আতঙ্ক (২০১০-এর চলচ্চিত্র)
আতঙ্ক (ইংরেজি: Aatangko) শুভম পরিচালিত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র । চলচ্চিত্রটি ২০১০ সালে মুক্তি পেয়েছিল ।
আতঙ্ক | |
---|---|
পরিচালক | শুভম |
প্রযোজক | কলকাতা ইন্টারটেইনমেন্ট |
কাহিনিকার | শুভম |
শ্রেষ্ঠাংশে | রঞ্জিত মল্লিক রচনা বন্দ্যোপাধ্যায় রনিত রায় পাপিয়া অধিকারী শ্রীলা মজুমদার বাদশা মৈত্র রমাপ্রসাদ বণিক দুলাল লাহিড়ী মৃনাল মুখার্জি অন্তরা বিশ্বাস সোহম চক্রবর্তী |
সুরকার | সৌমিত্র কুন্ডু |
মুক্তি | ২০১০ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাপরমহংস একজন সাধারণ মানুষ যিনি তাঁর পরিবার নিয়েছিলেন এবং দেশভাগের সময় ভারতে এসেছিলেন। তিনি তার পরিবার নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে থাকতেন। হঠাৎ একটি দুর্ঘটনা তাকে এমন পরিস্থিতিতে ফেলেছিল যে তাকে এলাকার নেতা হতে হয়েছিল। তিনি বড়বাবা নামে পরিচিত হন। তিনি সমান্তরাল প্রশাসনের শাসন করছিলেন। হঠাৎ সেই অঞ্চলটিতে জৈবিক অস্ত্র দ্বারা আক্রমণ করা হয়েছিল। ধর্মীয় মৌলবাদীদের সহায়তায় সন্ত্রাস ছড়িয়ে পড়ে। ইরফান একজন সৎ পুলিশ কর্মকর্তা ।তিনি মামলাটি সমাধানের জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন। প্রত্যেকেই বড়বাবা কে অপরাধী বলে ভেবেছিল কিন্তু তার বিরুদ্ধে কেউ প্রমাণ পায়নি। পরে বড়বাবা উদ্যোগ নেন এবং রাজার সহায়তায় তিনি মূল অপরাধী ভাইরাসকে আবিষ্কার করেছিলেন। কারণ রাজা ভাইরাসের মত একইরকম দেখতে ছিল।
অভিনয়
সম্পাদনা- রঞ্জিত মল্লিক[১] -বড় বাবা/পরমহংস
- রচনা বন্দ্যোপাধ্যায়- ঝুমঝুমি
- রনিত রায়- রাজা/ভাইরাস/আকিল
- পাপিয়া অধিকারী
- শ্রীলা মজুমদার- বড় বাবার স্ত্রী/মল্লিকা
- বাদশা মৈত্র- পুলিশ অফিসার ইরফান
- রমাপ্রসাদ বণিক-রহমান
- দুলাল লাহিড়ী- ইরফানের বস
- মৃনাল মুখার্জি
- অন্তরা বিশ্বাস - ইরফানের প্রেমিকা/ইরফানের বসের মেয়ে
- সোহম চক্রবর্তী
- প্রেমজিৎ
- শুভঙ্কর
- জর্জ বেকার
- গৌরি শঙ্কর পান্ডা
- অমরনাথ মুখার্জী
- অরিন্দম ঘোষ
- সুখরঞ্জন
- আব্বাস