আজব প্রেম কি গজব কাহানি

২০০৯-এর হিন্দি চলচ্চিত্র
(আজব প্রেম কি গজব কহানি থেকে পুনর্নির্দেশিত)

আজব প্রেম কি গজব কাহানি হলো ২০০৯ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রণবীর কাপুরক্যাটরিনা কাইফ

আজব প্রেম কি গজব কাহানি
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকরাজকুমার সন্তোষী
প্রযোজকরমেশ এস তৌরানি
রচয়িতা
  • আর.ডি. তাইলাং
  • রাজকুমার সন্তোষী
কাহিনিকার
  • কে. রাজেশ্বর
  • রাজকুমার সন্তোষী
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকতিরু
সম্পাদকস্টিভেন এইচ. বার্নার্ড
প্রযোজনা
কোম্পানি
টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পরিবেশকটিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
মুক্তি
  • ৬ নভেম্বর ২০০৯ (2009-11-06)
স্থিতিকাল১৬১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়১৮ কোটি[]
আয়প্রা. ১০৪ কোটি[]

এটি ২০০৫ সালের তেলুগু চলচ্চিত্র সোগ্গাডু-এর একটি অনানুষ্ঠানিক রূপান্তর।[] ১৮ কোটি বাজেটে নির্মিত চলচ্চিত্রটি মুক্তির পর বিশ্বব্যাপী ১০৮ কোটি আয় করে, যা থ্রি ইডিয়টসলাভ আজ কাল-এর পরে বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে অন্তর্ভুক্ত হয়।[]

অভিনয়ে

সম্পাদনা
  • রণবীর কাপুর — প্রেম শঙ্কর শর্মা
  • ক্যাটরিনা কাইফ — জেনিফার "জেনি" পিন্টো
  • প্রদীপ খারব — টনি ব্রাগানজা
  • জাকির হোসেন — সাজিদ ডন
  • উপেন প্যাটেল — রাহুল জালান
  • দর্শন জারিওয়ালা — শিব শঙ্কর শর্মা, প্রেমের বাবা
  • মিথিলেশ চতুর্বেদী — অ্যালবার্ট পিন্টো, জেনির দত্তক পিতা
  • নবনীত নিশান — রোজালিনা "রোজি" পিন্টো, জেনির দত্তক মা
  • স্মিতা জয়কার — শারদা শর্মা, প্রেমের মা
  • শ্যাম মাশালকার — রাজু, প্রেমের বন্ধু
  • আকুল ত্রিপাঠী — কুন্নু, প্রেমের বন্ধু
  • খুরশেদ উকিল — ডেভিড, প্রেমের বন্ধু
  • অমেয়া হুনাসওয়াদকার—লখন, প্রেমের বন্ধু
  • সালমান খান — স্বভূমিকায় (ক্ষণিক চরিত্রাভিনয়)
  • সনাতন মোদি — পিটার ব্রাগানজা, টনির বাবা
  • গোবিন্দ নামদেও — পীতাম্বর জালান, রাহুলের বাবা
  • ডলি বিন্দ্রা — বিদ্যা জালান, পীতাম্বরের স্ত্রী ও রাহুলের মা
  • মোহন ভি. রাম — শেশাদ্রি, পীতাম্বর জালানের পিএ
  • অভয় ভার্গব - তেজ সিং
  • রতি শঙ্কর ত্রিপাঠী — ভৈরন সিং
  • দিল্লি গণেশ — মন্দিরের পুরোহিত
  • বেহজাদ খান - যীশু খ্রিস্ট হিসাবে বিশেষ উপস্থিতি

সাউন্ডট্র্যাক

সম্পাদনা
আজব প্রেম কি গজব কাহানি
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০০৯
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৬৬:৩৫ মিনিট
সঙ্গীত প্রকাশনীটিপস মিউজিক ফিল্মস
প্রযোজকপ্রীতম
প্রীতম কালক্রম
অল দ্য বেস্ট: ফান বিগিন্স
(২০০৯)
আজব প্রেম কি গজব কাহানি
(২০০৯)
তুম মিলে
(২০০৯)
নং.শিরোনামসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."ম্যা তেরা ধড়কান তেরি"কেকে, সুনিধি চৌহান ও হার্ড কৌর৪:৩৩
২."তু জানে না"আতিফ আসলাম৫:৪১
৩."ওহ বাই গড"সুনিধি চৌহানমিকা সিং৪:৫৮
৪."তেরা হোনে লাগা হুঁ"আতিফ আসলাম, আলিশা চিনয়জয় বরুয়া৪:৫৬
৫."প্রেম কি নাইয়া"নীরজ শ্রীধর ও সুজান ডি'মেলো৪:০৬
৬."আ জাও মেরি তামান্না"জাভেদ আলী ও জোজো৪:০২
৭."ফলো মি"হার্ড কৌর২:৫২
৮."তু জানে না" (রিপ্রাইজ)সোহম, রানা মজুমদার ও আশীষ পণ্ডিত৫:৪৩
৯."ম্যা তেরা ধড়কান তেরি" (রিমিক্স)কেকে, সুনিধি চৌহান ও হার্ড কৌর৫:০৪
১০."তু জানে না" (রিমিক্স)আতিফ আসলাম৬:০৬
১১."প্রেম কি নাইয়া" (রিমিক্স)নীরজ শ্রীধর ও সুজান ডি'মেলো৪:৩১
১২."তেরা হোনে লাগা হুঁ" (রিমিক্স)আতিফ আসলাম, আলিশা চিনয় ও জয় বরুয়া৪:৪৬
১৩."আ জাও মেরি তামান্না" (রিমিক্স)জাভেদ আলী ও জোজো৩:৪৪
১৪."তু জানে না" (আনপ্লাগড সংস্করণ)কৈলাশ খের, পরেশ কামাথ ও নরেশ৫:৩৩
মোট দৈর্ঘ্য:৬৬:৩৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Filmycinema.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১৩ তারিখে. Filmycinema.com. Retrieved on 19 October 2013.
  2. "Top Lifetime Grossers Worldwide (IND Rs)"Boxofficeindia.com। ৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১১ 
  3. Filmycinema.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১৩ তারিখে.

বহিঃসংযোগ

সম্পাদনা