আবদুর রহমান ইবনে ইউসুফ ম্যাঙ্গেরা
ড. আবদুর রহমান ইবনে ইউসুফ ম্যাঙ্গেরা (জন্ম: ১৯৭৪) একজন সুন্নি ইসলামি পণ্ডিত, দেওবন্দি আলেম, লেখক। তিনি হোয়াইটথ্রেড ইনস্টিটিউট এবং জমজম একাডেমির প্রতিষ্ঠাতা।[১] তিনি “ফিকহুল ইমাম ” ও “স্বাস্থ্যকর মুসলিম বিবাহ” রচনা করেছেন। তিনি ২০২০ সালে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন।
মুফতি ড. আবদুর রহমান ইবনে ইউসুফ ম্যাঙ্গেরা | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৯৭৪ |
ধর্ম | ইসলাম |
পিতামাতা |
|
যুগ | আধুনিক |
অঞ্চল | যুক্তরাজ্য |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
যেখানের শিক্ষার্থী | |
কাজ | লেখক, প্রকাশক, মুসলিম পণ্ডিত, হোয়াইটথ্রেড ইনস্টিটিউটের ডিন, জমজম একাডেমি এবং আর-রায়য়ান ইনস্টিটিউটের পরিচালক |
এর প্রতিষ্ঠাতা | হোয়াইটথ্রেড ইনস্টিটিউট জমজম একাডেমি |
ঊর্ধ্বতন পদ | |
যার দ্বারা প্রভাবিত | |
উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
অভিসন্দর্ভ | আবু লাইছ সমরকান্দির নওয়াজিলের একটি সমালোচনামূলক সংস্করণ (২০১৩) |
ডক্টরাল উপদেষ্টা | আবদুল আল মাতুরিদী |
জীবনী
সম্পাদনাম্যাঙ্গেরা দারুল উলুম ব্যুরি থেকে স্নাতক করে দক্ষিণ আফ্রিকার দারুল উলুম জাকারিয়ায় এবং পরে ভারতের মাজাহির উলুম, সাহারানপুরে ইফতা নিয়ে পড়াশোনা করেন। তিনি জোহানেসবার্গের রেন্ড আফ্রিকানস বিশ্ববিদ্যালয় থেকে বি.এ ডিগ্রি অর্জন করেন[১] এবং এসওএএস লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষায় এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২][৩][৪][৫] ম্যাঙ্গেরা হাবিবুর রহমান আজমি (তাঁর ছাত্র জয়নুল আবেদিনের মাধ্যমে), আবুল হাসান আলী নদভী, মুহাম্মদ আল আওয়ামা এবং মুহাম্মদ ইউনুস জৌনপুরীর কাছ থেকে হাদীসের সনদ পেয়েছেন।
ম্যাঙ্গেরা হুইটথ্রিড ইনস্টিটিউট এবং জমজম একাডেমির প্রতিষ্ঠাতা।[৫][৬]
তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের ২০২০ সংস্করণে স্থান পান।[৭] ২০১৩ সালে কেমব্রিজ মুসলিম কলেজ এবং ২০১৬ সালে রয়েল আলে আল-বাইত ইনস্টিটিউট ফর ইসলামিক থট এর সম্মানিত ফেলোশিপ পেয়েছিলেন।[৮]
২০১৬ সালে, মঙ্গেরা কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কমপ্লেক্সে দারুল উলুম রহিমিয়া দ্বারা আয়োজিত ইমাম আবু হানিফা সম্মেলনে বক্তৃতা করতে কাশ্মীরে ভ্রমণ করেছিলেন।[৯]
সাহিত্যিক কাজ
সম্পাদনাম্যাঙ্গেরার বইগুলির মধ্যে রয়েছে:
- ফিকহুল ইমাম: হানাফি ফিকহের মূল প্রমাণ (১৯৯৬)
- ক্ষমা প্রার্থনা: আন্তরিক প্রার্থনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান (২০০৪)
- সন্ধানীদের জন্য বিধান (২০০৫), (মাওলানা আশিক ইলাহী বুলন্দশহরীর সংকলিত জাদুদ তালিবিন আরবি রচনার অনুবাদ ও ভাষ্য )
- সহ-লেখ্য মুক্তার প্রতিচ্ছবি (২০০৫)
- ইমাম আবু হানিফার আল-ফিকহুল আকবর বর্ণনা (২০০৭)
- নামাজ ও সালাম: মহান আল্লাহর প্রিয় বন্ধুর প্রশংসা (২০০৭), মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দোয়া ও শান্তির একটি ম্যানুয়াল
- ইমাম গাজালীর পথপ্রদর্শনের সূচনা (বিদায়াহ আল-হিদায়া) (২০১০)
- আবু লাইছ সমরকান্দির নওয়াজিলের একটি সমালোচনামূলক সংস্করণ (পিএইচডি থিসিস, ২০১৩)[১০]
- স্বাস্থ্যকর মুসলিম বিবাহ: চূড়ান্ত সুখের গোপন বিষয়গুলি উন্মুক্তকরণ[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Mufti Abdur-Rahman ibn Yusuf Mangera"। rayyaninstitute.com। ১৯ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯।
- ↑ "Abdur-Rahman ibn Yusuf"। www.whitethreadpress.com। ৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯।
- ↑ "Dr. Mufti Abdur-Rahman Ibn Yusuf Mangera"। ZamZam Academy। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- ↑ "Mufti Abdur-Rahman Ibn Yusuf"। Tafsir.io। ৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯।
- ↑ ক খ "Dr. Mufti Abdur-Rahman Ibn Yusuf Mangera"। www.albalaghacademy.com। ১৯ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯।
- ↑ "ABOUT ZAMZAM ACADEMY"। ZamZam Academy। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- ↑ ক খ The 500 Most Influential Muslims (পিডিএফ) (2020 সংস্করণ)। Royal Islamic Strategic Studies Centre। পৃষ্ঠা 124, 235। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২০।
- ↑ "Dr. Mufti Abdur-Rahman Ibn Yusuf Mangera"। ZamZam Academy। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯।
- ↑ "Dar-ul-Uloom Raheemiya organizes conference"। Greater Kashmir। ৯ মে ২০১৬।
- ↑ "Mangera, Abdur-Rahman (2013) A critical edition of Abū 'l-Layth al-Samarqandī's Nawāzil. পিএইচডি অভিসন্দর্ভ। এসওএএস, লন্ডন বিশ্ববিদ্যালয়"। SOAS, University of London। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।