আদ-দেসুকি
মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আরাফা আদ-দেসুকি (মৃত্যু: এপ্রিল ১৮১৫ খ্রিষ্টাব্দ) (১২৩০ হিজরি) আদ-দেসুকি বা আদ-দুসুকি নামেও পরিচিত ছিলেন। তিনি আধুনিক মিশরের দেসুকের মালিকি স্কুলের একজন বিশিষ্ট আইনবিদ ছিলেন।
মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আরাফা আদ-দেসুকি | |
---|---|
উপাধি | আদ-দেসুকি |
ব্যক্তিগত তথ্য | |
মৃত্যু | ১লা এপ্রিল ১৮১৫ খ্রিষ্টাব্দ (১২৩০ হিজরি) |
ধর্ম | ইসলাম |
যুগ | উসমানীয় যুগ |
ব্যবহারশাস্ত্র | সুন্নি মালিকি |
প্রধান আগ্রহ | আকীদা ও ফিকহ |
উল্লেখযোগ্য কাজ | হাশিয়াত আদ-দেসুকি আলা আশ-শারহ আল-কবির |
জীবনী
সম্পাদনাআদ-দেসুকি উত্তর মিশরের দেসুকে জন্মগ্রহণ করেন। পরে তিনি দেসুক থেকে কায়রোতে চলে আসেন, যেখানে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তার বেশ কয়েকজন পণ্ডিতের অধীনে শিক্ষাগ্রহণ করেন, বিশেষত আদ-দারদির অধীনে, যার খলিলের মুখতাসারের ব্যাখ্যা মালিকি স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়াত কাজগুলোর মধ্যে একটি। মালিকি ফিকহে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো তার হাশিয়া (দারদিরের খলিলের মুখতাসারের ব্যাখ্যার প্রান্তিক নোট), যা মালেকী মাযহাবের ফতোয়া পদের জন্য সর্বাধিক উল্লেখিত কাজগুলোর মধ্যে একটি। আদ-দেসুকি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তার পাঠদানের আসাধারন শৈলীর পাশাপাশি তার লেখায় জটিল বিষয়গুলোকে সরল করার ক্ষমতার জন্য সুপরিচিত এবং পক্ষপাতী ছিলেন। হাসান আল-আজহার তার সবচেয়ে বিখ্যাত ছাত্রদের একজন ছিলেন, যিনি পরে আল-আজহারের প্রধান ইমাম হন। তিনি ১৮১৫ খ্রিস্টাব্দে কায়রোতে মারা যান।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "بوابة دار الإفتاء المصرية"। www.dar-alifta.org। ২০১৩-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-৩০।
বহিঃসংযোগ
সম্পাদনা- সংযোগ ১ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ডিসেম্বর ২০১৩ তারিখে