আনন্দলোক মহাবিদ্যালয়
আনন্দলোক মহাবিদ্যালয় হলো রংপুর সদর উপজেলার একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এটি রংপুর মহানগরের বুড়িরহাট এলাকায় অবস্থিত এবং ৮ জুন, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স, ২টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে।[১] ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ৭২৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।[২]
অন্যান্য নাম | আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয় |
---|---|
ধরন | এমপিওভুক্ত |
স্থাপিত | ৮ জুন ১৯৯২ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
ইআইআইএন | ১২৭৪৯১ |
অধ্যক্ষ | আবু বক্কর সিদ্দিক |
উপাধ্যক্ষ | ভবেশ সরকার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪১ |
শিক্ষার্থী | ৮৯৪ |
স্নাতক | ১৬২ |
অন্যান্য শিক্ষার্থী | ৭২৮ |
ঠিকানা | বুড়িরহাট ফার্ম , রংপুর , ৫৪০০ , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | ২.১৪ একর |
ভাষা | বাংলা |
ইতিহাস
সম্পাদনা১৯৯২ সালের ৮ জুন আনন্দলোক মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সময়রেখা- [৩]
- ১৯৯১ - উচ্চ মাধ্যমিক পাঠদানের অনুমতি প্রদান
- ১৯৯৪ - উচ্চ মাধ্যমিক এমপিওভুক্তিকরণ
- ১৯৯৭ - স্নাতক (পাশ) এমপিওভুক্তিকরণ
- ২০১০ - এইচএসসি বিএমটি এমপিওভুক্তিকরণ
উপলব্ধ কোর্স
সম্পাদনা- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
- এইচএসসি বিএমটি
- ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিবিএস (পাস)
- ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
- বাংলা
- অ্যাকাউন্টিং
শিক্ষার্থী
সম্পাদনা২০২৪ সালের তথ্যানুযায়ী উচ্চ মাধ্যমিকে ৩১৮ জন, স্নাতক (পাশ) কোর্সে ৭০ জন, স্নাতক (সম্মান) কোর্সে ৯২ জন, এইচএসসি বিএমটি কোর্সে ৪১৪ জন মিলে মোট ৮৯৪ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।[২]
ফলাফল ও র্যাংকিং
সম্পাদনা২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ২৯৪৯ জন, পাস করেছে ২৪০৭ জন, ফেল করেছে ৫৪২ জন, এ+ পেয়েছে ১৪৬ জন, শতকরা পাস করেছে ৪১.৬২%, শতকরা এ+ পেয়েছে ৪.৯৫ %।[৪]
২০২৪ সহপাঠী কলেজ র্যাংকিং অনুযায়ী, কলেজটি জাতীয় পর্যায়ে ৫৯৭৩ তম, দিনাজপুর বোর্ডে ১০৪১ তম, রংপুর বিভাগে ৮৫৩ তম এবং রংপুর জেলায় ১৫৮ তম স্থানে রয়েছে।[৪]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৭।
- ↑ ক খ স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যা ২০২৪। "আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয়"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৪।
- ↑ সাধারণ তথ্য। "আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয়"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "anandaloke-degree-mahabidyaloya"। sohopathi। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৪।