তুহিনা দাস
ভারতীয় অভিনেত্রী
তুহিনা দাস একজন ভারতীয় বাঙালি মডেল এবং অভিনেত্রী।[১]
তুহিনা দাস | |
---|---|
জন্ম | ১১ মার্চ ১৯৯২ কলকাতা, পশ্চিমবঙ্গ , ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনয়শিল্পী |
কর্মজীবন | ২০১৮ – বর্তমান |
কর্মজীবন
সম্পাদনাতুহিনা দাস ভারতের পশ্চিমবঙ্গ কাঁথি রাজ্যের একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠেন এবং ফ্যাশন নিয়ে পড়াশোনা করতে চলে যান কলকাতায়। তিনি কলকাতায় গিয়ে থিয়েটার দৃশ্যে সক্রিয় হয়ে ওঠেন ও তারপর থেকে তিনি অভিনয় জীবন শুরু করেন। তিনি বিভিন্ন চলচ্চিত্রটি অভিনয় করেন যেমন অপর্ণা সেনের ঘরে বাইরে আজ,[২] এজন্য তিনি পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। দাস বাংলা ওয়েব সিরিজ দময়ন্তীতে তার নাম ভূমিকার জন্য একটি যুগান্তকারী পেয়েছেন।[৩] সেই থেকে তিনি বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন ও ২০২১ সালে হিন্দি ভাষায় তার অভিষেক ঘটে।[৪][৫]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | ফিল্ম/টিভি সিরিজ | চরিত্র | মন্তব্য | প্ল্যাটফর্ম | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০১৮ | আসছে আবার শবর | উমা | ডেবিউ ফিল্ম | ||
২০১৯ | ঘাওরে বাইরে আজ | বৃন্দা | |||
২০২০ | পাপ বোন | তনুশ্রী | হোইচোই ফিল্ম | ||
২০২০ | দময়ন্তী | দময়ন্তী দত্ত গুপ্ত | ওয়েব সিরিজ | হইচই | |
২০২০ | ব্রেক আপ স্টোরি | ওয়েব সিরিজ | হইচই | ||
২০২০ | হ্যায় তৌব্বা | ওয়েব সিরিজ | আল্ট বালাজী | ||
২০২২ | অভিযান | ওয়াহিদা রহমান | |||
২০২২ | অপরাজিতা | [৬] | |||
২০২২ | রাকতো বিলাপ | ওয়েব সিরিজ | হইচই | [৭] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tuhina Das worried about shooting getting postponed"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২২।
- ↑ "Tuhina Das: 'Ghare Baire Aaj' has been a turning point in my career - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৫।
- ↑ "Tuhina Das on her cinematic journey"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৫।
- ↑ বিশ্বাস, বিহঙ্গী। "ঘরভর্তি ধোঁয়া, সবাই মিলে বসে মদ-সিগারেট খাচ্ছে, বেরিয়ে এলাম...: তুহিনা"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০।
- ↑ "Why Tuhina broke down - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০।
- ↑ "Aparajitaa: An Unspoken RelationshipU"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩০।
- ↑ "Rawkto Bilaap Season 1"। The Times of India। ২০২২-০২-২৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে তুহিনা দাস (ইংরেজি)