঘাটের মা অনন্দময়ীর মন্দিরকে কালীঘাট মন্দির ইত্যাদি ইত্যাদি বলে মৌখিক ভাবে ডাকে এবিং সেটাই লোক মুখে আসল নামের থেকে জায়গার নামটাই অধিক প্রচলিত হয়ে পরে। আবার এটাও ঠিক মন্দিরের নাম থেকেই অনেক সময় জায়গার নামও হয়। যেমন ঢাকা, খুলনা, চট্টগ্রাম। তাই জায়গা ও জায়গার মন্দিরের নিবন্ধ দেখে মনে হয় একই নিবন্ধ দুটি নামে লেখা হয়েছে। এক্ষেত্রেও মনে হওয়াটা স্বাভাবিক। যাইহোক আশাকরি পার্থক্যের ব্যাপারটা বোঝাতে পারলাম। শক্তিশেল (আলাপ) ১২:৩০, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@শক্তিশেল এবং পশ্চিমবাংলা: আমি নিবন্ধ একত্র করার প্রস্তাব করিনি। @খাঁ শুভেন্দু এবং Saradindu Bhattacharyya sb: ধন্যবাদ, তবে আমি এত ব্যাখ্যা চাই নি। আলোচনার আগেই আমি ব্যাপারটা বুঝেছি। @শক্তিশেল: হ্যাঁ, আপনার শেষ উত্তরটাই জানতে চাচ্ছিলাম। যেহেতু একই মন্দির, তাহলে তারাপীঠ নিবন্ধ থেকে মন্দিরের অনুচ্ছেদের সব তথ্য এই নিবন্ধে আনুন। আর সেখানে এই নিবন্ধের সংযোগ করে দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৪, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলায় তথ্যসূত্র

সম্পাদনা

@আফতাবুজ্জামান: বাংলায় তথ্যসূত্র দেওয়াটা বোধ হয় আমার হাতে নেই। কারণ visual edit করার সময় লিংক থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্যসূত্র যোগ হওয়ার সময় সিস্টেম নিজে থেকেই ইংরেজি করে দেয়। ফলে আমার কিছু করার থাকে না। তবে যদি বলেন স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাওয়ার পর বাংলা করে দিতে তাহলে বলব ওটা ম্যানুয়ালি করার থেকে বট চালিয়ে করে নেওয়াটা সহজ। তাই আর হাতে করি না। ধন্যবাদ।শক্তিশেল (আলাপ) ১৬:২৫, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

শক্তিশেল , দৃশ্যমান সম্পাদনায় যখন বাক্সের মধ্যে url দিয়ে উৎপন্ন করুন ক্লিক করেন, তখন তথ্যসূত্র স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন হয় ও দেখবেন যোগ করুন লেখা এসেছে। যখন আপনি যোগ করুন ক্লিক করেন বা তথ্যসূত্রের সংখ্যার উপর ক্লিক করেন, তখন দেখবেন সম্পাদনা লেখা এসেছে। এই সম্পাদনা লেখায় ক্লিক করে আপনি সূত্র বাংলা করে নিতে পারেন (দেখুন)। বট দ্বারা কাজটা করা গেলে আমি অনুরোধ করতাম না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৮, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
বুঝলাম।শক্তিশেল (আলাপ) ১৭:২০, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"তারা মন্দির, তারাপীঠ" পাতায় ফেরত যান।