আলাপ:গোলাপী লাইন (জয়পুর মেট্রো)

সাম্প্রতিক মন্তব্য: খাঁ শুভেন্দু কর্তৃক ৫ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম

সম্পাদনা

@খাঁ শুভেন্দু: নাম ইংরেজিতে না দিয়ে বাংলায় (গোলাপী) লিখেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৮, ২৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মজার ব্যাপার, এখানে দেখছি ভারতীয় উইকিগুলি নাম ইংরেজিতে লিখেছে কিন্তু বিদেশী ভাষার উইকিগুলি তাঁদের স্ব ভাষায় অনুবাদ করে লিখেছে। আমার মনে হয় বাংলায় তাই করা যায়। পিঙ্ক লাইন বা গোলাপী লাইন অর্থ একই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৪, ২৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: প্রথমে আমিও বাংলা নামেই লিখতে চেয়েছিলাম। তবে দিল্লি মেট্রোর লাইনগুলি ইংরেজি নামেই আছে (কয়েকটি আমারই লেখা) তাই ইংরেজি নাম ব্যবহার করেছি। খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:৩৭, ২৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"গোলাপী লাইন (জয়পুর মেট্রো)" পাতায় ফেরত যান।