আলাপ:তারা মন্দির, তারাপীঠ
সাম্প্রতিক মন্তব্য: শক্তিশেল কর্তৃক ৫ বছর পূর্বে "বাংলায় তথ্যসূত্র" অনুচ্ছেদে
একই
সম্পাদনা- @পশ্চিমবাংলা: এই নিবন্ধ ও তারাপীঠ#তারাপীঠ মন্দির কি একই মন্দির? --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৩, ১৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
আমি নিবন্ধ একত্র করার প্রস্তাব করিনি। নিচে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তাও জানতে চাইনি কেননা তা আমি আলোচনার আগেই বুঝেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৮, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
|
---|
|
- হ্যাঁ, এই নিবন্ধ ও তারাপীঠ#তারাপীঠ মন্দির কি একই মন্দির।শক্তিশেল (আলাপ) ১২:৩৩, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
- @শক্তিশেল এবং পশ্চিমবাংলা: আমি নিবন্ধ একত্র করার প্রস্তাব করিনি। @খাঁ শুভেন্দু এবং Saradindu Bhattacharyya sb: ধন্যবাদ, তবে আমি এত ব্যাখ্যা চাই নি। আলোচনার আগেই আমি ব্যাপারটা বুঝেছি। @শক্তিশেল: হ্যাঁ, আপনার শেষ উত্তরটাই জানতে চাচ্ছিলাম। যেহেতু একই মন্দির, তাহলে তারাপীঠ নিবন্ধ থেকে মন্দিরের অনুচ্ছেদের সব তথ্য এই নিবন্ধে আনুন। আর সেখানে এই নিবন্ধের সংযোগ করে দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৪, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
বাংলায় তথ্যসূত্র
সম্পাদনা@আফতাবুজ্জামান: বাংলায় তথ্যসূত্র দেওয়াটা বোধ হয় আমার হাতে নেই। কারণ visual edit করার সময় লিংক থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্যসূত্র যোগ হওয়ার সময় সিস্টেম নিজে থেকেই ইংরেজি করে দেয়। ফলে আমার কিছু করার থাকে না। তবে যদি বলেন স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাওয়ার পর বাংলা করে দিতে তাহলে বলব ওটা ম্যানুয়ালি করার থেকে বট চালিয়ে করে নেওয়াটা সহজ। তাই আর হাতে করি না। ধন্যবাদ।শক্তিশেল (আলাপ) ১৬:২৫, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
- শক্তিশেল , দৃশ্যমান সম্পাদনায় যখন বাক্সের মধ্যে url দিয়ে উৎপন্ন করুন ক্লিক করেন, তখন তথ্যসূত্র স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন হয় ও দেখবেন যোগ করুন লেখা এসেছে। যখন আপনি যোগ করুন ক্লিক করেন বা তথ্যসূত্রের সংখ্যার উপর ক্লিক করেন, তখন দেখবেন সম্পাদনা লেখা এসেছে। এই সম্পাদনা লেখায় ক্লিক করে আপনি সূত্র বাংলা করে নিতে পারেন (দেখুন)। বট দ্বারা কাজটা করা গেলে আমি অনুরোধ করতাম না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৮, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)