আন্দ্রাদে এল ইদোলো
মানুয়েল আলফোনসো আন্দ্রাদে অরোপেজা (জন্ম: ৩ নভেম্বর ১৯৮৯) হলেন একজন মেক্সিকোর পেশাদার কুস্তিগির, যিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত। তিনি ডাব্লিউডাব্লিউই-এ আন্দ্রাদে নামে কুস্তি লড়ছেন।[৪]
আন্দ্রাদে | |
---|---|
জন্ম নাম | মানুয়েল আলফোনসো আন্দ্রাদে অরোপেজা[১] |
জন্ম | [২] গোমেজ পালাসিও দুরাঙ্গো, মেক্সিকো[৩] | ৩ নভেম্বর ১৯৮৯
বাসস্থান | অরল্যান্ডো, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | আন্দ্রাদে[৪] আন্দ্রাদে "সিয়েন" আলমাস ব্রিলিয়ান্তে ব্রিলিয়ান্তে জুনিয়র গেরেরো আজতেকা লা সোমব্রা ম্যানি আন্দ্রাদে[৫] রে আজতেকা |
কথিত উচ্চতা | ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)[৪] |
কথিত ওজন | ২১০ পা (৯৫ কেজি)[৪] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | গোমেজ পালাসিও, দুরাঙ্গো, মেক্সিকো[৪][৬] |
প্রশিক্ষক | মরো তৃতীয়[৩] ব্রিলিয়ান্তে সিনিয়র[৩] এল সাতানিকো[৩] স্তুকা[৩] ফ্রাঙ্কো কলোম্বো[৩] |
অভিষেক | ৩ অক্টোবর ২০০৩[৩] |
আন্দ্রাদে হচ্ছেন তৃতীয় প্রজন্মের একজন পেশাদার কুস্তিগির। তার ১৪তম জন্মদিনের এক মাস আগে তিনি পেশাদার কুস্তি-এ অভিষেক করেছিলেন এবং ব্রিলিয়ান্তে জুনিয়র (তার বাবা ব্রিলিয়ান্তে প্রসঙ্গে) নামে কাজ করেছিলেন। তিনি প্রায় আট বছরের মেয়াদে কনসেজো মুন্ডিয়াল ডি লুচা লিব্রে (সিএমএলএল)-এর জন্য লা সোমব্রা (অনু. ছায়া) নামে কাজ করার জন্য পরিচিত। সিএমএলএল-এ, তিনি ২০০৭ সালে টরনেও গ্রান আল্টারনেটিভা প্রতিযোগিতা, ২০১১ সালে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এবং এক পর্যায়ে তিনি ট্রিপল চ্যাম্পিয়ন ছিলেন; মেক্সিকান ন্যাশনাল ট্রায়োস চ্যাম্পিয়নশিপ, এনডাব্লিউএ ওয়ার্ল্ড হিস্টোরিক ওয়েলটারওয়েট চ্যাম্পিয়নশিপ এবং একই সাথে সিএমএলএল ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ধারণ করেছেন। তিনি নিউ জাপান প্রো-রেসলিংয়ের হয়েও কুস্তি লড়েছেন, যেখানে তিনি আইডাব্লুজিপি আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছিলেন। লা সোমব্রা নামে কাজ করার সময়, আন্দ্রাদে লস ইনগোবার্নেবলস ("অশাসনীয়") কুস্তি দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং আটলান্টিসের কাছে তার নিজের মুখোশ হারের পূর্ব পর্যন্ত তিনি লুচা দে আপুয়েস্তাস ম্যাচে এল ফেলিনো, অলিম্পিকো এবং ভোলাদোর জুনিয়র পরাস্ত করে তাদের মুখোশ জয়লাভ করেছেন। তিনি ২০১৫ সালে ডাব্লিউডাব্লিউই-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং ডাব্লিউডাব্লিউই-এর তৎকালীন উন্নয়নমূলক ব্র্যান্ড ডাব্লিউডাব্লিউই এনএক্সটি ব্র্যান্ডে কুস্তি করেছেন, যেখানে তিনি আন্দ্রাদে "সিয়েন" আলমাস নামে কুস্তি করেছেন। তিনি এনএক্সটি-এ এনএক্সটি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছিলেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনামানুয়েল আলফোনসো আন্দ্রাদে অরোপেজা ১৯৮৩ সালের ৩রা নভেম্বর তারিখে মেক্সিকোর দুরাঙ্গোর গোমেজ পালাসিওতে জন্মগ্রহণ করেছেন। তিনি হোসে আন্দ্রাদে সালাসের পুত্র, যিনি একজন কুস্তিগির ছিলেন এবং ব্রিলিয়ান্তে সিনিয়র নামে সুপরিচিত। তিনি লুচা লিব্রে-এ প্রতিযোগিতা করার জন্য আন্দ্রাদে পরিবারের তৃতীয় প্রজন্মের অংশ হয়েছিলেন। তার দাদা জোসে আন্দ্রাদে, "এল মোরো" নামে কুস্তি করেছিলেন, তার বাবা ব্রিলিয়ান্তে নামে, তার চাচা দিয়াঁতে/মোরো তৃতীয় (সার্জিও আন্দ্রাদে), জাফিরো/পেন্টাগনসিতো (আসল নামটি অজানা), কেভিন (জুয়ান আন্দ্রাদে), এস্পান্তো জুনিয়র/পেন্টাগন (জিসাস আন্দ্রাদে), এস্পিরিতু ম্যাজিকো (হুয়ান আন্দ্রাদে) এবং তার এক চাচাতো ভাই বর্তমান এস্পান্তো জুনিয়র (আসল নামটি অজানা) নামে কাজ করেছেন। লুচা লিব্রে-এর গোপনীয় প্রকৃতির কারণে, যেখানে মুখোশধারী কুস্তিগিরদের আসল নাম প্রায়শই প্রকাশ করা হয় না, আন্দ্রাদের আরও কয়েকজন ভাই বোন পেশাদার কুস্তিগির হিসেবে কাজ করেছেন।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ocampo, Ernesto (সেপ্টেম্বর ১৮, ২০১৫)। "CMLL: 82 Aniversario — Cobertura en vivo — Atlantis vs. Sombra máscara contra máscara — El adiós de Dark Angel"। Superluchas (Spanish ভাষায়)। আগস্ট ২৯, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৮, ২০১৫।
- ↑ 「ビバ!メヒコ メキシコ通信局」次代のニューヒーロー・ソンブラ। NPN (Japanese ভাষায়)। নভেম্বর ২৫, ২০০৯। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০১৭।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "Tecnicos – La Sombra"। Fuego en el ring (Spanish ভাষায়)। জুলাই ১১, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০০৯।
- ↑ ক খ গ ঘ ঙ "Andrade"। WWE। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৬, ২০১৯।
- ↑ "NXT Tampa results: Manny "La Sombra" Andrade debuts; Finn Balor, Asuka, more"। Wrestling Observer Newsletter। জানুয়ারি ৮, ২০১৬। সংগ্রহের তারিখ জানুয়ারি ৯, ২০১৬।
- ↑ "Statistics for Professional wrestlers"। PWI Presents: 2008 Wrestling Almanak and book of facts। Kappa Publications। পৃষ্ঠা 66–79। 2008 Edition।
- ↑ Madigan, Dan (২০০৭)। "A family affair"। Mondo Lucha A Go-Go: the bizarre & honorable world of wild Mexican wrestling। HarperCollins Publisher। পৃষ্ঠা 128–132। আইএসবিএন 978-0-06-085583-3।
বহিঃসংযোগ
সম্পাদনা- ডাব্লিউডাব্লিউই.কম-এ আন্দ্রাদে এল ইদোলো
- ফেসবুকে আন্দ্রাদে এল ইদোলো
- টুইটারে আন্দ্রাদে এল ইদোলো
- আন্দ্রাদে এল ইদোলো-এর প্রোফাইল: কেজম্যাচ.নেট, রেসলিংডাটা.কম, ইন্টারনেটের রেস্টলিং ডাটাবেস
- ইন্টারনেট মুভি ডেটাবেজে লা সোমব্রা (ইংরেজি)