রাজেন্দ্র প্রসাদ

ভারতের প্রথম রাষ্ট্রপতি ও রাজনৈতিক নেতা,

ড. রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, জাতীয় কংগ্রেস নেতা ও একজন প্রথিতযশা আইনজীবী।[]

ড. রাজেন্দ্র প্রসাদ
राजेन्द्र प्रसाद
ভারতের প্রথম রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২৬ জানুয়ারি, ১৯৫০ – ১৩ মে, ১৯৬২
উপরাষ্ট্রপতিসর্বপল্লী রাধাকৃষ্ণণ (১৯৫২-১৯৬২)
পূর্বসূরীচক্রবর্তী রাজগোপালাচারী
উত্তরসূরীসর্বপল্লী রাধাকৃষ্ণন
ব্যক্তিগত বিবরণ
জন্ম৩ ডিসেম্বর, ১৮৮৪
জেরাদেই, বিহার, ভারত
মৃত্যু২৮ ফেব্রুয়ারি, ১৯৬৩
দাম্পত্য সঙ্গীরাজবংশী দেবী
পুরস্কারভারতরত্ন (১৯৬২)

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

রাজেন্দ্র প্রসাদ বিহারের সিওয়ানে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল মহাদেব সহায়, তিনি সংস্কৃত ও পারশিয়ান ভাষায় সুপণ্ডিত ছিলেন। পাঁচ বছর বয়েসে তাকে মৌলভির কাছে পারশিয়ান ভাষা শিক্ষার জন্যে পাঠানো হয়। ১৮৯৬ সালে ছাপড়ার স্কুলে ভর্তি হন। পরবর্তী শিক্ষা সম্পন্ন হয় পাটনায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন ও বৃত্তি পান। ১৯০২ সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন বিজ্ঞান বিভাগে। ১৯০৫ সালে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়ে কলা নিয়ে পড়তে শুরু করেন ও ১৯০৭ সালে অর্থনীতি বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর পাশ করেন।

শিক্ষক ও আইনজীবী

সম্পাদনা

রাজেন্দ্র প্রসাদ বিভিন্ন জায়গায় শিক্ষকতার কাজ করেছেন। বিহারের মুজাফফরপুরের লংগত সিং কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে প্রথমে নিযুক্ত কয়ে প্রিন্সিপাল হন। আইন পড়ার উদ্দেশ্যে এই চাকরি ছেড়ে তিনি কলকাতা আসেন ও ১৯০৯ সালে রিপন কলেজে (অধুনা সুরেন্দ্রনাথ আইন কলেজ) ভর্তি হন। তিনি কলকাতার সিটি কলেজে অর্থনীতির অধ্যাপনাও করেন কিছুকাল। রাজেন্দ্র প্রসাদ ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় আইনের স্নাতকোত্তর পরীক্ষায় স্বর্ণপদক সহ পাশ করেছিলেন। ১৯৩৭ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় হতে পি এইচ ডি ডিগ্রী প্রাপ্ত হন।[]

১৯১৬ খ্রিষ্টাব্দে আইনজীবী হিসেবে ওড়িশা ও বিহার হাইকোর্টে কাজ শুরু করেন। তিনি কিছুকাল ভাগলপুর আদালত ও কলকাতা উচ্চ আদালতেও কাজ করেছেন।

 
রাজেন্দ্রপ্রসাদের মুর্তি, কলকাতা হাইকোর্ট

রাজনীতি

সম্পাদনা

ছাত্রাবস্থায়, ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতার বার্ষিক সভায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলের স্বেচ্ছাসেবক হিসেবে তার রাজনীতিতে প্রবেশ। ১৯১১ সালে কংগ্রেসের সদস্য ১৯১৬ সালে লখনৌতে মহাত্মা গাঁধীর সংস্পর্শে এসে চম্পারনে তথ্যনুসন্ধানে যান। এই কাজে সাহসিকতা ও কৃতিত্বের পরিচয় দেন। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে আইন পেশা পরিত্যাগ করেন ও সবসময়ের জন্যে জাতীয়তাবাদী রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে তার সাহিত্যিক ও দার্শনিক রাহুল সাংকৃত্যায়নে র সংগে আলাপ হয়। রাহুলজি তার পান্ডিত্য ও ব্যক্তিত্বের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি তার রচনায় একাধিকবার রাজেন্দ্র প্রসাদের কথা উল্লেখ করেছেন।

  • President of Constituent Assembly
  • Satyagraha at Champaran (১৯২২)
  • India Divided (১৯৪৬)
  • আত্মকথা (১৯৪৬) (বাঁকিপুর জেলে তিন বছর বন্দী জীবনের কথা)
  • Mahatma Gandhi and Bihar, Some Reminiscences (১৯৪৯)
  • বাপু কে কদমোঁ মে (১৯৫৯)
  • Since Independence (১৯৬০)
  • ভারতীয় শিক্ষা
  • At the feet of Mahatma Gandhi

মৃত্যু

সম্পাদনা

২৮ ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে মারা যান ড. রাজেন্দ্র প্রসাদ।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The President of India Shri Pranab Mukherjee."Presidentofindia.nic.in.। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭ 
  2. "Major Life Events of Dr. Rajendra Prasad – First President of India"rss.bih.nic.in। ৩ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
চক্রবর্তী রাজাগোপালাচারী
ভারতের গভর্নর জেনারেল হিসেবে
ভারতের রাষ্ট্রপতি
১৯৫০–১৯৬২
উত্তরসূরী
সর্বপল্লী রাধাকৃষ্ণণ