আলাপ:আমেরিসিয়াম

সাম্প্রতিক মন্তব্য: Salil Kumar Mukherjee কর্তৃক ১ বছর পূর্বে "অ্যামারিসিয়াম নাকি আমেরিসিয়াম?" অনুচ্ছেদে

আমেরিকিয়াম?

সম্পাদনা

If it is named after America wouldn't we call it আমেরিকিয়াম?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:০৬, ১৬ আগস্ট ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

No, it is correctly called আমেরিসিয়াম (at least, that's the bn spelling I've read so far). --রাগিব (আলাপ | অবদান) ০৩:০৮, ১৬ আগস্ট ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

একত্রীকরন

সম্পাদনা

অ্যামেরিসিয়াম নিবন্ধ এর সহিত একত্রীকরন করা হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:০০, ২৬ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

অ্যামারিসিয়াম নাকি আমেরিসিয়াম?

সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


যেহেতু ইংরেজিতে w:Americium রয়েছে এর উচ্চারণ মনে হয় অ্যামেরিসিয়াম হওয়া উচিৎ। তাই এটিকে পুনর্নির্দেশ রাখা পূর্বক "আমেরিসিয়াম" নামে স্থানন্তরের প্রস্তাব দিচ্ছি। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:০৩, ১২ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চ আপাতত @Salil Kumar Mukherjee দাদা, @MS Sakib ভাই ও @Ferdous ভাইকে উল্লেখ করলাম। তব্য সবার জন্যই আলোচনা উন্মুক্ত। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:০৭, ১২ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মৌলের নামটি আমেরিসিয়াম হবে। আমেরিকার নাম অনুসারে এই মৌলের নামটি রাখা হয়। অবশ্য অনেকে আমেরিকিয়ামও বলেন। তবে নামটি অ্যামারিসিয়াম বা অ্যামেরিসিয়াম কোনোটাই নয়। Salil Kumar Mukherjee (আলাপ) ১৪:২০, ১২ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমেরিসিয়ামই প্রচলিত ও সঠিক বানান। বিজ্ঞানচিন্তায় দেখুন। এছাড়া ভারত-ভিত্তিক একটি অনলাইন অভিধান অভিধান.ভারত-এ দেখুন। কয়েকটা বাংলাদেশি সংবাদপত্রেও এই বানান দেখলাম। ≈ MS Sakib  «আলাপ» ১৬:২৯, ১২ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
লাতিন উচ্চারণ অনুযায়ী এটা সম্ভবত অ্যামেরিসসিয়্যাম হওয়ার কথা। আমি অ্যামেরিসিয়্যাম লেখার পক্ষে। তবে ব্যক্তিগতভাবে আমি একে অ্যামেরিকিয়্যাম উচ্চারণ করতে পছন্দ করি। ধন্যবাদ। ফেরদৌস১১:৫২, ১৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
অ্যামেরিসসিয়্যাম ইংরেজি উচ্চারণ। লাতিন উচ্চারণ হবে আমেরিসিউম। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৪, ১৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমেরিকার নামটি যখন অ্যামেরিকা লিখি না তখন ্য (যফলা) আসবে কোন যুক্তিতে? Salil Kumar Mukherjee (আলাপ) ০৭:২৭, ১৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমেরিসিয়ামে "সিয়াম" অংশে ্য আসবে কেনো? আমার মনে হয় আমেরিসিয়াম নামটি অধিক উপযোগী। MS Sakib ভাইয়ের মন্তব্য অনুসারে এই বানানটি বেশ কয়েকটি পত্র পত্রিকা ও ম্যগাজিনেও ব্যবহৃতও হয়েছে। তাই মনে হয় আমেরিসিয়াম নামেই স্থানন্তর করা উচিৎ হবে। মোঃ মারুফ হাসান (আলাপ) ০০:০৯, ১৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ঠিক কথা। প্রচলিত বানানই লেখা উচিত। Salil Kumar Mukherjee (আলাপ) ০৩:৩৯, ১৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"আমেরিসিয়াম" পাতায় ফেরত যান।