আলাইগাল ওইভাতিল্লাই

পি ভারতীরাজা পরিচালিত ১৯৮১ সালের চলচ্চিত্র

আলাইগাল ওইভাতিল্লাই (তামিল: அலைகள் ஓய்வதில்லை, অনুবাদ 'তরঙ্গ প্রবাহ চলছে') হচ্ছে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। পি ভারতীরাজা পরিচালিত এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় তামিল চলচ্চিত্র জগতে একেবারেই নবাগত দুইজন মানুষ ছিলেন, এদের একজন ছিলেন মহানায়ক আর. মুথুরমণের পুত্র কার্তিক মুথুরমণ এবং অভিনেত্রী আম্বিকার বোন রাধা। রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি মূলত দুইটি আলাদা ধর্মের মানুষের ভালোবাসার কাহিনী নিয়ে। চলচ্চিত্রটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন থিয়াগরজন এবং সিল্ক স্মিতা, এছাড়াও কার্তিকের মার চরিত্রে কমলা কমেশ অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির কাহিনী লিখেছিলেন অভিনেতা মণিভন্নন এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন ইলাইয়ারাজা। চলচ্চিত্রটি আটটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছিলো তন্মধ্যে পরিচালক পি. ভারতীরাজা শ্রেষ্ঠ পরিচালক বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

আলাইগাল ওইভাতিল্লাই
পরিচালকপি ভারতীরাজা
প্রযোজকআরডি ভাস্কর
চিত্রনাট্যকারপি ভারতীরাজা
কাহিনিকারমণিভন্নন
শ্রেষ্ঠাংশে
সুরকারইলাইয়ারাজা
চিত্রগ্রাহকবি কন্নন
সম্পাদকআর ভাস্কর
প্রযোজনা
কোম্পানি
পাভালার ক্রিয়েশন্স
পরিবেশকপাভালার ক্রিয়েশন্স
মুক্তি১৮ জুলাই ১৯৮১
স্থিতিকাল১৩৯ মিনিট
দেশভারত
ভাষাতামিল

বিষয়বস্তু

সম্পাদনা

তামিলনাড়ুর একটি গ্রামে বীচু হচ্ছে একজন গরিব ছেলে যার মা অল্প-বয়স্ক ছেলেমেয়েদেরকে গান শিখিয়ে তার সংসার চালায়, তার স্বামী মৃত; এই বীচু আবার এক বড়লোকের মেয়ের সঙ্গে প্রেম করে যে আবার একজন খ্রিষ্টান, মেয়েটার নাম ম্যারি। ভিন্ন ধর্ম হওয়ার কারণে তারা দুজনেই অনেক পারিবারিক-সামাজিক সমস্যার সম্মুখীন হয়।

অভিনয়ে

সম্পাদনা

প্রযোজনা

সম্পাদনা

অভিনেতা মুথুরমণের ছেলে কার্তিক মুথুরমণ এবং অভিনেত্রী আম্বিকার বোন রাধা এই চলচ্চিত্র দ্বারা তাদের স্ব স্ব অভিনয় জীবন শুরু করেছিলেন।[][] মুথুরমণ কার্তিককে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে কার্তিক খুব দ্রুত রাজী হয়ে গিয়েছিলেন।[] কার্তিকের জায়গায় প্রথমে সুরেশকে নেওয়ার কথা ভাবা হলেও সুরেশ এই চলচ্চিত্রের পরিবর্তে পান্নির পুষ্পাঙ্গল চলচ্চিত্রে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Baby steps to fame?" 
  2. "Navarasa Nayagan Karthik turns 53 today"www.behindwoods.com 
  3. Ramanujam, Srinivasa (৫ জুলাই ২০১৮)। "Wouldn't advise Gautam to do adult comedies like 'Iruttu Araiyil Murattu Kuthu', says dad Karthik"The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮ 
  4. "Suresh is Ajith's villain - Tamil Movie News - IndiaGlitz Tamil"IndiaGlitz.com 
  5. "Actor Suresh - Tamil Movie Actors Interview - Panneer Pushpangal Asal Kozhi Koovudhu Kizhkku Kadarkarai Salai Mandhira Punnagai Pookkalai Parikkadheergal - Behindwoods.com"www.videos.behindwoods.com 

বহিঃসংযোগ

সম্পাদনা