অর্ধেন্দুশেখর মুস্তফী
অর্ধেন্দুশেখর মুস্তফি (২৫ জানুয়ারী ১৮৫০ — ৫ সেপ্টেম্বর ১৯০৮) ছিলেন একজন বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব।[১] নাট্যজগতে "মুস্তোফী সাহেব" নামে পরিচিত ছিলেন। কলকাতার বাগবাজারে তিনি জন্মগ্রহণ করেন।
অর্ধেন্দুশেখর মুস্তফী | |
---|---|
জন্ম | ২৫ জানুয়ারী, ১৮৫০ |
মৃত্যু | ৫ সেপ্টেম্বর, ১৯০৮ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনয় |
আন্দোলন | ভারতীয় থিয়েটার |
কর্মজীবন
সম্পাদনামুস্তফি ১৮৫০ সালে ব্রিটিশ ভারতের বাগবাজার, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি হেয়ার স্কুলে পড়াশোনা করেছেন। মুস্তফি ১৮৬৭ সালে পাথুরিয়াঘাটা রাজপ্রাসাদে কিছু কিছু বুঝি নামক ব্যঙ্গ নাটকে অভিনয় করেছিলেন।[২] তিনি বাগবাজার অ্যামেচার থিয়েটার দলে যোগ দেন এবং উপন্যাসিক দিনবন্ধু মিত্রের রচিত সধবার একাদশীতে অভিনয় করেন।[২] তিনি গিরিশ চন্দ্র ঘোষের একজন প্রতিদ্বন্দ্বী এবং সহযোগী অভিনেতা হিসাবে পরিচিত ছিলেন। মুস্তফি ঘোষকে ১৮৭২ সালে জাতীয় থিয়েটার প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রথাগত যোগ্যতা না থাকলেও ইংরেজি ভাষা ও সাহিত্যের দখল ছিল। গিরিশচন্দ্রের মতে অর্ধেন্দুশেখর যে অংশ অভিনয় করতেন সেই অংশই অননুকরণীয় হতো। অমৃতালাল বসু মুস্তাফিকে "বিধাতার হাতেগড়া অভিনেতা" বলে বর্ণনা করেছিলেন[৩] কারণ তিনি একই নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পারতেন।[২] নীলদর্পণে মুস্তফি প্রতিপক্ষ ইংরেজদের উড সাহেবের চরিত্র-সহ পুরুষ এবং মহিলা উভয় চরিত্রে অভিনয় করেছিলেন।[২]
তিনি কলকাতার একজন সফল নাট্য শিক্ষকও ছিলেন। মুস্তাফি ১৮৭২ থেকে ১৯০৪ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, পান্না থিয়েটার, আর্য নাট্য সমাজ, মিনার্ভা, অরোরা এবং স্টার থিয়েটার[৪] সহ বিভিন্ন পর্যায়ে অভিনয় করেছিলেন। বিনার ঝনকার নামে তিনি একটি বইও লিখেছিলেন।[৫]
নাটকের তালিকা
সম্পাদনা- নবীন তপস্বিনী - জলধর[২]
- নীলদর্পণ - ‘উড সাহেব’
- দুর্গেশনন্দিনী - বিদ্যাদিগ্গজ
- সিরাজউদ্দৌলা - ড্রেক
- মীর কাশিম - হলওয়েল
- প্রফুল্ল - রমেশ
- রিজিয়া - ঘাতক
- প্রতাপাদিত্য - রডা
- বুড়ো শালিকর ঘারে রো
- মেঘনাদবধ
- বলিদান
- হীরকচূর্ণ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mustafi, Ardhendu Sekhar"। অক্সফোর্ড রেফারেন্স ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ "মুস্তফি, অর্ধেন্দুশেখর"। বাংলাপিডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৪।
- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৮, ISBN 978-81-7955-135-6
- ↑ "স্টার থিয়েটার"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১২।
- ↑ "Binar Jhankar"। আর্কাইভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।