আলাপ:ইজারা
সাম্প্রতিক মন্তব্য: DelwarHossain কর্তৃক ৪ বছর পূর্বে "অনলাইন এডিটাথন/২০২০ - নিবন্ধ পর্যালোচনা" অনুচ্ছেদে
এই পাতাটি ইজারা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি বিশেষ এডিটাথন ২০২০-এর অংশ হিসাবে তৈরি বা সম্প্রসারিত হয়েছে। |
অনলাইন এডিটাথন/২০২০ - নিবন্ধ পর্যালোচনা
সম্পাদনা@DelwarHossain:, এডিটাথনে এই নিবন্ধটি জমা দিয়েছেন। কিন্তু এতে ৯০% এর বেশি কপিরাইটেড লিখা রয়েছে। অনুগ্রহ পুনরায় সম্পাদনা করুন এবং সম্পাদনা শেষে কাজ চলছে ট্যাগ সরিয়ে নিন। ধন্যবাদ। --মাসুম-আল-হাসান (আলাপ) ১৩:২২, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @RockyMasum: বার্তা দিয়ে মনে করিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ। নিবন্ধটি ঠিক করা হয়েছে। যথাযথ মনে হলে পর্যালোচনা করে দেয়ার অনুরোধ। --দেলোয়ার (✉) • ১৯:৪৩, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
@DelwarHossain: ভাই এখনো অর্ধেকেও বেশি লিখা বাংলাপিডিয়ার লিখার সাথে মিলে যাচ্ছে। এখানে পরীক্ষা করতে পারেন। আর নিবন্ধটি মূলত ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে লিখা, যদি সম্ভব বৈশ্বিক প্রেক্ষাপটে কিছু লিখুন। প্রয়োজনে ইংরেজি উইকির সাহায্য নিতে পারেন। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:২৭, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @RockyMasum: বারংবার বার্তা দিয়ে ভুলগুলো শুধরে দেয়ার জন্যে ধন্যবাদ। নিবন্ধটির ইংরেজি ছিলো তা জানা ছিলো না। আপনি উইকিফাই করাতে পেয়েছি। সেখান থেকে কিছু অংশ অনুবাদ করে নিবন্ধটি বৈশ্বিক মানদণ্ডে আনার চেষ্টা করেছি। পাশাপশি কপিরাইটের সমস্যাটিও অনেকাংশে সমাধান করা সম্ভব হয়েছে। --দেলোয়ার (✉) • ১৮:২১, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)