অপরাজিতা: অ্যান আনস্পোকেন রিলেশনশিপ
অপরাজিতা: অ্যান আনস্পোকেন রিলেশনশিপ ২০২২ সালের বাংলা চলচ্চিত্র। ছবিটির কাহিনি লিখেছেন ও পরিচালনা রোহন সেন ছবিটি প্রযোজনা করেছেন অমৃতা দে। ছবিতে অভিনয় করেছেন তুহিনা দাস, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবতনু প্রমুখ।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ananda, abp। "বাবা-মেয়ের সম্পর্কের জটিলতা তুলে ধরবে 'অপরাজিতা', প্রেক্ষাগৃহে আসছে ১১ মার্চ"। ABP Bengali। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৮।