অন্ধগাডু
অন্ধগাডু (অনু. সুদর্শন অন্ধ পুরুষ) ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষার হাস্যরসাত্মক রোমাঞ্চধর্মী চলচ্চিত্র, যা একে এন্টারটেইনমেন্টস প্রাইভেট লিমিটেডের ব্যানারে [২] সুংকর রামব্রাহ্মম প্রযোজিত ও ভেলিগোন্দা শ্রীনিবাস পরিচালিত।[৩] রাজ তারুন,হেবা প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদ এর মুখ্য চরিত্রে [৪][৫] অভিনয় করেছেন। সংগীত রচনা করেছেন শেখর চন্দ্র।[৬][৭][৮] চলচ্চিত্রটি বক্স অফিসে হিট হয়েছিল। এই চলচ্চিত্রটি ২০১৮ সালে ওডিয়া ভাষায় শ্রীমান সুর্দাস নামে পুনরায় তৈরি করা হয়, যাতে মুখ্য চরিত্রে বাবুশান ও ভূমিকা অভিন্য করেছেন।
অন্ধগাডু | |
---|---|
পরিচালক | ভেলিগোন্দা শ্রীনীবাস |
প্রযোজক | সুংকর রামব্রাহ্মম |
রচয়িতা | বি, ভানু কিরণ নান্দু আর, কে. টেমপ্লেট:ছোটো |
চিত্রনাট্যকার | ভেলিগোন্দা শ্রীনীবাস |
কাহিনিকার | ভেলিগোন্দা শ্রীনীবাস |
শ্রেষ্ঠাংশে | রাজ তারুন হেবা প্যাটেল রাজেন্দ্র প্রসাদ |
সুরকার | শেখর চন্দ্র |
চিত্রগ্রাহক | বি রাজাশেখর |
সম্পাদক | এম আর বর্মা |
প্রযোজনা কোম্পানি | একে এন্টারটেইনমেন্টস প্রাইভেট লিমিটেড [১] |
মুক্তি | ২ জুন ২০১৭ |
স্থিতিকাল | ১৩২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
প্লট
সম্পাদনাগৌতম রাজ তরুণ একজন অনাথ অন্ধ তরুণ ব্যক্তি, যে তার চক্ষু দাতা এবং একজন ভালোবাসার মানুষের সন্ধান করছেন। একবার সে তার চক্ষু বিশেষজ্ঞ ড.নেত্রার প্রেমে পড়ে ও তার সামনে স্বাভাবিক আচরণ করতে থাকে। কিছু মজার ঘটনার পর, সেও তাকে পছন্দ করে, কিন্তু বাস্তব জানার পর তাকে সরিয়ে দেয়। ভগ্ন হূদয় গৌতম আরও ভালো কাউকে খোঁজার সিদ্ধান্ত নেয়। এরইমধ্যে, নেত্রা তার জন্য একজন চক্ষু দাতা খুঁযে বের করে ও তার দৃষ্টি ফিরে পায়। এরপর থেকে গৌতম প্রায়শই কিছু আজব স্বপ্ন দেখতে থাকে। আবার সে নেত্রাকেই তার পরিচয় না জেনেই ভালোবেসে ফেলে, এনকি নেত্রাও না জানার ভান করতে থাকে, যেন সে তার কণ্ঠস্বর চিতে না পারে। পরে গৌতম সব জানতে পারে ও তাদের সব দূরত্ব ঘচে যায়। হঠাৎ রানজিৎ কুলকারণি রাজেন্দ্র প্রসাদ নামে একজন নিজেকে নেত্রার বাবা বলে দাবি করে ও তাঁর কাছে কয়েকটি মজার টেস্ট রাখে, যেমন- সমস্ত চিকিৎসা পরীক্ষা করা, মাটিতে ২্০ রাউন্ড এ্কটানা করা এবং সহকারী কমিশনার ধারমার সায়াজি সিন্ধে গাড়ি থেকে ব্রেক সরিয়ে নেওয়া। এরপর সে একদিন তার বাড়িতে গিয়ে ধার্মাকে নেত্রার বাবা হিসেবে দেখতে পায়। তারপর নেত্রা তাকে জানায় যা,রানজিৎ কুলকারণি ২ মাস আগে মারা গিয়েছেন ও তার চোখই তাকে দান করা হয়েছে। তখন গৌতম বুঝতে পারে যে এটা রানজিৎ কুলকারণির আত্মা ছিল। সে বলে যে সে একজন সাংবাদিক ছিল, যাকে ভয়ঙ্কর গুন্ডা পানথাম বাব্জি রাজা রবীন্দ্রা হত্যা করে। তাই সে গৌতমের মাধ্যমে প্রতিশোধ নিতে চায় কিন্তু গৌতম রাজি হয় না। এজন্য কুলকারণি গৌতমের সাথে বাব্জির শত্রুতা সৃষ্টি করে। গৌতম তার গল্প আরেকজন চক্ষু বিশেষজ্ঞ ড.আশিষ আশিষ বিদ্যার্থীকে বলে ও পুনরায় তার চোখ নিয়ে যেতে অনুরোধ করে। সৌভাগ্যবশত, আশিষ ধার্মার কাছের বন্ধু ছিল ও তাকে বলে যে সে সত্য বলছে। এই সময় আশিষ জাতে পারে যে, কুলকাণি একজন ব্যবসায়ী ছিল। দ্রুত গৌতমের বাড়িতে গিয়ে সে সমস্তটা বুঝতে পারে। সে তাকে জিজ্ঞাসা করলে সে তার অতী্ত খুলে বলে। ছোটোবেলায় অন্ধদের স্কুলে তার তিনজন বন্ধু ছিল, যারা চোখ ট্রান্সপ্লান্টের জন্য যায়। যাবার পথে তারা বাব্জির খুন করা দেখে ফেলে ও বাব্জি তাদেরকে হত্যা করে। তাই সে প্রতিশোধের এই নাটকটি করে। বাব্জিও এটা বুঝতে পারে ও নেত্রাকে অপহরণ করে। শেষ পর্য্ন্ত কুলকারণির নামে বাব্জিকে সে হত্যা করে। অবশেষে গৌতম নেত্রাকে বিয়ে করে ও তাদের প্রথম রাতে কুল্কারণির আত্মা সত্যি আসে ও তার প্রতিশোধের কথা বলে।
অভিনয়ে
সম্পাদনা- গৌতম চরিত্রে রাজ তরুণ
- ড.নেত্রা চরিত্রে হেবা প্যাটেল
- রানজিৎ কুলকারণি চরিত্রে রাজেন্দ্র প্রসাদ
- ড.আশিষ চরিত্রে আশিষ বিদ্যার্থী
- নেত্রার বাবা এসিপি ধার্মা চরিত্রে শিয়াাজি শিন্ডে
- পানথাম বাব্জি চরিত্রে রাজা রবীন্দ্রা
- কিশোর চরিত্রে সত্য
- রাজেশ চরিত্রে সাত্যিয়াম রাজেশ
- উকিল চরিত্রে জয়া প্রকাশ রেডডি
- কৃষ্ণর বাবা চরিত্রে পারুছুরি ভেঙ্কাতেস্সরা
- বাব্জির ভৃত্য চরিত্রে ফিশ ভেঙ্কাট
- প্রভাকার
- আনান্থ
- নেত্রার দাদি চরিত্রে রত্নাসাগর।
সাউন্ডট্র্যাক
সম্পাদনাঅন্ধগাডু | ||||
---|---|---|---|---|
কর্তৃক চলচ্চিত্র স্কোর | ||||
মুক্তির তারিখ | ২৫ মে,২০১৭ | |||
শব্দধারণের সময় | ২০১৭ | |||
ঘরানা | সাউন্ডট্র্যাক | |||
দৈর্ঘ্য | ১৫ঃ৪৭ | |||
সঙ্গীত প্রকাশনী | আদিত্য মিউজিক | |||
প্রযোজক | শে্ষর চন্দ্র | |||
শেখর চন্দ্র কালক্রম | ||||
|
সংগীত রচনা করেছেন শেখর চন্দ্র। সংগীত প্রকাশ করেছে আদিত্য মিউজিক কোম্পানি।[৯]
নং. | শিরোনাম | গীতিকার | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "দেব্বাকি পয়ে পয়ে" | ভাস্করভটলা | Dhanunjay, Shekar Chandra | ৩:৩১ |
২. | "জাগামে মায়া" | রামজোগায়্য শাস্ত্রী | Siddarth Watkins | ৩:২৬ |
৩. | "অন্ধগাডু আতা কোছাড়ে" | রামজোগায়্য শাস্ত্রী | Simha, Geetha Madhuri | ৩:১৩ |
৪. | "প্রেমিকা" | রামজোগায়্য শাস্ত্রী | Manisha Eerabathini, Megha Sravanthi | ৩:২৮ |
৫. | "কানুলা মুন্দারে" | কারুনুকার আদিগারলা | Venky | ২:০৯ |
মোট দৈর্ঘ্য: | ১৫:৪৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Andhhagadu (Overview)"। Filmibeat।
- ↑ "Andhhagadu (Producer)"। Indiaglitz।
- ↑ "Andhhagadu (Direction)"। Deccan Report। ১৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭।
- ↑ "Andhhagadu (Hit Pair)"। ie Entertainment।
- ↑ "Rajendra Prasad Role"। NETTV4U।
- ↑ "Andhhagadu (Music)"। RaagaLahari।
- ↑ "Andhhagadu (Review)"। Now Running। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২০।
- ↑ "Andhhagadu (Preview)"। Ontechbuzz। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "Andhhagadu (Songs)"। Cineradham।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "అంధగాడు మూవీ రివ్యూ - Telugu Bullet"। Telugu Bullet (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৬-১২। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৯।