জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা
অত্র নিবন্ধটি আন্তর্জাতিক পর্যায়ে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের তালিকা। ৬ জুলাই, ১৯৯২ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক জিম্বাবুয়ে ক্রিকেট দল পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদা পায় ও টেস্ট ক্রিকেট খেলায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে। এরপূর্বে জিম্বাবুয়ে স্বাধীনতা লাভ ও আন্তর্জাতিক স্বীকৃতির একবছর পর ২১ জুলাই, ১৯৮১ তারিখে দলটি সহযোগী সদস্য ছিল। আইসিসিতে যোগদানের পূর্বে রোডেশিয়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রতিযোগিতা কারি কাপে অংশগ্রহণ করতো। ৩০ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত জিম্বাবুয়ের টেস্ট দলে ৯জন, একদিনের আন্তর্জাতিক দলে ১৬জন ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ৩জন দলের অধিনায়কত্ব করেন। এছাড়াও অনেকেই যুবদের দলে নেতৃত্ব দিয়েছেন।
টেস্ট অধিনায়ক
সম্পাদনা৩০ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত নয়জন ক্রিকেটার জিম্বাবুয়ের ক্রিকেট দলে কমপক্ষে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তারা ২২ সেপ্টেম্বর, ২০০৫ তারিখে টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনের পূর্বে ভারতের বিপক্ষে ২য় টেস্টে অংশ নেয়।[১][২] যে-সকল খেলোয়াড়ের পাশে ড্যাগার (†) চিহ্ন রয়েছে তারা কমপক্ষে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন ও সহঃ অধিনায়ক কিংবা অন্য কোন কারণে সিরিজের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।
নং | নাম | সাল[ক ১] | প্রতিপক্ষ | স্থান | খেলা | জয় | পরাজয় | ড্র |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ডেভিড হটন | ১৯৯২/৯৩ | ভারত | জিম্বাবুয়ে | ১ | ০ | ০ | ১ |
১৯৯২/৯৩ | নিউজিল্যান্ড | জিম্বাবুয়ে | ২ | ০ | ১ | ১ | ||
১৯৯২/৯৩ | ভারত | ভারত | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ৪ | ০ | ২ | ২ | ||||
২ | অ্যান্ডি ফ্লাওয়ার | ১৯৯৩/৯৪ | পাকিস্তান | পাকিস্তান | ৩ | ০ | ২ | ১ |
১৯৯৪/৯৫ | শ্রীলঙ্কা | জিম্বাবুয়ে | ৩ | ০ | ০ | ৩ | ||
১৯৯৪/৯৫ | পাকিস্তান | জিম্বাবুয়ে | ৩ | ১ | ২ | ০ | ||
১৯৯৫/৯৬ | দক্ষিণ আফ্রিকা | জিম্বাবুয়ে | ১ | ০ | ১ | ০ | ||
১৯৯৫/৯৬ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ০ | ০ | ২ | ||
১৯৯৯/২০০০ | দক্ষিণ আফ্রিকা | জিম্বাবুয়ে | ১ | ০ | ১ | ০ | ||
১৯৯৯/২০০০ | শ্রীলঙ্কা | জিম্বাবুয়ে | ৩ | ০ | ১ | ২ | ||
১৯৯৯/২০০০ | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ২ | ০ | ২ | ০ | ||
২০০০ | ইংল্যান্ড | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ||
মোট | ২০ | ১ | ১০ | ৯ | ||||
৩ | অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল | ১৯৯৬ | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ২ | ০ | ২ | ০ |
১৯৯৬/৯৭ | পাকিস্তান | পাকিস্তান | ২ | ০ | ১ | ১ | ||
১৯৯৬/৯৭ | ইংল্যান্ড | জিম্বাবুয়ে | ২ | ০ | ০ | ২ | ||
১৯৯৭/৯৮ | নিউজিল্যান্ড | জিম্বাবুয়ে | ২ | ০ | ০ | ২ | ||
১৯৯৭/৯৮ | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ২ | ০ | ২ | ০ | ||
১৯৯৭/৯৮ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ০ | ২ | ০ | ||
১৯৯৭/৯৮ | পাকিস্তান | জিম্বাবুয়ে | ২ | ০ | ১ | ১ | ||
১৯৯৮/৯৯ | ভারত | ভারত | ১ | ১ | ০ | ০ | ||
১৯৯৮/৯৯ | পাকিস্তান | পাকিস্তান | ২ | ১ | ০ | ১ | ||
১৯৯৯/২০০০ | অস্ট্রেলিয়া | জিম্বাবুয়ে | ১ | ০ | ১ | ০ | ||
১৯৯৯/২০০০ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১ | ০ | ১ | ০ | ||
২০০২/০৩ | পাকিস্তান | জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ | ||
মোট | ২১ | ২ | ১২ | ৭ | ||||
৪ | হিথ স্ট্রিক | ২০০০/০১ | নিউজিল্যান্ড | জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ |
২০০০/০১ | ভারত | ভারত | ২ | ০ | ১ | ১ | ||
২০০০/০১ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
২০০০/০১ | বাংলাদেশ | জিম্বাবুয়ে | ২ | ২ | ০ | ০ | ||
২০০১ | ভারত | জিম্বাবুয়ে | ২ | ১ | ১ | ০ | ||
২০০১ | ওয়েস্ট ইন্ডিজ | জিম্বাবুয়ে | ২ | ০ | ১ | ১ | ||
২০০১/০২ | দক্ষিণ আফ্রিকা | জিম্বাবুয়ে | ২ | ০ | ১ | ১ | ||
২০০৩ | ইংল্যান্ড | ইংল্যান্ড | ২ | ০ | ২ | ০ | ||
২০০৩/০৪ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ২ | ০ | ২ | ০ | ||
২০০৩/০৪ | ওয়েস্ট ইন্ডিজ | জিম্বাবুয়ে | ২ | ০ | ১ | ১ | ||
২০০৩/০৪ | বাংলাদেশ | জিম্বাবুয়ে | ২ | ১ | ০ | ১ | ||
মোট | ২১ | ৪ | ১১ | ৬ | ||||
৫ | ব্রায়ান মার্ফি | ২০০১/০২ | বাংলাদেশ | বাংলাদেশ | ১ | ০ | ০ | ১ |
৬ | স্টুয়ার্ট কার্লাইল | ২০০১/০২† | বাংলাদেশ | বাংলাদেশ | ১ | ১ | ০ | ০ |
২০০১/০২ | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ৩ | ০ | ৩ | ০ | ||
২০০১/০২ | ভারত | ভারত | ২ | ০ | ২ | ০ | ||
মোট | ৬ | ১ | ৫ | ০ | ||||
৭ | তাতেন্দা তাইবু | ২০০৪ | শ্রীলঙ্কা | জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ |
২০০৪/০৫ | বাংলাদেশ | বাংলাদেশ | ২ | ০ | ১ | ১ | ||
২০০৪/০৫ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ২ | ০ | ২ | ০ | ||
২০০৫/০৬ | নিউজিল্যান্ড | জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ | ||
২০০৫/০৬ | ভারত | জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ | ||
মোট | ১০ | ০ | ৯ | ১ | ||||
৮ | ব্রেন্ডন টেলর | ২০১১ | বাংলাদেশ | জিম্বাবুয়ে | ১ | ১ | ০ | ০ |
২০১১ | পাকিস্তান | জিম্বাবুয়ে | ১ | ০ | ১ | ০ | ||
২০১১ | নিউজিল্যান্ড | জিম্বাবুয়ে | ১ | ০ | ১ | ০ | ||
২০১২ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
২০১৩ | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ২ | ০ | ২ | ০ | ||
২০১৩ | বাংলাদেশ | বাংলাদেশ | ২ | ১ | ১ | ০ | ||
২০১৩ | পাকিস্তান | জিম্বাবুয়ে | ২ | ১ | ১ | ০ | ||
২০১৪ | দক্ষিণ আফ্রিকা | জিম্বাবুয়ে | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ১০ | ৩ | ৭ | ০ | ||||
৯ | হ্যামিলটন মাসাকাদজা | ২০১৩ | পাকিস্তান | জিম্বাবুয়ে | ১ | ০ | ১ | ০ |
সর্বমোট | ৯৪ | ১১ | ৫৭ | ২৬ |
একদিনের আন্তর্জাতিক অধিনায়ক
সম্পাদনা৩০ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত ষোলজন ক্রিকেটার জিম্বাবুয়ের ক্রিকেট দলে কমপক্ষে একটি একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন।
নং | নাম | সাল[ক ১] | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি |
---|---|---|---|---|---|---|---|
১ | ডানকান ফ্লেচার | ১৯৮৩ | ৬ | ১ | ০ | ৫ | ০ |
২ | জন ট্রাইকোস | ১৯৮৭ | ৬ | ০ | ০ | ৬ | ০ |
৩ | ডেভিড হটন | ১৯৯২/৯৩ | ১৭ | ১ | ০ | ১৬ | ০ |
৪ | অ্যান্ডি ফ্লাওয়ার১ | ১৯৯৩–২০০০ | ৫২ | ১২ | ২ | ৩৫ | ৩ |
৫ | অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল | ১৯৯৬–২০০২ | ৮৬ | ৩০ | ২ | ৫২ | ২ |
৬ | হিথ স্ট্রিক | ২০০০–২০০৪ | ৬৮ | ১৮ | ০ | ৪৭ | ৩ |
৭ | গ্রান্ট ফ্লাওয়ার১ | ২০০১ | ১ | ০ | ০ | ১ | ০ |
৮ | গাই হুইটল | ২০০১ | ৪ | ০ | ০ | ৪ | ০ |
৯ | ব্রায়ান মার্ফি | ২০০১ | ৪ | ০ | ০ | ৪ | ০ |
১০ | স্টুয়ার্ট কার্লাইল | ২০০১/০২ | ১২ | ৬ | ০ | ৬ | ০ |
১১ | টাটেন্ডা তাইবু | ২০০৪–০৫ | ২৯ | ২ | ০ | ২৭ | ০ |
১২ | টেরি ডাফিন | ২০০৬ | ১৩ | ৫ | ০ | ৭ | ১ |
১৩ | প্রসপার উতসেয়া | ২০০৬–২০১০ | ৬৮ | ২০ | ১ | ৪৭ | ০ |
১৪ | হ্যামিল্টন মাসাকাদজা | ২০০৮/০৯ | ৭ | ০ | ০ | ৭ | ০ |
১৫ | এলটন চিগুম্বুরা | ২০১০– | ২৪ | ৮ | ০ | ১৬ | ০ |
১৬ | ব্রেন্ডন টেলর | ২০১১–২১০৪ | ৩২ | ৯ | ০ | ২৩ | ০ |
সর্বমোট | ৪২৯ | ১১২ | ৫ | ৩০৩ | ৯ |
১অ্যান্ডি ফ্লাওয়ার ও গ্র্যান্ট ফ্লাওয়ার - উভয়ে সহোদর ভাই।
টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক
সম্পাদনা৩০ অক্টোবর, ২০১৪ তারিখ পর্যন্ত তিনজন ক্রিকেটার কমপক্ষে একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অধিনায়কত্ব করেছেন:
নং | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি |
---|---|---|---|---|---|---|---|
১ | প্রসপার উতসেয়া | ২০০৬-২০১০ | ১০ | ৩ | ১ | ৬ | ০ |
২ | এলটন চিগুম্বুরা | ২০১০-বর্তমান | ৪ | ০ | ০ | ৪ | ০ |
৩ | ব্রেন্ডন টেলর | ২০১১-২০১৪ | ১৭ | ৩ | ০ | ১৪ | ০ |
সর্বমোট | ৩১ | ৬ | ১ | ২৪ | ০ |
যুবদের ক্রিকেট
সম্পাদনাটেস্ট অধিনায়ক
সম্পাদনাদুইজন ক্রিকেটার জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে কমপক্ষে একটি টেস্ট খেলায় অধিনায়কত্ব করেছেন:
নং | নাম | সাল[ক ১] | প্রতিপক্ষ | স্থান | খেলা | জয় | পরাজয় | ড্র |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ব্রায়ান মার্ফি | ১৯৯৫/৯৬ | ইংল্যান্ড | জিম্বাবুয়ে | ৩ | ০ | ২ | ১ |
২ | বার্টাস ইরাসমাস | ১৯৯৭ | ইংল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ০ | ২ | ১ |
সর্বমোট | ৬ | ০ | ৪ | ২ |
যুবদের একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক
সম্পাদনাউনিশজন ক্রিকেটার জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে কমপক্ষে একটি একদিনের আন্তর্জাতিকে অধিনায়কত্ব করেছেন:
নং | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি |
---|---|---|---|---|---|---|---|
১ | ব্রায়ান মার্ফি | ১৯৯৬ | ১ | ০ | ০ | ১ | ০ |
২ | বার্টাস ইরাসমাস | ১৯৯৭ | ২ | ০ | ০ | ২ | ০ |
৩ | মার্ক ভার্মিউলেন | ১৯৯৭ | ৬ | ২ | ০ | ৪ | ০ |
৪ | এমলুলেকি এনকালা | ২০০০ | ৩ | ০ | ০ | ৩ | ০ |
৫ | ট্রাভিস ফ্রেন্ড | ২০০০ | ৪ | ৩ | ০ | ১ | ০ |
৬ | তাতেন্দা তাইবু | ২০০২ | ৮ | ৬ | ০ | ২ | ০ |
৭ | টিনোটেন্ডা ময়ুয়ু | ২০০৪ | ৬ | ৩ | ০ | ৩ | ০ |
৮ | শন উইলিয়ামস | ২০০৫/০৬ | ১০ | ৩ | ০ | ৭ | ০ |
৯ | প্রিন্স মাসভাউরে | ২০০৮ | ৬ | ১ | ০ | ৫ | ০ |
১০ | ডিলন হিগিন্স | ২০০৯/১০ | ৬ | ১ | ০ | ৫ | ০ |
১১ | টিনোটেন্ডা মুতুম্বজি | ২০০৯ | ৫ | ০ | ০ | ৫ | ০ |
১২ | পিটার মুর | ২০১০ | ৫ | ০ | ০ | ৫ | ০ |
১৩ | গডউইল মামিয়ো | ২০১১ | ৪ | ০ | ০ | ৪ | ০ |
১৪ | রয় কাইয়া | ২০১১ | ১ | ০ | ০ | ১ | ০ |
১৫ | ম্যাথু বেন্টলি | ২০১২ | ১০ | ২ | ০ | ৮ | ০ |
১৬ | রায়ান বার্ল | ২০১২ | ১ | ০ | ০ | ১ | ০ |
১৭ | লুক মুসাসিরে | ২০১২ | ১ | ০ | ০ | ১ | ০ |
১৮ | ম্যালকম লেক | ২০১৪ | ১১ | ২ | ০ | ৯ | ০ |
১৯ | জয়লর্ড গাম্বি | ২০১২ | ১ | ১ | ০ | ০ | ০ |
সর্বমোট | ৯৭ | ২৬ | ০ | ৭১ | ০ |
আইসিসি ট্রফি
সম্পাদনাটেস্ট ক্রিকেট-বহির্ভূত দলগুলোর শীর্ষস্থানীয় একদিনের প্রতিযোগিতা হচ্ছে আইসিসি ট্রফি। ১৯৯২ সালে টেস্ট মর্যাদা প্রাপ্তির পূর্বে জিম্বাবুয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো। দুইজন ক্রিকেটার জিম্বাবুয়ে দলের পক্ষে আইসিসি ট্রফিতে অধিনায়কত্ব করেন।
নং | নাম | ট্রফি[ক ১] | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি | মন্তব্য |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ডানকান ফ্লেচার | ১৯৮২ | ৭ | ৭ | ০ | ০ | ০ | বিজয়ী |
২ | ডেভিড হটন | ১৯৮৬ | ৮ | ৮ | ০ | ০ | ০ | বিজয়ী |
১৯৯০ | ৮ | ৮ | ০ | ০ | ০ | বিজয়ী | ||
সর্বমোট | ২৩ | ২৩ | ০ | ০ | ০ |
আরও দেখুন
সম্পাদনাপাদটীকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- সাধারণ
- "Zimbabwe Captains' Playing Record in Test Matches"। Cricket Archive। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- "Zimbabwe Captains' Playing Record in ODI Matches"। Cricket Archive। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- "Zimbabwe Captains' Playing Record in Youth Test Matches"। Cricket Archive। ১৮ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮।
- "Zimbabwe Captains' Playing Record in Youth ODI Matches"। Cricket Archive। ১৮ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮।
- "Zimbabwe Captains' Playing Record in the ICC Trophy"। Cricket Archive। ১৮ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮।
- নির্দিষ্ট
- ↑ "Cricinfo – Brown eyes Zimbabwe Test return"। Cricinfo। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮।
- ↑ "Zimbabwe confident of Test return"। BBC Sport। ১০ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০০৯।