আখতার হোসেন
আখতার হোসেন (৩০ আগস্ট ১৯৪৬ - ২ আগস্ট ২০২১) হলেন একজন বাংলাদেশী চিত্রগ্রাহক। তিনি হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
আখতার হোসেন | |
---|---|
জন্ম | মোঃ আখতার হোসেন ৩১ জানুয়ারি ১৯৪৭ |
মৃত্যু | ২ আগস্ট ২০২১ | (বয়স ৭৪)
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৬-১৯৪৭) পাকিস্তান (১৯৪৭-১৯৭১) বাংলাদেশ (১৯৭১-২০২১) |
পেশা | চিত্রগ্রাহক |
কর্মজীবন | ১৯৬৭–২০০৬ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার) |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাআখতার হোসেন ১৯৪৭ সালের ৩১ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কুমিল্লা জেলার (বর্তমান চাঁদপুর জেলার) কচুয়ার সহদেবপুরের কাদিরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইব্রাহীম খলিল এবং মাতার নাম আবেদা খাতুন। তিনি হাসানপুর উচ্চ বিদ্যালয় হতে মেট্রিকুলেশন এবং চাঁদপুর সরকারি কলেজ হতে ইন্টারমিডিয়েট ও বিএসসি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
সম্পাদনাআখতার হোসেন পরিচালক জহির রায়হানের অসমাপ্ত লেট দেয়ার বি লাইট চলচ্চিত্র দিয়ে কর্মজীবন শুরু করেন। জহির রায়হান কাজটি সমাপ্ত করার পূর্বেই ধৃত ও শহীন হন।[১]
তিনি বাসু চ্যাটার্জী নির্মিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[২]
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাথে যুক্ত ছিলেন। তিনি সেখানকার চিত্রগ্রহণ শাখার শাখা প্রধান হিসাবে অবসর গ্রহণ করেন। তার নিজের একটি চলচ্চিত্র প্রযেজনা প্রতিষ্ঠান ছিলো শিঞ্জন প্রোডাকশন নামে। এই প্রতিষ্ঠানটি হতে একাধিক নাটক পরিচালনা করেন তিনি।
মৃত্যু
সম্পাদনা২০২১ সালের ২ আগস্ট চিকিত্সাধীন অবস্থায় তিনি ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- কার হাসি কে হাসে (১৯৭৪)
- নোলক (১৯৭৮)
- আশা (১৯৮৩)
- আলী আসমা (১৯৮৩)
- নতুন পৃথিবী (১৯৮৪)
- সাজানো বাসর (১৯৮৫)
- আগুনের পরশমণি (১৯৯৪)
- এখনো অনেক রাত (১৯৯৭)
- হঠাৎ বৃষ্টি (১৯৯৮)
- নাচোলের রানী (২০০৬)
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ আল মোহন, আবদুল্লাহ (৪ আগস্ট ২০২১)। "বরেণ্য চিত্রগ্রাহক আখতার হোসেনের প্রয়াণ"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।
- ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আখতার হোসেন (ইংরেজি)