আলাপ:এটিএন নিউজ

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "প্রায় সব অনলাইন স্ট্রিমিং এ জাগোবিডি এর ব্যবহার" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প টেলিভিশন
এই নিবন্ধটি উইকিপ্রকল্প টেলিভিশনের অংশ, যা উইকিপিডিয়ায় টেলিভিশন সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

ট্যাগ লাগানোর যৌক্তিকতা

সম্পাদনা

এই নিবন্ধের ভিলেন দেখছি আমিই, একগাদা ট্যাগের প্রায় সবগুলোই আমার লাগানো।

  1. উল্লেখযোগ্যতার ট্যাগ: এটা নিবন্ধ প্রণেতার দায় যে, উল্লেখযোগ্যতার নীতি অনুযায়ী নিবন্ধকে উল্লেখযোগ্য প্রমাণ করতে হবে। এখানে আমার কিছুই করার নেই। (কিছু ক্ষেত্রে এটা ২ ও ৩-এর কারণে সৃষ্ট)
  2. খালি পাতার ট্যাগ: নিবন্ধটা নিয়মানুযায়ী সত্যিই খালি। এতে ১১৩টা শব্দ আছে আর ৬৫৩টা অক্ষর (স্পেস বাদে) {কিংবা ৭৬৮টা অক্ষর (স্পেসসহ)}। সুতরাং এখনও নিবন্ধ থেকে খালি ট্যাগ অপসারণের সময় হয়নি। প্রাথমিক অবস্থায় এর আকার বাড়ানোর দায় নিবন্ধ প্রণেতারই।
  3. অপসারণ ট্যাগ: বাংলা উইকিতে ট্যাগ সেঁটে পড়ে আছে বহু নিবন্ধ। এটাও তার একটা উজ্জল উদাহরণ: আমি ২৪ নভেম্বর ২০১১ এই ট্যাগ সাঁটার সময় সম্পাদনা সারাংশে উল্লেখ করেছিলাম ৯ আগস্ট ২০১১ থেকে নিবন্ধটি খালি এবং উল্লেখযোগ্যতা প্রমাণিত নয়। অপসারণের অনুরোধ

সুতরাং বোঝাই যাচ্ছে, এর একটা ট্যাগও অবান্তর প্রমাণ করার মতো কোনো উদ্যোগ নিবন্ধপ্রণেতার থেকে প্রমাণিত হয়নি। তাই মিডিয়াতে এসংক্রান্ত আলোচনা আসলে সুফল দিবে না। নিবন্ধ প্রণেতাকে অনুরোধ করছি প্রথমেই গঠনমূলকভাবে নিবন্ধের কলেবর বাড়ানোর, তারপর উল্লেখযোগ্যতা-সংক্রান্ত ইস্যুগুলো আলোচনা এবং প্রমাণের ভিত্তিতে মীমাংসা করতে। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:০২, ১৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ভাই আমি হালকা মেজাজে কথা গুলো বলছি। শুধু আলাপ জমানোর জন্য। আপনাদের সাথে অনেকদিন কথাবার্তা নাই। তাই আপনাকে ভিলেন বানাই দিলাম!!--আশা (আলাপ) ১৯:০১, ১৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ও ভাই, মাইন্ড কইরেন না। কড়া কথা কই নাই, উদ্দেশ্যও ছিল না। যুক্তির কথা তো, তাই একটু কড়া মনে হতে পারে। সোজা কথা, নিবন্ধটা বাড়লে সিদ্ধান্ত সহজ হবে। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:০৩, ২০ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধের উল্লেখযোগ্যতা এখনও প্রমাণিত নয়। নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণের অনুরোধ থাকলো। নিবন্ধের ট্যাগ যেহেতু অপসারিত হয়েছে, তাই নতুন করে ট্যাগ না সেঁটে আগের ট্যাগ অপসারণকারীর কারণটুকু জানতে চেয়ে এই বার্তা দেয়া। নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করে —এমন দলিল হাজিরের অনুরোধ থাকলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:১৪, ১৫ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

প্রায় সব অনলাইন স্ট্রিমিং এ জাগোবিডি এর ব্যবহার

সম্পাদনা

বেশিরভাগ অনলাইন সরাসরি সম্প্রচার সংযোগ(লিঙ্ক) এ জাগোবিডি ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে যাদের ওয়েবসাইটে তা পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে কি জাগোবিডি ওয়েবসাইট ব্যবহার করা উচিত নয়? —মহাদ্বার আলাপ ১৫:৪৬, ১৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: —মহাদ্বার আলাপ ১৫:৪৯, ১৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Greatder: আমার মতে অফিসিয়াল সম্পর্ক না থাকলে দেবার দরকার নেই। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২০, ১৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"এটিএন নিউজ" পাতায় ফেরত যান।