আলাপ:খালেদা জিয়া
এই পাতাটি খালেদা জিয়া নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
This article must adhere to the policy on biographies of living persons. Controversial material about living persons that is unsourced or poorly sourced must be removed immediately, especially if potentially libellous. If such material is repeatedly inserted or if there are other concerns relative to this policy, report it on the biographies of living persons noticeboard. |
শিক্ষাগত যোগ্যতা
সম্পাদনাএই ডকুমেন্ট অনুসারে তিনি এসএসসিতে ফেল করেছিলেন। বিস্তারিত সূত্র পাবেন এখানে। --রাগিব (আলাপ | অবদান) ১০:০৪, ১১ জুন ২০০৯ (ইউটিসি)
Edit request from, ২০ ২০১৩
সম্পাদনাপরিবার
সম্পাদনাবেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। সেপ্টেম্বর ৫, ১৯৪৬ সালে জলপাইগুড়িতে জন্ম গ্রহণ করেন। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তাঁর পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। বাবা জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। তার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরউত্তম। তার এক ভাই মেজর(অবঃ) সাইদ ইস্কান্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার দুই ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১ম ভাইস-চেয়ারম্যান । তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো একজন ব্যবসায়ী। এছাড়া আরাফাত রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। — 116.12.32.28 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
জন্ম ।
সম্পাদনা১৫ আগস্ট যে জন্ম তারিখ দেয়া হয়েছে তার সটীক কোন তত্য পাওয়া যাচ্ছে না । আমি তত্য প্রকাশ করার অনুরদ করতেছি। — 188.236.193.109 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
২০১৮ সালে গ্রেফতার ও কারাগারে প্রেরন
সম্পাদনাতাকে কোন কারাগারে অন্তরিন রাখা হয়েছে? কাশিমপুর না ভূতপূর্ব কেন্দ্রিয় কারাগার?মামুন (আলাপ) ১৭:৫১, ১৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
বিতর্কিত তথ্য
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
@MS Sakib, ২০১৮ সালের ৩১ জুলাই তাকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দেয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) নামের একটি সংগঠন। তথ্যটি সম্পর্কে আপনার মত হচ্ছে: দেশের সকল সংবাদমাধ্যমে এটি প্রকাশিত হয়েছে। কোনো সংবাদপত্রেই সম্মাননাটিকে ভূয়া "প্রমাণিত" করে সংবাদ প্রকাশ করতে দেখিনি। একটু খেয়াল করে দেখুন দেশের সংবাদমাধ্যমসমূহে আসলে কি প্রকাশ হয়েছে। সব সংবাদমাধ্যমে এটাই প্রকাশিত হয়েছে যে তথ্যটি তাদেরই রাজনৈতিক ব্যাক্তিবর্গ দ্বারা দাবি করা। যেহেতু এটি আন্তর্জাতিক মাধ্যম হতে দেওয়া সম্মাননা, তাই আন্তর্জাতিক কোনো উৎস হতে এর উদ্ধৃতি দিতে ভুলবেন না, অথবা উক্ত সংগঠনের কোনো অফিসিয়াল বিবৃতিও উদ্ধৃত করতে পারেন। নয়তো এটি বিতর্কিত তথ্যই থেকে যাবে। → Tanbiruzzaman 💬 ২৩:৫৩, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Tanbiruzzaman: এক্ষেত্রে প্রথম বাক্যের শুরুতে "বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়..." লেখে দেওয়া যেতে পারে। এটা ভূয়া, এমন কোনো সংবাদও তো নজরে পড়েনি। এরকম নির্ভরযোগ্য সংবাদ পেয়ে গেলে তো আর বিতর্ক থাকবে না। লক্ষ্য করুন, আমি ২য় বাক্যে "দাবি" কথাটা লিখেছিলাম। সন্দেহ যদি বেশি থেকে থাকে, তাহলে শুরুতেই এমনটা লেখে দেন। উল্লেখ্য, আমি এখন কোনো তথ্যসূত্র অনুসন্ধান করিনি। আপনি বিশেষ কোনো সূত্র খুঁজে পেলে জানাবেন। ≈ MS Sakib «আলাপ» ০৯:৪২, ১৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- 'দাবি' উল্লেখ করেছেন খেয়াল করিনি। ধন্যবাদ। → Tanbiruzzaman 💬 ০৯:৪৫, ১৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)