আনোয়ারা সরকারি কলেজ
আনোয়ারা সরকারি কলেজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চট্টগ্রাম-বরকল মহাসড়কের পাশেই অবস্থিত।[১]
Anowara Government College | |
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৭২ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | প্রফেসর মো: আবদুল্লাহ আল মামুন |
অবস্থান | , ৪৩৭৬ , বাংলাদেশ |
পোশাকের রঙ | লাল ও সবুজ |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট |
ওয়েবসাইট | Anowaragovtcollege.edu.bd |
অবস্থান
সম্পাদনাচট্টগ্রাম শহর থেকে প্রায় ১৯.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম-বাশঁখালী মহাসড়কের পশ্চিম পাশে আনোয়ারা উপজেলার আনোয়ারা ইউনিয়নের অন্তর্গত আনোয়ারা সদরে ৫.৬৪ একর জমির উপর অত্যন্ত মনোরম পরিবেশে এ কলেজের অবস্থান।[২]
ইতিহাস
সম্পাদনাশিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সৃষ্টির আদিকাল থেকে সভ্যতার উন্মেষ ঘটাতে প্রাতিষ্ঠানিক শিক্ষা অনস্বীকার্য। এই লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামস্থ আনোয়ারা উপজেলার আনোয়ারা এলাকার শিক্ষানুরাগী সুধীজন, বিভিন্ন পেশাজীবী ও জ্ঞান তাপসের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালে আনোয়ারা সরকারি কলেজে প্রতিষ্ঠা লাভ করে। নিজস্ব জমিতে অনুষদভিত্তিক ভবন, প্রশাসনিক ভবন, দ্বিতল বিশিষ্ট গ্রন্থাগার ভবন ও প্রশস্ত মাঠসহ সবুজে ঘেরা নান্দনিক পরিবেশে নতুন মহিমায় উদ্ভাসিত হয়। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা থেকে এ কলেজের দূরত্ব ১২.৫ কি.মি., এটি বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের একটি স্বনামধন্য সরকারি কলেজ হিসেবে সুপরিচিত।[৩]
প্রতিষ্ঠাতা: আখতারুজ্জামান চৌধুরী বাবু
অবকাঠামো
সম্পাদনাকলেজের নতুন ক্যাম্পাসের বিরাট এলাকা জুড়ে রয়েছে সুসজ্জিত চারটি বৃহৎ ভবন। এগুলো হলো প্রশাসনিক ভবন, বাণিজ্য ভবন, অনার্স ভবন ও বিজ্ঞান ভবন। এছাড়াও রয়েছে দ্বিতল গ্রন্থাগার ভবন, শিক্ষকদের জন্য একটি নতুন ডরমেটরী ও পাম্প হাউজ। পুরনো ক্যাম্পাসে শিক্ষকদের জন্য একটি ডরমেটরী ও ছাত্রাবাস অবস্থিত।[৪]
অনুষদসমূহ
সম্পাদনা- কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাশ) শ্রেনিতে কলা, বাণিজ্য, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিভাগে পাঠদান করা হচ্ছে। সহশিক্ষা কার্যক্রমও কলেজের একটি উল্লেখযোগ্য দিক।
অনার্স বিষয়: বর্তমানে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ১০০টি এবং অর্থনীতি বিষয়ে ১০০টি , ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ১০০টি করে আসন রয়েছে।
প্রস্তাবিত অনার্স বিষয়/মাস্টার্স কোর্স: এ কলেজের ৭টি বিষয়ে অনার্স চালু করার প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, ইসলামি ইতিহাস ও সাংস্কৃতি, দর্শন, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং গণিত। অনার্স বিষয়গুলোর বিভাগে মাস্টার্স কোর্স চালু করা প্রক্রিয়াধীন।
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনাকলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে আছে একটি বিস্তৃত খেলার মাঠ। এতে ছাত্ররা ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টনসহ সকল বহিরঙ্গন ক্রীডায় অংশগ্রহণ করতে পারে। তাছাড়া ছাত্র-ছাত্রী মিলনায়তনে অভ্যন্তরীণ খেলাধুলার ব্যবস্থা আছে। বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন, বিতর্ক প্রতিযোগিতা এবং অন্তরঙ্গণ ও বহিরঙ্গণ ক্রিড়ানুষ্ঠান কলেজের পাঠ্যক্রমে বহির্ভূত কার্যক্রমের একটা উল্লেখ্যযোগ্য দিক।
- রোভার-স্কাউট: লেখাপড়ার পাশাপাশি একজন ছাত্রকে আদর্শ, চরিত্রবান, কর্মঠ ও আত্মনির্ভরশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য রোভার স্কাউটের পক্ষ থেকে প্রশিক্ষন দেয়া হয়। এ ছাড়াও বিনামূল্যে রোভার পোশাকসহ দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠান স্কাউটের পক্ষ হতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আনোয়ারা উপজেলা"। anwara.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২।
- ↑ "আনোয়ারা ইউনিয়ন"। anwaraup.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২।
- ↑ "সরকারি হলো ২৭১ কলেজ"। Bangla Tribune। ২০২২-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২।
- ↑ "সরকারি হলো চট্টগ্রামের ১০ কলেজ"। banglanews24.com। ২০১৮-০৮-১২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২।
- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২।