অসিত সেন (চলচ্চিত্র পরিচালক)
অসিত সেন (২৪ সেপ্টেম্বর ১৯২২ – ২৫ আগস্ট ২০০১) [১] ছিলেন বাংলা ও হিন্দি দুই-ই সিনেমার একজন অসামান্য চলচ্চিত্র পরিচালক, চিত্রগ্রাহক তথা সিনেমাটোগ্রাফার ও চিত্রনাট্যকার। চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ভাষায় চলচ্চিত্র নির্মাণ করে সমকালীন অন্যান্য বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব তিনি। ভারতীয় চলচ্চিত্রে অসিত সেনের অবদান সেই যুগের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিশেষ উল্লেখেরও দাবি রাখে। তিনি প্রায় কুড়িটি বাংলা ও হিন্দি সিনেমার পরিচালনা করেছেন। তন্মধ্যে বাংলা চলচ্চিত্রে- দীপ জ্বেলে যাই (১৯৫৯), উত্তর ফাল্গুনী (১৯৬৩) এবং হিন্দি সিনেমায়- মমতা (১৯৬৬), খামোশী (১৯৭০), অনোখী রাত (১৯৬৮), সফর (১৯৭০) উল্লেখযোগ্য।
অসিত সেন | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৫ আগস্ট ২০০১ | (বয়স ৭৮)
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | মানিক (ডাকনাম) |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৪৮–১৯৮৩ |
দাম্পত্য সঙ্গী | রেখা সেন |
জন্ম ও প্রারম্ভিক জীবন
সম্পাদনাঅসিত সেনের জন্ম বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের বিক্রমপুরের আটসাহী গ্রামে মাতুলালয়ে। পৈতৃক নিবাস ছিল খামার খাড়া গ্রামে। পিতা রবীন্দ্রনাথ সেন ছিলেন ভারতীয় রেলে চাকুরিরত আইনজ্ঞ এবং মাতা ঊর্মিলা দেবী। অসিতেরা ছিলেন দুই ভাই (অসিত ও অশোক) এবং চার বোন ( কমলা,অঞ্জলি, শিউলি ও গোপা)। অসিতের ডাকনাম ছিল মানিক এবং তার শৈশব কেটেছে মামার বাডিতে, আটসাহী গ্রামেই। বিক্রমপুরের রাধানাথ হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর চলে যান পিতার কর্মস্থলে নওগাঁয়। সেখানকান বেঙ্গলি হাই স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করেন। পরে আইএসসি পড়তে কলকাতায় আসেন। বঙ্গবাসী কলেজে পড়ার সময় তার সহপাঠী ছিলেন সলিল চৌধুরী ও গৌরীপ্রসন্ন মজুমদার। প্রথমদিকে তাদের ইচ্ছা ছিল তারা মিলিতভাবে সঙ্গীতজগতেই থাকবেন। কিন্তু বিএসসি পড়ার সময় তার আলাপ হয় তথ্যচিত্র নির্মাতা ও পরিচালক হরিসাধন দাশগুপ্তের সঙ্গে। [২] ইতিমধ্যে ১৯৪৭ খ্রিস্টাব্দের নভেম্বরে ভালোবাসা করে বিবাহ করেন অভিজাত পরিবারের অসাধারণ সুন্দরী কন্যা রেখা দাশগুপ্তকে। রোজগারের সন্ধানে পড়াশোনা আর করেননি। এদিকে হরিসাধন দাশগুপ্তের অনুপ্রেরণায় তার ফোটোগ্রাফিরতে বিশেষ আগ্রহ জন্মে। শেষে এক চিত্রগ্রাহক তথা সিনেমাটোগ্রাফার রামানন্দ সেনগুপ্ত, যিনি সম্পর্কে ছিলেন তার মামা, তাকে নিজের 'রলিকট' ক্যামেরা দেন এবং তার সহায়তায় ফোটোগ্রাফিতে দক্ষ হয়ে ওঠেন এবং হিন্দি সিনেমার শুটিং-এ অংশগ্রহণ করেন।
কর্মজীবন
সম্পাদনারোজগারের জন্য প্রথমে তিনি কলকাতার দেশপ্রিয় পার্কে "শিল্পমন্দির" নামে এক ফটো স্টুডিও গড়ে তোলেন। তবে অল্পদিনের মধ্যেই রামানন্দ সেনগুপ্ত প্রথমে তাকে ডি কে মেহতার এবং পরে তার চতুর্থ সহকারী হিসাবে অসিত সেনকে ভারতলক্ষ্মী প্রোডাকশন তে নিয়ে আসেন। অর্ধেন্দু মুখোপাধ্যায়ের পূর্বরাগ -এ সহকারী হিসাবে কাজ করেন। ১৯৪৬-৪৭ খ্রিস্টাব্দে দাঙ্গাবিধ্বস্ত নোয়াখালী ও পাটনা য় মহাত্মা গান্ধীর শান্তি প্রতিষ্ঠার উদ্যোগযাত্রায় তথ্যচিত্র নির্মাণের বরাত পেয়েছিলেন রামানন্দ সেনগুপ্ত। কিন্তু শারীরিক কারণে তিনি যেতে না পারায়, অসিত সেন টানা ২৫-২৬ দিন শুটিং করেছিলেন। এতদিনে শুটিংয়ে আত্মবিশ্বাস অর্জন করে নওগাঁয় কর্মরত পিতার সহায়তায় ১৯৪৮ খ্রিস্টাব্দে অসমীয়া ভাষায় ভারতের স্বাধীনতা সংগ্রামে এক সন্ত্রাসবাদী যুবকের জীবন উৎসর্গের কাহিনী নিয়ে তিনি জীবনের প্রথম কাহিনীচিত্র বিপ্লবী তৈরি করেন। তার কয়েক বৎসর পর ১৯৫৬ খ্রিস্টাব্দে তিনি প্রথম বাংলা ছবি চলাচল ও পরে ১৯৫৭ খ্রিস্টাব্দে পঞ্চতপা তৈরি করেন। এই দুটি বাংলা ছবি সে সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। [৩] তারপর ১৯৫৯ খ্রিস্টাব্দে সুচিত্রা সেনের অভিনয় সমৃদ্ধ ছবি দীপ জ্বেলে যাই তৈরি করেন। পরে ১৯৬৯ খ্রিস্টাব্দে এটি রাজেশ খান্না ও ওয়াহিদা রহমানের অভিনয়ে হিন্দিতে খামোশী নামে নির্মিত হয়। [৪] তিনি ১৯৬৩ খ্রিস্টাব্দে শ্রেণী দ্বন্দ্বের উপর যে বাংলা ছবি উত্তর ফাল্গুনী তৈরি করেন, সেটি হিন্দিতে রূপান্তরিত করে তৈরি করেন মমতা। দ্বৈত ভূমিকায় সুচিত্রা সেনের অভিনয় আর স্বনামধন্য কোকিলকণ্ঠী গায়িকা লতা মঙ্গেশকরের কণ্ঠে রহেঁ না রহেঁ হম এবং লতা ও হেমন্ত মুখোপাধ্যায়ের যুগলকণ্ঠে গীত ছুপা লো ঔন দিল মে প্যার মেরা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। [৫] অসিত সেন ১৯৯৩ খ্রিস্টাব্দে ন্যাশানাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস-এ প্রশিক্ষক নিযুক্ত হন এবং আমৃত্যু চলচ্চিত্র প্রশিক্ষণে যুক্ত ছিলেন।
অসিত সেন কর্মজীবনে বলিউডের বিশিষ্ট অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। পরিচালক হিসাবে ১৯৬৯ খ্রিস্টাব্দে খামোশী ছবিতে রাজেশ খান্নার এবং ১৯৭০ খ্রিস্টাব্দে শরাফত ছবিতে ধর্মেন্দ্র, হেমা মালিনী এবং অশোক কুমারের নির্দেশক ছিলেন । বিশেষ থিমের উপর ১৯৭০ খ্রিস্টাব্দে নির্মিত চলচ্চিত্র অন্নদাতা ছবিতে ওমপ্রকাশ এবং জয়া বচ্চনের, ১৯৭০ খ্রিস্টাব্দে নির্মিত মা অউর মমতা ছবিতে অশোক কুমার, ১৯৬৬ খ্রিস্টাব্দে নির্মিত মমতা ছবিতে সুচিত্রা সেন, অশোক কুমার ও ধর্মেন্দ্র কে নির্দেশনার কাজ করেছেন। এছাড়াও তিনি বৈরাগ ছায়াছবিতে হেলেন, মদন পুরি এবং ১৯৭৫ খ্রিস্টাব্দে নির্মিত আনাড়ি ছবিতে শশী কাপুর, শর্মিলা ঠাকুর, মৌসুমী চ্যাটার্জি এবং কবীর বেদীর সঙ্গে কাজ করেছেন।
মমতা চলচ্চিত্রের জন্য ১৯৬৭ খ্রিস্টাব্দে মনোনীত হন, কিন্তু ১৯৭১ খ্রিস্টাব্দে রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর এবং ফিরোজ খান অভিনীত সফর চলচ্চিত্রের জন্য পুরস্কার লাভ করেন।
অসিত সেন ২০০১ খ্রিস্টাব্দের ২৫শে আগস্ট ৭৯ বৎসর বয়সে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর একমাত্র পুত্র পার্থ সেন। [৬]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাহিন্দি ও বাংলা
সম্পাদনাবছর | ফিল্ম | ভাষা | মন্তব্য | |
---|---|---|---|---|
১৯৪৮ | বিপ্লবী | অসমীয়া | ||
১৯৫৬ | চলাচল | বাংলা | ১৯৭০ খ্রিস্টাব্দের সফর হিন্দিতে রিমেক। | |
১৯৫৭ | পঞ্চতপা | বাংলা | ||
জীবনতৃষ্ণা | বাংলা | |||
১৯৫৯ | দীপ জ্বেলে যাই | বাংলা | ছবিটি ১৯৬৯ খ্রিস্টাব্দে হিন্দিতে খামোশী নামে রিমেক হয়। [৭] | |
১৯৬৩ | উত্তর ফাল্গুনী | বাংলা | একাদশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, চলচ্চিত্রটি বাংলায় শ্রেষ্ঠ ফিচার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়। [৮] | |
১৯৬৬ | মমতা | হিন্দি | উত্তর ফাল্গুনীর রিমেক | |
১৯৬৮ | আনোখি রাত | হিন্দি | ||
১৯৬৯ | খামোশী | হিন্দি | ১৯৫৯ খ্রিস্টাব্দের বাংলা চলচ্চিত্রদীপ জ্বেলে যাই এর রিমেক | |
১৯৭০ | মা অর মমতা | হিন্দি | ||
১৯৭০ | সফর | হিন্দি | ১৯৫৬ খ্রিস্টাব্দের বাংলা চলচ্চিত্র চলাচলএর রিমেক। [৯] | |
১৯৭০ | শরাফত | হিন্দি | ||
১৯৭২ | আনোখা দান | হিন্দি | ||
১৯৭২ | অন্নদাতা | হিন্দি | ||
১৯৭৫ | আনাড়ী | হিন্দি | ||
১৯৭৬ | বৈরাগ | হিন্দি | ||
১৯৮২ | বকিল বাবু | হিন্দি | ||
১৯৮৩ | মেহেন্দি | হিন্দি | ||
১৯৮৪ | প্রার্থনা | বাংলা | [১০] | |
১৯৮৫ | প্রতিজ্ঞা | বাংলা |
পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ৪৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
- ↑ "স্বর্ণযুগের আর এক মানিক অসিত সেন"। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৫।
- ↑ অভীক চট্টোপাধ্যায় , সম্পাদক (২০১৯)। আনন্দধারা - হেমন্ত মুখোপাধ্যায়। সপ্তর্ষি প্রকাশন, কলকাতা। পৃষ্ঠা ১০৬। আইএসবিএন 978-93-8270-654-0।
- ↑ "BLAST FROM THE PAST: Khamoshi 1969"। The Hindu। ১৬ আগস্ট ২০০৮। ৪ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ "Blast From The Past: Mamta (1966)"। The Hindu। ২ এপ্রিল ২০১০। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ "Film-maker Asit Sen dead"। The Tribune, Chandigarh। ২৬ আগস্ট ২০০১। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ "6 Old and Gold Bengali Movies Which Inspired Bollywood to Remake"। ২৬ জুলাই ২০১৬। ১৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ক খ "11th National Film Awards"। International Film Festival of India। ২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Narasimham, M. L. (২৩ জুন ২০১৬)। "Iddaru Mithrulu (1961)"। The Hindu।
- ↑ "Prarthana (1984) - IMDb"। IMDb।