আলাপ:চীনা কমিউনিস্ট পার্টি
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ বছর পূর্বে "নাম পরিবর্তনের প্রস্তাব" অনুচ্ছেদে
এই পাতাটি চীনা কমিউনিস্ট পার্টি নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
চীন না চিন
সম্পাদনাআচ্ছা এই নিবন্ধটিকে কি চীনের কমিউনিস্ট পার্টি থেকে স্থানান্তরিত করে চিনের কমিউনিস্ট পার্টি-তে নিয়ে যাওয়া উচিত? অনুগ্রহ করে প্রত্যেকে মতামত যুক্তিসহযোগে ব্যক্ত করবেন। ভার্গব চৌধুরি (আলাপ) ১০:৩৮, ১৬ মার্চ ২০১০ (ইউটিসি)
- পশ্চিমবঙ্গে চিন শব্দটির প্রচলন রয়েছে; তবে সর্বজনগ্রাহ্যতা নেই। এখনও বেশ কয়েকটি সংবাদপত্র চীন লেখে। তাছাড়া বাংলা আকাদেমি চিন বানানটিকে মান্যতা দিয়েছে বটে, কিন্তু সেটি চীন বানানের বিকল্প বানান হিসেবে। ২০০৯ সালের বিদ্যার্থী অভিধান সংস্করণে চিন বানানটি এসেছে চীন বানানের বিকল্পে; চীন বানান চিন বানানের বিকল্পে আসে নি। এ থেকে আমরা ধরে নিতে পারি আকাদেমির প্রাথমিক স্বীকৃতি চীন বানানের প্রতিই। --অর্ণব দত্ত (আলাপ) ১০:৪৮, ১৬ মার্চ ২০১০ (ইউটিসি)
দুটি পরামর্শ
সম্পাদনাপাদটীকার সংখ্যা বাড়ালে ভাল হয়। আর কমিউনিস্ট পার্টিসমূহ টেমপ্লেটটি নিবন্ধের অনেকখানি জায়গা দখল করে নিচ্ছে। এটির বিস্তার একটু ছোটো করা দরকার। --অর্ণব দত্ত (আলাপ) ০৬:৫০, ২০ মার্চ ২০১০ (ইউটিসি)
- Technically মনে হয় এই Template ছোট করা যাবে। আর হু জিনতাও ও ওয়েন জিয়াবাও নামে নিবন্ধ আছে বলে মনে হয়। যদি না পাওয়া যায় তাহলে এব্যাপারে উদ্যোগ নেব।অরুপ দত্ত (আলাপ) ১৫:০৯, ২০ মার্চ ২০১০ (ইউটিসি)
- ইংরেজি উইকিপিডিয়াতে এই একই টেমপ্লেট সঙ্কুচিত অবস্থাতে রয়েছে। কিন্তু বাংলাতে যখন একই টেমপ্লেটের অনুলিপি তুলে দিলাম তখন কিন্তু আর সেরকম দেখাচ্ছে না। এটা ঠিক করতে পারা গেলে ভাল হয়। ভার্গব চৌধুরি (আলাপ) ০৬:৫৫, ২১ মার্চ ২০১০ (ইউটিসি)
- টেমপ্লেটে সমস্যা নেই js বা cssএ কোনো সমস্যা আছে মনে হয়। ব্যাপারটা নিয়ে দেখছি। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:০৭, ২১ মার্চ ২০১০ (ইউটিসি)
- করা হয়েছে--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:৪০, ২১ মার্চ ২০১০ (ইউটিসি)
- ইংরেজি উইকিপিডিয়াতে এই একই টেমপ্লেট সঙ্কুচিত অবস্থাতে রয়েছে। কিন্তু বাংলাতে যখন একই টেমপ্লেটের অনুলিপি তুলে দিলাম তখন কিন্তু আর সেরকম দেখাচ্ছে না। এটা ঠিক করতে পারা গেলে ভাল হয়। ভার্গব চৌধুরি (আলাপ) ০৬:৫৫, ২১ মার্চ ২০১০ (ইউটিসি)
নাম পরিবর্তনের প্রস্তাব
সম্পাদনা@আফতাবুজ্জামান: ও @Meghmollar2017:, এই পাতার নাম হিসেবে "চীনা কমিউনিস্ট পার্টি" রাখার প্রস্তাব করছি। অনলাইনে বিভিন্ন সূত্রে এটি চীনা কমিউনিস্ট পার্টি নামেই অধিক প্রচলিত। মেহেদী আবেদীন ১১:৩৯, ৩০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আপত্তি নেই। — আদিভাই • আলাপ • ১৮:১০, ৩০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- করা যায়। আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৯, ৩০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)