আব্দুল আজিজ (চলচ্চিত্র নির্মাতা)
বাংলা চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক
আব্দুল আজিজ হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। তিনি জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান।[১][২][৩]
আব্দুল আজিজ | |
---|---|
জন্ম | ঢাকা, বাংলাদেশ |
পেশা |
|
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপ্রযোজনা
সম্পাদনাচাবি | এই চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি |
বছর | চলচ্চিত্র | অভিনয়ে | টীকা |
---|---|---|---|
২০১৩ | পোড়ামন | সায়মন সাদিক,মাহিয়া মাহী | মাইনা (২০১০) তামিল চলচ্চিত্রের পুনর্করণ |
২০১৪ | অগ্নি | আরিফিন শুভ, মাহিয়া মাহী | কলম্বিয়ানা (২০১১) ফ্রেঞ্চ চলচ্চিত্রের পুনর্করণ |
২০১৪ | অনেক সাধের ময়না | বাপ্পি চৌধুরী,মাহিয়া মাহী | ময়নামতি (১৯৬৯)- এর পুনর্করণ |
দেশা: দ্য লিডার | শিপন মিত্র,মাহিয়া মাহী | এটি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। | |
২০১৫ | রোমিও বনাম জুলিয়েট | অঙ্কুশ হাজরা,মাহিয়া মাহী | সিং বনাম কওয়র ২০১৩ পাঞ্জাবী চলচ্চিত্রের পুনর্করণ |
অগ্নি ২ | মাহিয়া মাহী,ওম | ||
আশিকি | অঙ্কুশ হাজরা,নুসরাত ফারিয়া মাজহার | ইস্ক ২০১২ তেলুগু চলচ্চিত্রের পুনর্করণ | |
২০১৬ | অঙ্গার (২০১৬ চলচ্চিত্র) | ওম,ফাল্গুনি রহমান জলি | অপ্যয়া (২০১৩) কন্নড় চলচ্চিত্রের পুনর্করণ |
হিরো ৪২০ | ওম,নুসরাত ফারিয়া মাজহার,রিয়া সেন | মাস্কা (২০০৯) তেলুগু চলচ্চিত্রের পুনর্করণ | |
শিকারি | শাকিব খান,শ্রাবন্তী চট্টোপাধ্যায় | অধাবন (২০০৯) তামিল চলচ্চিত্রের পুনর্করণ | |
নিয়তি | আরিফিন শুভ,ফাল্গুনি রহমান জলি° | দ্য নোটবুক (২০০৪) আমেরিকান চলচ্চিত্রের পুনর্করণ | |
রক্ত | পরিমনি,জিয়াল রোসান | হলিউড চলচ্চিত্র দ্য লঙ্গ কিস গুডনাইট উপর স্বাধীনভাবে ভিত্তি | |
প্রেম কি বুঝিনি | ওম শুভশ্রী গাঙ্গুলি | ১০০% লাভ (২০১১) তেলুগু চলচ্চিত্রের পুনর্করণ | |
২০১৭ | প্রেম ও প্রেমি | আরিফিন শুভ,নুসরাত ফারিয়া মাজহার | হলিউড চলচ্চিত্র লিফ ইয়ার (২০১০)- এর পুনর্করণ |
মেয়েটি এখন কোথায় যাবে | ফাল্গুনি রহমান জলি | ইমাদুল হক মিলনের উপন্যাসের উপর ভিত্তি করে বানানো | |
ধ্যাততেরিকি | আরিফিন শুভ,নুসরাত ফারিয়া মাজহার,জিয়াল রোশান,ফারিন খান | ক্যারি অন জাত্তা পাঞ্জাবী চলচ্চিত্রের পুনর্করণ | |
নবাব | শাকিব খান | ||
২০২০ | জ্বীন | পূজা চেরি, জিয়াউল রোশান, আব্দুন নূর সজল, জান্নাতুন নূর মুন |
পরিচালনা
সম্পাদনাচাবি | এই চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি |
বছর | চলচ্চিত্র | অভিনয়ে | টীকা |
---|---|---|---|
২০১৬ | বাদশা: দ্য ডন | জিৎ, নুসরাত ফারিয়া মাজহার, শ্রদ্ধা দাস | বাবা যাদবের সাথে সহ-পরিচালিত |
২০১৭ | বস ২: ব্যাক টু রুল | জিৎ,শুভশ্রী গাঙ্গুলী,নুসরাত ফারিয়া মাজহার | বাবা যাদবের সাথে সহ-পরিচালিত |
সমালোচনা
সম্পাদনাআবদুল আজিজ ও তার ভাই এম এ কাদের বিদেশে ৯১৯ কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।[৪][৫] ১লা মার্চ ২০১৯ তারিখে প্রথম আলো'র খবর অনুযায়ী, তিনি বর্তমানে গ্রেফতার এড়াতে পলাতক।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Abdul Aziz publicises alleged affair with Mahiya Mahi | Dhaka Tribune"। archive.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-৩০।
- ↑ "Another India-Bangladesh joint production film soon"। দৈনিক প্রথম আলো। ২০১৭-০৩-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-৩০।
- ↑ "Peya pairs up with Soham"। দৈনিক প্রথম আলো। ২০১৭-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-৩০।
- ↑ "যেভাবে ৯১৯ কোটি টাকা পাচার করে জাজ মাল্টিমিডিয়ার আজিজ"। www.poriborton.com। ২০১৯-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩১।
- ↑ "জাজ কর্ণধার আবদুল আজিজের ৯১৯ কোটি টাকা পাচার"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩১।
- ↑ "মুক্তি পেয়েছে জাজের ছবি, কিন্তু আজিজ পলাতক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আব্দুল আজিজ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আব্দুল আজিজ
উইকিমিডিয়া কমন্সে আব্দুল আজিজ (চলচ্চিত্র নির্মাতা) সংক্রান্ত মিডিয়া রয়েছে।