অন্তহীন...
অন্তহীন... অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ২০০৯ সালের বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাধিকা আপ্টে, রাহুল বসু, মিতা বশিষ্ঠ, অপর্ণা সেন, কল্যাণ রায় ও শর্মিলা ঠাকুর।[১]
অন্তহীন... | |
---|---|
পরিচালক | অনিরুদ্ধ রায়চৌধুরী |
প্রযোজক | জিৎ ব্যানার্জি অনিরুদ্ধ রায়চৌধুরী ইন্দ্রাণী মুখার্জি |
রচয়িতা | শ্যামল সেনগুপ্ত |
শ্রেষ্ঠাংশে | রাধিকা আপ্টে রাহুল বসু মিতা বশিষ্ঠ অপর্ণা সেন শর্মিলা ঠাকুর |
সুরকার | শান্তনু মৈত্র |
চিত্রগ্রাহক | অভিক মুখোপাধ্যায় |
সম্পাদক | অর্ঘ্যকমল মিত্র |
পরিবেশক | মুম্বাই মন্ত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৩শে জানুয়ারি মুক্তি পায়। এটি ৫৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র-সহ চারটি বিভাগে পুরস্কৃত হয়।[২]
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- রাধিকা আপ্টে - বৃন্দা রায় মেনন
- রাহুল বসু - অভিক চৌধুরী
- বিশ্বজিৎ চক্রবর্তী - মিস্টার সাহা
- বরুণ চন্দ - দিবাকর
- কৌশিক গঙ্গোপাধ্যায় - মৃণ্ময়
- রুদ্রনীল ঘোষ - তন্ময়
- মিতা বশিষ্ঠ - মিসেস মেহরা
- অপর্ণা সেন - পারমিতা "পারো"
- কল্যাণ রায় - রঞ্জন
- শর্মিলা ঠাকুর - অভিকের পিসী
- শৌভিক কুন্দগ্রামী - মিস্টার মেহরা
- কুণাল - মিস্টার মুখার্জি
- শাস্বতী গুহঠাকুরতা - বৃন্দার মা
- অরিন্দম শীল - সব্য
- সঞ্জয় ভট্টাচার্য - ডক্টর সঞ্জয় ভট্টাচার্য
- সুগত ঘোষ - সুগত ঘোষ
- একবালি খান্না - একবালি খান্না
- জয় রঞ্জন রাম - ডাক্তার জয় রঞ্জন রাম
- সব্যসাচী সেন - ডাক্তার সব্যসাচী সেন
- অন্যান্য অভিনয়শিল্পী
- অনুশ্রী আচার্য
- সুকন্যা ভট্টাচার্য
- জয়শ্রী দাসগুপ্ত
- রাজকুমার দত্ত
- দিয়া গুহ
- অপরাজিতা মজুমদার
- সুদীপ মজুমদার
- প্রদীপ রায়
- সুভাষ সরকার
নির্মাণ
সম্পাদনাচলচ্চিত্রের চিত্রগ্রহণ হয় কলকাতায়। রাহুল বসু ও শর্মিলা ঠাকুর বিনা পারিশ্রমিকে কাজ করেন এবং সুরকার শান্তনু মৈত্র এই চলচ্চিত্রের সুরায়োজন করার জন্য তার পারিশ্রমিক কমান।[৩]
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সুর করেন শান্তনু মৈত্র। গীত লিখেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও চন্দ্রিল ভট্টাচার্য এবং গানে কণ্ঠ দেন শান, বাবুল সুপ্রিয়, শ্রেয়া ঘোষাল, শ্রীকান্ত আচার্য, অন্তরা চৌধুরী ও প্রণব বিশ্বাস।
সকল গানের গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায় ও চন্দ্রিল ভট্টাচার্য; সকল গানের সুরকার শান্তনু মৈত্র।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "অন্তহীন" | শান | ৮:৫৫ |
২. | "ভিনদেশী তারা" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | |
৩. | "যাও পাখি" | শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাস | ৫:২৫ |
৪. | "মুঠোর রুমাল" | অন্তরা চৌধুরী ও শ্রীকান্ত আচার্য | ৬:০৫ |
৫. | "ফেরারী মন" | শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয় | ৬:৫০ |
৬. | "সকাল আসে না" | শ্রেয়া ঘোষাল | ৩:৩২ |
সমালোচকদের প্রতিক্রিয়া
সম্পাদনাদ্য টাইমস অব ইন্ডিয়া এক পর্যালোচনায় চলচ্চিত্রটিকে ৩/৫ রেটিং প্রদান করে এবং অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনা, অভিক মুখোপাধ্যায়ের চিত্রগ্রহণ, অভিনয়শিল্পীদের দুর্দান্ত অভিনয় ও শান্তনু মৈত্রের সঙ্গীতের প্রশংসা করে।[৪] ফিল্ম কম্প্যানিয়ন-এর স্নেহা ব্যানার্জি লিখেন, "মানুষের পছন্দ যেমন আলোকচিত্র, মেঘমালা বা মানুষের সম্পর্কের মধ্যে আপস করার প্রতীক্ষা নিয়ে স্তুপীকৃত কথোপকথের উপর এই চলচ্চিত্রটির শৈল্পিকতা নিহিত। এর সাথে যুক্ত হয়েছে শান্তনু মৈত্রের অসাধারণ সঙ্গীত, যা চরিত্র ও গল্পকে বিরামহীনভাবে এক সুতোয় গেঁথে রাখে।"[৫]
পুরস্কার
সম্পাদনা- শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - অন্তহীন...
- শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - অভিক মুখোপাধ্যায়
- শ্রেষ্ঠ গীত - "ফেরারী মন..." গানের জন্য অনিন্দ্য চট্টোপাধ্যায় ও চন্দ্রিল ভট্টাচার্য
- শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী - "ফেরারী মন..." গানের জন্য শ্রেয়া ঘোষাল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "A Second Take"। দ্য টেলিগ্রাফ। ১৮ জানুয়ারি ২০০৯। ২৭ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৪।
- ↑ "National Film Awards: Priyanka gets best actress, 'Antaheen' awarded best film"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৩ জানুয়ারি ২০১০। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "I want to make films that reach out to a wider audience"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০ জানুয়ারি ২০১০। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৪।
- ↑ "Antaheen Movie Review"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৯ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।
- ↑ ব্যানার্জি, স্নেহা (৫ জানুয়ারি ২০২২)। "The Aesthetic Narrative of Antaheen"। ফিল্ম কম্প্যানিয়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।
- ↑ "Bollywood wins big at National Film Awards"। রয়টার্স। ২৩ জানুয়ারি ২০১০। ২৬ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অন্তহীন... (ইংরেজি)
- রটেন টম্যাটোসে অন্তহীন... (ইংরেজি)